1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে বিএনপি'

১৯ মার্চ ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে৷ প্রার্থীর নাম ঘোষণা শুরু হয়েছে৷ এ নিয়ে আলোচনা চলছে৷ তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই মেতেছেন ক্রিকেট নিয়ে৷ বিশ্বকাপে যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ!

Narayanganj City Corporation Wahlen Flash-Galerie
ছবি: DW/S. Kumar Day

সামহয়্যারইন ব্লগে আহমেদ রশীদ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি লেখা শেয়ার করেছেন৷ সবার মনে কৌতূহল বিএনপি এ নির্বাচনে প্রার্থী দেবে কিনা – এ বিষয়টি নিয়ে৷ প্রতিবেদনটির শিরোনামেই বলা হয়েছে, ‘‘সিটি নির্বাচনে অংশ গ্রহণের চিন্তা করছে বিএনপি৷''

সংবাদমাধ্যমের খবর অনুযায়ীও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনো ‘হ্যাঁ' বা ‘না' কিছুই বলেনি বিএনপি৷ এ সম্পর্কে তাদের দলীয় এবং জোটের সিদ্ধান্ত জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে৷

বৃহস্পতিবার ভোর থেকেই বাংলাদেশের প্রায় সব মানুষ বসেছিল টেলিভিশনের সামনে৷ মেলবোর্নে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দু'বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ৷ টস জিতে ব্যাট করার পর থেকেই চাপের মুখে ছিলেন ভারতের ব্যাটসম্যানরা৷ দ্রুত রান তুলতে পারছিলেন না৷ এক পর্যায়ে খুব অল্প ব্যবধানে ধাওয়ান, কোহলি এবং রাহানেকে হারিয়ে বিপদে পড়েছিল ১৯৮৩ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা৷ সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা শুরু করেন রোহিত শর্মা৷ এই দু'জনের ১২২ রানের জুটির সুবাদে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩০২ রান করে ভারত৷ তবে ভারতের এই সংগ্রহ বিতর্কের ঊর্ধে থাকেনি৷ রোহিত শর্মা যখন ৯০ রান নিয়ে ব্যাট করছিলেন, তখন রুবেলের ফুলটসে (ক্যাচ) আউট হয়েছিলেন৷

ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা গেছে টাইগারদের আসল রূপ...ছবি: Reuters/D. Gray

কিন্তু রুবেলের ফুলটস কোমরের ওপরে ছিল বলে ‘নো' ডাকেন আম্পায়ার৷ আম্পায়ারের এই সিদ্ধান্তে ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ, অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্নসহ অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন৷ টুইটারে লক্ষণ লিখেছেন, ‘‘গৌল্ডের কাছ থেকে বাজে সিদ্ধান্ত এলো৷ এটা কোমরের ওপরে ছিল না৷ ভাগ্যের সহায়তা পেল রোহিত৷'' শেন ওয়ার্ন বলেছেন, ‘‘নো বল দেওয়ার মতো যথেষ্ট উঁচুতে ছিল না বলটি৷ আলিম দারের মতো একজন আম্পায়ারের কাছ থেকে এটা হতাশাজনক একটি সিদ্ধান্ত৷''

পাকিস্তানের আম্পায়ারের এমন সিদ্ধান্তের কারণে ৯০ রানে বেঁচে যাওয়া রোহিত শেষ পর্যন্ত ১৩৭ রান করেছেন৷ বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি৷ বাংলেদেশের ইনিংস শুরুর আগে থেকেই আম্পায়ার এবং আইসিসি-র প্রতি ক্ষোভ জানাতে শুরু করেন ক্রিকেটামোদীরা৷

গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে৷ আমি বিসিএফইউ-কে অনুরোধ করছি, আপনারা ডাক দিন৷ কেউ না আসলে আমি আসবো৷ অন্তত দুনিয়াকে দেখানো দরকার আমরা মেরুদণ্ডহীন নই৷ আর ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই নষ্ট-ভ্রষ্ট আইসিসি থেকে বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত৷''

আবার রাজীব হত্যার বিরুদ্ধে প্রতিবাদও চলেছে...ছবি: DW

সামহয়্যারইন ব্লগে সালাম বাবুল ক্ষোভ জানাতে গিয়ে লিখেছেন, ‘‘১১ জন নয়, ভারত খেলেছে ১২ জন নিয়ে৷'' তাঁর মতে, ‘‘মাঠে আমপায়ার যে আচরণ করেছে, তাতে মনে হয় আমপায়ারসহ ওরা ১২ জন খেলছে আমাদের বিরুদ্ধে৷ না ১২ জন নয়, বরং তারও বেশি, কেন না, মাঠে একজন আমপায়ার তো ২২ জন খেলোয়ারের সমান...৷''

জুলহাস খান লিখেছেন, ‘‘ক্রিকেট নাকি ভদ্রদের খেলা!'' তাঁর ভাষায়, ‘‘ক্রিকেটকে বলা হয় ভদ্রদের খেলা৷ আজ দেখলাম অভদ্রদের ছড়াছড়ি৷ ক্রিকেট নামক ভদ্র খেলায় যখন ভারতের মতো অভদ্র দেশ যেখানে মোড়ল গিরি করছে সেখানে কিভাবে ক্রিকেট ভদ্র খেলা থাকে৷ ভারতকে জেতানোর জন্য কত না বাহানা করল আইসিসি৷....জোর করে ম্যাচের ‘ফিকশ্চার' পরিবর্তন করেছে তারা ভারতকে সুবিধা দেয়ার জন্য৷ এখানেই শেষ নয়৷ ভারতকে জিতানোর জন্য ব্যাটিং পিচ করেছে আইসিসি৷ এটা যদি ভদ্রতার পরিচয় হয়, তাহলে অভদ্রের প্রয়োজন কি?''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ