আগামী ৮ই নভেম্বর মার্কিন ভোটাররা তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন৷ কিন্তু দুই প্রার্থীই কেলেঙ্কারিতে জর্জরিত৷ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তাঁর অতীত মন্তব্য ও আচরণের কারণে চাপের মুখে পড়ছেন৷
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই শীর্ষ প্রার্থীর মধ্যে টেলিভিশন বিতর্কের রীতি চলে আসছে বেশ কিছুকাল ধরে, যা অন্যান্য অনেক দেশেও অনুকরণ করা হয়৷ কিন্তু সর্বশেষ বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন যে ভাষায় পরস্পরের বিরুদ্ধে তোপ দাগলেন, তেমনটা সাম্প্রতিক কালে কেউ মনে করতে পারে না৷ একে অপরের দুর্বলতা তুলে ধরতে কোনো কার্পণ্য করেননি৷ এমনকি পরস্পরের প্রতি সৌজন্য দেখিয়ে করমর্দন করতেও প্রথমে প্রস্তুত ছিলেন না তাঁরা৷
নারীবিদ্বেষী মনোভাবের জন্য রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড কুখ্যাত৷ কিন্তু তাঁর অতীত জীবনের একের পর এক মন্তব্য প্রকাশিত হওয়ায় কোণঠাসা হয়ে পড়ছেন তিনি৷ এড়িয়ে যাবার বদলে ক্ষমা চেয়ে নিয়ে নিজের ভাবমূর্তি শোধরানোর চেষ্টা করছেন৷ এমনকি সর্বশেষ টেলিভিশন বিতর্কে তিনি বলে বসলেন, নারীদের প্রতি শ্রদ্ধার প্রশ্নে তাঁর চেয়ে আন্তরিক অন্য কেউ নেই৷
বিতর্ক জুড়ে কোণঠাসা থাকার বদলে তিনি প্রতিপক্ষ ক্লিন্টনের বিরুদ্ধে মারাত্মক হুমকি দিতে থাকেন৷ নারী-বিদ্বেষী আচরণের জন্য তিনি হিলারির স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে আক্রমণ করেন৷ হিলারিকে ‘শয়তান' আখ্যা দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ই-মেল কেলেঙ্কারির তদন্ত করিয়ে তিনি তাঁকে জেলে পাঠাবেন৷
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’
ছবি: Getty Images/B. Pugliano
9 ছবি1 | 9
ক্লিন্টন বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হবার অযোগ্য৷ রাশিয়া যেভাবে ট্রাম্পের প্রতি সমর্থন দেখাচ্ছে, সেই অভূতপূর্ব ঘটনাকেও বিপজ্জনক হিসেবে তুলে ধরেন তিনি৷
টেলিভিশন বিতর্কের পর জনমত সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ দর্শক মনে করেন এবারের বিতর্কে ক্লিন্টন জিতেছেন৷ মাত্র ৩৪ শতাংশ মনে করেন, ট্রাম্পের জয় হয়েছে৷