1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন ইস্যু ‘ডান অ্যান্ড ডাস্টেড'

৫ জুন ২০১৯

জার্মানির বার্লিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জলবায়ু নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ মুখোমুখি হয়েছেন ডয়চে ভেলের, কথা বলেছেন নির্বাচন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট নিয়ে৷

ছবি: DW

বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা ধুলোয় মিশে গেছে, এ আলোচনা শেষ৷ এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এখন আর কোনো আলোচনা করার সুযোগ নেই৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আপনারা এখনও বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে  নানা প্রশ্ন করেন এবং ইস্যু তৈরির চেষ্টা করেন৷ ''

তিনি বলেন, ‘‘এই চ্যাপ্টার ক্লোজড৷'' বরং, আগামী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবেলাই আসল লক্ষ্য বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷

রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বলেন, তাদের ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান৷ রোহিঙ্গাদের রেখে দেয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের৷

শাহরিয়ার বলেন, মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা নেই৷ তাই গেল বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি৷ তবে রোহিঙ্গাদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে মিয়ানমার রাজি হয়েছে বলেও জানান তিনি৷ সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়া হবে বলে প্রত্যাশা প্রতিমন্ত্রীর৷

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ভারতের মানুষ ভোটের মধ্য দিয়ে কোন দলকে ক্ষমতায় আনলো, সেটা নিয়ে মন্তব্য করবে না বাংলাদেশ৷'' তবে দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করে, সকল সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন শাহরিয়ার৷

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে সার্ক ও বিমসটেক নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী৷

টিএম/এডিকে

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ