1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন আরো পেছানোর দাবি ঐক্যফ্রন্টের

১৪ নভেম্বর ২০১৮

নির্বাচন আরো পেছানোর দাবিতে কমিশনে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট৷ বৈঠক শেষে ড. কামাল হোসেন জানিয়েছেন, নির্বাচন পেছানোর বিষয়টি বিবেচনা করবে কমিশন৷

Bangladesh
ছবি: bdnews24.com

ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন পেছানোসহ নানা দাবি নিয়ে বুধবার বিকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন৷ তাদের দাবিগুলোর মধ্যে ছিল ভোট পেছানো, ইভিএম ব্যবহার না করা, প্রশাসনে রদবদল, সেনাবাহিনী মোতায়েনসহ নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়৷

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দাবি বিবেচনার আশ্বাস পেয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন৷

‘‘আমরা সন্তুষ্ট৷ আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে৷ ভোটের বাকি সময়ে একই রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি৷''

ড. কামাল বলেন, ‘‘তাঁরা (ইসি) বলেছেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে৷ তাঁরা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন৷ আশা করি তাঁরা সহযোগিতা দেবেন৷''

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনায় সন্তুষ্ট হয়েছেন কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি৷ তিনি ইসি'র আচরণের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানান৷

‘‘আমি সামগ্রিকভাবে একটা কথা বলি, আমাদের নির্বাচনে থাকা-না-থাকা নির্ভর করছে নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর৷''

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়েও কথা বলেছেন তাঁরা৷ এ বিষয়টিও ইসি দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান ফখরুল৷

তিনি মনে করেন, নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব৷

এর আগে নির্বাচন কমিশন প্রথম দফায় ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে৷ সে সময় ভোট এক মাস পেছানোর দাবি করে ঐক্যফ্রন্ট৷

এসব দাবির মুখে ইসি নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেয়৷ কিন্তু এই সময় পর্যাপ্ত নয় বলে অসন্তুষ্টি জানায় ঐক্যফ্রন্ট৷ এর প্রেক্ষিতেই আবারও ইসিতে আলোচনার জন্য যান ফ্রন্টের নেতারা৷

ইসির সঙ্গে বৈঠকে ড. কামাল ও ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ; কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার; জেএসডির আবদুল মালেক রতন, শহীদ উদ্দিন স্বপন; গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ এবং গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও মোকাব্বির খান৷

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ৷

জেডএ/এসিবি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ