1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে অংশ নেবেন অং সান সু চি

১০ জানুয়ারি ২০১২

মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি আগামী এপ্রিল মাসের উপ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন৷ ফলে সেদেশের সরকারের সংস্কারের উদ্যোগ বাড়তি বৈধতা পাবে বলে মনে করা হচ্ছে৷

Myanmar pro-democracy leader Aung San Suu Kyi delivers a speech as she meets young members at the headquarters of the National League for Democracy on Tuesday, Dec. 28, 2010, in Yangon, Myanmar. (AP Photo/Khin Maung Win)
অং সান সু চিছবি: AP

মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের গতি যে এত দ্রুত হতে পারে, মাত্র কয়েক মাস আগেও তা কেউ কল্পনা করতে পারে নি৷ সরকারের আন্তরিকতার প্রতি আস্থা দেখিয়ে এবার বিরোধী নেত্রী অং সান সু চি জানালেন, তিনি নিজে আগামী এপ্রিল মাসের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ জিতলে সংসদ সদস্য হিসেবে আবার সক্রিয় রাজনীতিতে পা রাখবেন নোবেলজয়ী এই নেত্রী৷

২০১০ সালের নভেম্বর মাসে নির্বাচনের সময় সু চি গৃহবন্দি ছিলেন৷ নেত্রীকে অংশ নিতে না দেওয়ায় তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি নির্বাচন আংশিকভাবে বর্জন করেছিল৷ যাই হোক, দীর্ঘ প্রায় দুই দশক পরের এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সামরিক শাসনের অবসান ঘটলো বটে, যদিও ক্ষমতাসীন দল সামরিক বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত৷ তবে সব মহলকে অবাক করে নতুন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে৷ দেশে শ্রমিক সংগঠন ও সংবাদ মাধ্যমের উপর বাধানিষেধ শিথিল করা হয়েছে, বিরোধীদের সঙ্গে সংলাপও চলছে৷ অং সাং সু চি প্রেসিডেন্ট তেইন সেইন'এর উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এর মধ্যে মিয়ানমার সফর করেছেন৷ এবার সু চি নিজে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে নতুন সরকারের উদ্যোগ বাড়তি বৈধতা পেল৷

ফাইল ছবিছবি: AP

রাজধানী ইয়াঙ্গনের কমু নির্বাচনী এলাকায় প্রার্থী হচ্ছেন সু চি৷ সোমবার এক দলীয় বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান৷ কয়েক দিন আগে পর্যন্তও তিনি নিশ্চিত ছিলেন না, তিনি নির্বাচনে অংশ নিবেন কিনা৷ তবে নতুন সরকারের সংস্কারের পদক্ষেপগুলিকে আরও উৎসাহ দিতে শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্ত নিলেন৷ তিনি বলেছেন, সামরিক বাহিনীর মধ্যে সরকারের কাজের প্রতি কতটা সমর্থন রয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে৷

উল্লেখ্য, এপ্রিলে সংসদের মোট ৪৮টি আসনের জন্য উপ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশনের পর যে সব সংসদ সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, মূলত তাদের খালি করা আসনগুলির জন্যই এই উপ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে৷ সংসদের নিম্ন কক্ষে ৪৪০ আসনের মধ্যে ১১০টি আসন এবং উচ্চ কক্ষের ২২৪টি আসনের মধ্যে ৫৬টি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে৷ দুই কক্ষের বাকি ৪৯৮টি আসনের প্রায় ৮০ শতাংশই ক্ষমতাসীন দলের দখলে৷ অর্থাৎ এপ্রিলের উপ নির্বাচনে সু চি'র এনএলডি দল সব ক'টি আসনে জয়লাভ করলেও তাদের ক্ষমতা খুবই সীমিত থাকবে৷ তা সত্ত্বেও সংসদীয় রাজনৈতিক আঙিনায় এনএলডি'র প্রত্যাবর্তনের বিশাল প্রতীকি গুরুত্ব রয়েছে, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ