1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে এর্দোয়ানের বিপর্যয়

বাহা গ্যুনগর/এসবি৮ জুন ২০১৫

তুরস্কের ক্ষমতাসীন আক পার্টি একেপি ২০০২ সালের পর এই প্রথম তাদের সংখ্যাগরিষ্ঠতা হারালো৷ বলা বাহুল্য, এ ফলাফল এর্দোয়ানের জন্য অত্যন্ত লজ্জাজনক৷ ডিডাব্লিউ-র বাহা গ্যুনগর মনে করেন, সে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে চলেছে৷

Recep Tayyip Erdogan
ছবি: imago/Pixsell

তুরস্কের ভোটাররা তাঁদের গণতান্ত্রিক ক্ষমতা দেখিয়েছেন৷ দু'জন স্পষ্ট পরাজয় ও একজন স্পষ্ট জয়ের মুখ দেখেছে৷ পরাজয় ঘটেছে প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান এবং তাঁর ধর্মীয় রক্ষণশীল সরকারি আক পার্টির৷ অন্যদিকে কুর্দি দল এইচডিপি এই প্রথম ১০ শতাংশের সীমা পেরিয়ে আঙ্কারার জাতীয় সংসদে প্রবেশ করেছে৷

নির্বাচনের এই ফলাফল এর্দোয়ানের জন্য লজ্জাজনক বিপর্যয়৷ তুরস্ককে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রে রূপান্তরিত করতে এর্দোয়ান নিজের সর্বশক্তি প্রয়োগ করেছিলেন৷ এমনকি প্রেসিডেন্ট হিসেবে রাজনৈতিক আঙিনায় নিরপেক্ষ থাকার দায়িত্ব উপেক্ষা করে তিনি কয়েক সপ্তাহ ধরে সারা দেশে আক পার্টির হয়ে প্রচার করেছেন৷ প্রতিপক্ষ রাজনৈতিক দল ও তাদের নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন, তাঁদের বিরুদ্ধে অপমানজনক কথাও বলেছেন৷ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে এর্দোয়ান এবং দল ও সরকার-প্রধান হিসেবে তাঁর উত্তরসূরি আহমেত দাভোতলু শাস্তি পেলেন৷

২০০২ সালে এর্দোয়ানের নেতৃত্বে আক পার্টি ৩৪ শতাংশ ভোট পেয়ে প্রথম বার বিপুল জয়ের মুখ দেখেছিল৷ তারপর চার বছর আগে ৫০ শতাংশ এবং এক বছর আগে প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে ক্ষমতার শিখরে পৌঁছে গিয়েছিল এই দল৷ এবার সমর্থনের সেই মাত্রা ৪০ শতাংশে কমে গেছে৷ ফলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বলে দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রপতি-কেন্দ্রিক করে তোলার স্বপ্ন এর্দোয়ানের জন্য অবাস্তব রয়ে গেল৷ প্রথম বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আক পার্টি কোয়ালিশন গড়তে বাধ্য হবে৷ তা না করে বিরোধী আসনে বসলে দলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে৷ বার বার দেখা গেছে, যে তুরস্কে ক্ষমতাসীন নেতারা প্রেসিডেন্ট পদে আসীন হবার পর তাঁদের দলগুলি রাজনৈতিক আঙিনায় গুরুত্বহীন হয়ে পড়েছে৷

প্রতিবাদী ভোটের ফায়দা পেল এইচডিপি

এবারের নির্বাচনের আসল বিজয়ী কুর্দি এইচডিপি দলের পক্ষে এক দিনের জন্যও আত্মতুষ্টি ও নিজেদের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পোষণ করা উচিত হবে না৷ কারণ চলতি বছরে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে তারা বিরোধী দল হিসেবে আবার সংসদের বাইরে ফিরে যেতে পারে৷ দলের দুই সহ সভাপতি সেলাহাটিন ডেমিরটাস ও ফিগেন ইয়ুসকেডাগ-কে সচেতন থাকতে হবে যে, আক পার্টি সহ অন্য অনেক দলের সমর্থকদের প্রতিবাদী ভোটের জন্যই তাঁরা এমন সাফল্য পেয়েছেন৷ নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে বহুমত-ভিত্তিক গণতন্ত্র থেকে তুরস্ককে দূরে সরিয়ে নিয়ে যেতে এর্দোয়ান যা করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে দলমতনির্বিশেষে জোরালো বিরোধিতা সৃষ্টি হয়েছিল৷

বাহা গ্যুনগর, ডয়চে ভেলে

এইচডিপি দলকে এখন প্রমাণ করতে হবে যে, তারা গোটা দেশের সব মানুষের গণতান্ত্রিক দল৷ তারা যে কুর্দি সংগঠন পিকেকে-র রাজনৈতিক সংগঠন নয়, মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে৷ ১৯৮৪ সাল থেকে পিকেকে ও তুর্কি রাষ্ট্রের মধ্যে সংঘাতের ফলে প্রায় ৪০,০০০ মানুষের মৃত্যু ঘটেছে৷ এই প্রেক্ষাপটে বাম ও দক্ষিণপন্থি জাতীয়তাবাদী দলগুলি সংসদে এইচডিপি দলকে কোণঠাসা করার চেষ্টা করবে৷ এইচডিপি দল যে জাতীয়তাবাদী এমএইচপি-র প্রায় সমান ভোট পেয়েছে, উগ্র দক্ষিণপন্থিদের পক্ষে এই বাস্তব হজম করা কঠিন৷ এইচডিপি যদি রাজনৈতিক কূটকৌশল কাজে লাগিয়ে ১৬ বছরেরও বেশি সময় ধরে বন্দি পিকেকে নেতা আব্দুল্লাহ ও্যচালান-কে মুক্ত করার চেষ্টা করে, সেটাও হবে এক মারাত্মক ভুল৷ এর্দোয়ান ও আক পার্টিকে আজ মর্মান্তিক পরাজয় মেনে নিতে হচ্ছে বটে৷ কিন্তু অন্যদিকে যে বিরোধী দলগুলি সাফল্যের মুখ দেখেছে, তাদের মনে রাখতে হবে যে তারা যে ভোট পেয়েছে, তার একটা বড় অংশের কারণ এর্দোয়ান ও আক পার্টির ঔদ্ধত্য সম্পর্কে ভোটারদের মনোভাব৷ এতে তাদের নিজস্ব কৃতিত্ব কম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ