1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কোনো দলের দায়িত্ব নির্বাচন কমিশন নিতে পারে না'

৭ ফেব্রুয়ারি ২০১৭

সদ্য নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন৷ আমরা নিরপেক্ষ থাকবো৷ তবে কোনো দল যদি নির্বাচনে না আসে, তাহলে আমাদের কী করার আছে?''

Bangladesch Parlamentswahlen
ছবি: AFP/Getty Images

তাঁর মতে, ‘‘নির্বাচনে কোনো রাজনৈতিক দলের আসা না আসার দায়িত্ব নির্বাচন কমিশন নিতে পারে না৷''

আর বাংলাদের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘নির্বাচন কমিশনার হিসেবে এই প্রথম একজন নারীকে নিয়োগ অবশ্যই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আরো একধাপ অগ্রগতি৷ ভবিষ্যতে কমিশনে নারীর অংশগ্রহন আরো বাড়বে বলে আশা করি৷''

সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্য ধেকে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ জনকে ররিবার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷ প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে৷

কবিতা খানম

This browser does not support the audio element.

চার জন নির্বাচন কমিশনার হলেন, মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী৷ আগামী ১৪ জানুযারির পর যে কোনো দিন এই নতুন কমিশন শপথ নেবে৷ এই নির্বাচন কমিশনেরই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করার কথা৷

 

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘‘আমরা আমাদের নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করব৷ নিরপেক্ষ থাকবো৷ আমাদের প্রধান চ্যালেঞ্জ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন৷ আর এটা করবো আমরা সংবিধান অনুযায়ী৷ আমরা চাইবো সব দল নির্বাচনে অংশ নিক৷ আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করব৷ তবে কোনো দল যদি নির্বাচনে না আসে, তাহলে আমাদের কী করার আছে? নির্বাচনে যদি কেউ আসে বা না আসে, তার দায়িত্ব নির্বাচন কমিশন নিতে পারে না৷ এটা রাজনৈতিক দলের বিষয়৷''

অন্যদিকে নির্বাচন কশিমনার কবিতা খানম বলেন, ‘‘আমাদের চেষ্টা থাকবে সব দলের অংশ গ্রহণে নির্বাচন করা৷ আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই এবং আমাদের বিশ্বাস আমরা সফল হব৷''

কে এম নুরুল হুদা

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশে এই প্রথম নারী নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হলো৷ এটা নারীর ক্ষমতায়নে অবশ্যই একটি উল্লেখযোগ্য অগ্রগতি৷ আশা করি ভবিষ্যতে নারী নির্বাচন কশিনারের সংখ্যা আরো বাড়বে৷''

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটি গঠন এবং সেই সার্চ কমিটির দেয়া ১০ জনের নামের তালিকা থেকে পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলো৷ সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে৷

ক্ষমতআসীন আওয়ামী লীগ এই কমিশন গঠনে সন্তোষ প্রকাশ করেছে৷ তারা বলেছে, এই কমিশন নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই৷ বিএনপি আজ মঙ্গলবার রাতের যে কোনো সময় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ