1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে ‘ভুয়া খবরের' হুঁশিয়ারি ইইউ-র

১ আগস্ট ২০১৮

২০১৯ সালে ইউরোপীয় নির্বাচন ‘ভুয়া খবর' এবং সাইবার হামলার আশংকায় আছে বলে হুঁশিয়ার করেছে ইউরোপীয় কমিশন৷ সোশাল মিডিয়া কোম্পানি এবং সদস্য রাষ্ট্রদের এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে কমিশন৷

Twitter Tweets
ছবি: picture-alliance/dpa/A. Warnecke

ইউরোপের নিরাপত্তা বিষয়ক প্রধান জুলিয়ান কিং ইইউর সব সদস্য রাষ্ট্রকে আশংকা প্রকাশ করেছেন, সামাজির যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলতে পারে৷ ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ইইউ-ইউক্রেন চুক্তির গণভোটে হস্তক্ষেপের মতো ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি৷

জার্মানির ফুঙ্কে মিডিয়া গ্রুপকে কিং বলেন, ‘‘সব দেশকেই এই বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে, এবং এ ধরনের ঘটনা প্রতিহত করতে আগে থেকেই পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে৷''

তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় ও অন্যান্য ফ্যাক্টর যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমাদেরই বিরুদ্ধে কাজে না লাগাতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে৷''

তবে শুধু রাষ্ট্র বা সরকার নয়, এ ব্যাপারে ইউটিউব এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকেও দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন কিং৷ মিথ্যা তথ্য যারা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা এবং ভুয়া অ্যাকাউন্ট ‘ডিলিট' করার ব্যাপারে তাদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি৷ তিনি বলেন, ‘‘অনলাইনেও আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা দেখতে চাই৷''

How to spot fake news

01:41

This browser does not support the video element.

আর ১০ মাস পরই ইউরোপীয় নির্বাচন৷ বিশ্লেষকদের আশংকা, ২৭ দেশে একসাথে ভোট চলায় নির্বাচনের এই ব্যাপ্তি আক্রান্ত হওয়ার আশংকাও বাড়িয়ে দিবে৷

তাঁদের আশংকা, অনেক ইউরোপীয় নাগরিকই যেহেতু ইউরোপের রাজনীতির সাথে পরিচিত নন, তাঁদের সহজেই ভুয়া খবরে প্রভাবিত করা সম্ভব হবে৷

ইইউ অবশ্য সোশ্যাল মিডিয়া ও বড় বড় বিজ্ঞাপনী সংস্থার মতো অনলাইন প্লাটফরমগুলোর সাথে মিলে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে একটি কোড অব প্র্যাকটিস তৈরির কাজ করছে৷ সেপ্টেম্বরের মধ্যেই এর কাজ শেষ করার আশা তাঁদের৷

এডিকে/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ