নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করবে ক্যানাডা
৭ মার্চ ২০২৩
ক্যানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তদন্তে একজন স্বাধীন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়ার কথা সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷
বিজ্ঞাপন
২০১৯ ও ২০২১ সালের ফেডারেল নির্বাচনে বেইজিং হস্তক্ষেপ করার চেষ্টা করেছে- অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাতে ক্যানাডার গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর এই ঘোষণা দিলেন ট্রুডো৷
গতমাসে ক্যানাডার ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল' পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল, চীন চেয়েছে ট্রুডোর লিবারেল পার্টি আবারও ক্ষমতায় আসুক, কারণ তারা মনে করে কনজারভেটিভ পার্টি বেইজিংয়ের প্রতি কিছুটা শত্রু মনোভাবসম্পন্ন৷
চীন এসব অভিযোগ অস্বীকার করে একে ‘মানহানিকর' বলে আখ্যায়িত করেছে৷ এছাড়া ক্যানাডার অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ চীনের নেই বলেও জানিয়েছে৷
অভিযোগ ওঠার পর কনজারভেটিভ পার্টি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছিলেন৷
ট্রুডো বলেন, ‘‘সব রাজনৈতিক নেতা একমত হয়েছিলেন যে, ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনের ফলাফল বিদেশি হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হয়নি৷ কিন্তু নির্বাচনের ফল পরিবর্তন না করলেও কোনো বিদেশি পক্ষের হস্তক্ষেপের চেষ্টা উদ্বেগজনক ও গুরুতর৷''
একজন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়া ছাড়াও ট্রুডো দুটি কমিটি গঠন করেছেন৷
ক্যানাডার ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটি অফ পার্লামেন্টারিয়ানস'ও অভিযোগ তদন্ত করে সংসদকে জানাবে৷
দেখুন ক্যানাডায় ২০২১-এর নির্বাচনের আগের একটি ছবিঘর...
আগামী ২০ সেপ্টেম্বর ক্যানাডায় জাতীয় নির্বাচন৷ বড় আশা নিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন জাস্টিন ট্রুডো৷ কিন্তু নির্বাচনের হাওয়া এখন তার বিপরীতে৷ দেখুন ছবিঘরে...
ছবি: Carlos Osorio/REUTERS
নির্বাচনি প্রচারে চরম প্রতিকূলতা
চলতি আগস্ট মাসেই আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো৷ আশা ছিল মোটামুটি সহজেই বৈতরণী পার হবেন৷ কিন্তু রাতারাতি বদলে গেছে পরিস্থিতি৷ গত শুক্রবার ওন্টারিওতে নির্বাচনি সভাই করতে পারেননি ক্যানাডার বর্তমান প্রধানমন্ত্রী৷ কিছু লোক এসে এমন আগ্রাসি প্রতিবাদ শুরু করেন যে সভা বাতিল ঘোষণা করে চলে আসতে হয় তাকে৷
ছবি: Carlos Osorio/REUTERS
বিক্ষোভের মুখে ট্রুডো
ওন্টারিওর নোবলটনে লিবারেল পার্টির নির্বাচনি প্রচারের বাস থেকেই নামতে পারেননি ট্রুডো৷ দরজার সামনে বিক্ষোভকারীরা হট্টগোল শুরু করায় লিবারেল সমর্থকরা কাছে আসতে পারেননি৷ দূর থেকেই হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান ট্রুডো৷
ছবি: Carlos Osorio/REUTERS
জনপ্রিয়তায় ভাটা
শনিবার আসন্ন নির্বাচন নিয়ে জনমত জরিপের ফল প্রকাশ করেছে ক্যানাডার গণমাধ্যম৷ ন্যানোস রিসার্চের করা জরিপ অনুযায়ী এ মুহূর্তে প্রধান বিরোধী দল কনজারভেটিভের প্রার্থী এরিন ও’টুল জনপ্রিয়তায় ট্রুডোর চেয়ে এগিয়ে৷ জরিপ অনুযায়ী, এ মুহূর্তে নির্বাচন হলে এরিন ও’টুল পাবেন ৩৩.৩ শতাংশ ভোট আর ট্রুডো পাবেন ৩০.৮ শতাংশ ভোট৷ ওপরের ছবিতে ওন্টারিওতে ট্রুডোর বিরুদ্ধে বিক্ষোভ৷
ছবি: Carlos Osorio/REUTERS
প্রধান কারণ আফগানিস্তান
ন্যানোস রিসার্চের প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে লিবারেল পার্টির যে জনপ্রিয়তায় ভাটা লক্ষ্য করা গেছে তার মূল কারণ আফগানিস্তান থেকে ক্যানাডীয় এবং আফগানদের নিয়ে আসায় সরকারের ঢিলেঢালা প্রয়াস৷
ছবি: Carlos Osorio/REUTERS
আরেক কারণ করোনা-ব্যবস্থাপনা
এছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কারণেও জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা কমেছে বলে ন্যানোসের প্রতিবেদনে বলা হয়েছে৷ শুক্রবার ভ্যাকসিনবিরোধীদের বিক্ষোভের মুখে টরন্টোর একটি নির্বাচনি সভা বাতিল করতে হয় ট্রুডোকে৷ ওপরের ছবিটি অবশ্য শনিবার ওন্টারিওতে তোলা৷