1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখ্য ভূমিকায় থাকছেন না পেট্রি

২০ এপ্রিল ২০১৭

অনেক জার্মানের কাছে ফ্রাউকে পেট্রি হচ্ছেন দেশটির ডানপন্থি পপুলিজমের প্রতীক৷ অথচ বুধবার তিনি জানিয়ে দিলেন, জার্মানির আসন্ন সংসদ নির্বাচনে নিজ দলের শীর্ষ প্রার্থী হিসেবে অংশ নিতে চান না তিনি৷

Deutschland Frauke Petry, AfD
ছবি: Getty Images/AFP/J. MacDougall

জার্মানির ডানপন্থি পপুলিস্ট অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের কো-চেয়ারম্যান এবং দলের সবচেয়ে পরিচিত মুখ ফ্রাউকে পেট্রি দলের মুখ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে কার্যত এক বোমা ফাটিয়েছেন৷ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি পরিষ্কারভাবে তাঁর এই অনীহার কথা প্রকাশ করেন৷ তিনি আরো বলেন যে, এএফডি-র মতো একটি দল, নির্বাচনে অংশ নিলেও যাদের শেষ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে জোট করা ছাড়া গতি নেই, তাদের আদৌ কোনো মুখ্য প্রার্থীর দরকার আছে কিনা – তা নিয়ে সন্দিহান তিনি৷ তবে আগামী সপ্তাহান্তে কোলনে দলটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি৷

কিছুদিন আগে নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষ্যত নির্ধারণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রেখে নিজ দলের মধ্যে সমালোচিত হন পেট্রি৷ এরপর তাঁকে দলের মধ্যেই কিছুটা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়৷ তাঁর প্রস্তাব দৃশ্যত দলের শীর্ষ নেতাদের মধ্যকার ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বকে আরো উসকে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

পেট্রির দলের অনেকে মনে করেন, তিনি এতটাই মূলধারার রাজনীতি করতে চাইছেন এবং ক্ষমতার জন্য ক্ষুধার্ত যে, দলের অভিবাসী-বিরোধী, এমনকি ইইউ-বিরোধী শক্ত অবস্থান থেকেও সরে আসতে চাইছেন তিনি৷ তা-ও আবার অপেক্ষাকৃত মডারেট ভোটারদের সমর্থন পেতে৷

ভিডিও বিবৃতিতে নিজের প্রস্তাব নিয়েও কথা বলেছেন এএফডি-র এই পরিচিত মুখ৷ দলের ডেলিগেটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমার প্রস্তাবের সমালোচকরা বলতে চাচ্ছেন যে, আমি দলকে দুই ক্যাম্পে বিভিক্ত করে ফেলছি৷ অন্যরা ভয় পাচ্ছেন যে, গণতান্ত্রিক পন্থায় নির্ধারিত একটি সর্বজনীন কৌশল দলের কিছু অংশকে এবং দলের অবস্থানকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে৷''

পেট্রি দাবি করেন, ভবিষ্যতে জার্মানির অন্যতম বড় রাজনৈতিক দল সিডিইউ-এর সঙ্গে তিনি জোট বাঁধতে পারেন, এমনটা যাঁরা বলছেন, তাঁরা ঠিক বলছেন না৷

উল্লেখ্য, ৪১ বছর বয়সি ফ্রাউকে পেট্রি এই মুহূর্তে অন্তঃসত্ত্বা৷ এ রকম অবস্থায় দলের নির্বাচনি প্রচারণায় পর্যাপ্ত সময় দেওয়া হয়ত তাঁর পক্ষে সম্ভব নয়৷ এছাড়া এএফডি-র শীর্ষ প্রার্থী হিসেবে সরে গেলেও দলে নিজের অবস্থান থেকে সরার কোনো ঘোষণাও দেননি জার্মানির এই উঠতি রাজনীতিবিদ৷

জেফারসন চেস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ