1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনকে সক্ষম করে তুলতে হবে : হাসানুল হক ইনু

১৬ জুন ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির সুপারিশ করলেও জাসদ’এর সভপাতি হাসানুল হক ইনু এমপি মনে করেন, আগামী দু’টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত৷

নির্বাচনে ভোটারদের ভিড় (ফাইল ছবি)ছবি: DW / Dey

হাসানুল হক ইনু শুধু সংবিধান সংশোধন কমিটির সদস্যই নন, তাঁর দল ক্ষমতাসীন মহাজোট সরকারের অংশীদার৷ সেই তিনিই সংবিধান কমিটি এবং মহাজোটের বিপক্ষে অবস্থান নিলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে৷ আজ নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, আগামী অন্তত আরো দু'টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া প্রয়োজন৷ অবশ্য তাঁর মতে, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং সক্ষম করে তুলতে হবে৷ তাঁর মতে, এখনো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সক্ষমতা অর্জন করেনি নির্বাচন কমিশন৷

শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কমিশনের প্রস্তাব সমর্থন করেন তিনি৷ ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের পক্ষ মত দিলেও, এটা পর্যায়ক্রমে চালুর কথা বলেন হাসানুল হক ইনু৷

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগই এখন বড় চ্যালেঞ্জ৷ আর এই সংখ্যা তিনজন থেকে পাঁচজন করার বিরোধিতা করেন তিনি৷ তবে তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে অন্তত একজন মহিলা করার পক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনার৷

এদিকে, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামির সঙ্গে কমিশনের সংলাপ করার কথা থাকলেও জামাত সংলাপে যায়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ