1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সংলাপ আজ

২২ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের আজ প্রথম দিন৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক দল জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদের সঙ্গে সংলাপে বসবেন৷

প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: picture-alliance/dpa

আজ সকাল ১১টায় বঙ্গভবনে জাসদের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির৷ এরপর দুপুর ১টায় তিনি আলোচনা করবেন জাতীয় পার্টির সঙ্গে৷ এই সংলাপের উদ্দেশ্য গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার পদে নিয়োগ দেয়া৷ জানা গেছে সরকার একটি সার্চ কমিটির মাধ্যমে ইতিমধ্যেই সম্ভাব্য ব্যক্তিদের নামের একটি তালিকা তৈরি করেছে৷ জাসদ সভাপতি হাসানুল হক ইনু ডয়চে ভেলেকে জানান, তারা চান স্থায়ীভাবে একটি কাঠামো তৈরি করা হোক৷ যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগ দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তিদের বাছাই করা হবে৷ তার দলের পক্ষ থেকে একটি নামের তালিকাও দেয়া হবে রাষ্ট্রপতিকে৷ যাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগের প্রস্তাব করবেন তারা৷

আর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার জানান, তারা কোন নাম প্রস্তাব করবেন না৷ তারা এ নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করছেন৷ রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর তারা হয়তো নাম প্রস্তাব করবেন৷ তবে তারা চান সব দলের কাছে গ্রণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হোক৷

হাসানুল হক ইনু রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন৷ তিনি বলেন, যারা এই উদ্যোগের সমালোচনা করবেন বা এর মধ্যে নানা ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন তাদের স্বভাবই ষড়যন্ত্রের গন্ধ খোঁজা৷

রুহুল আমীন হাওলাদার বলেন, যেভাবেই হোক একটি আলোচনার সুযোগ তৈরি হয়েছে৷ আর এর মধ্য দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের যদি নির্বাচন কমিশনে পাওয়া যায় তাহলে কারুর আপত্তি থাকা উচিত নয়৷ কিন্তু আলোচনায় না বসে কিভাবে আগেই সিদ্ধান্ত দেয়া যায় তা তিনি বুঝে উঠতে পারছেন না৷

আগামী ফেব্রুয়ারি মাসে প্রধান নির্বাচন কমিশার ও দু'জন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে৷ মহাজোটের শরিক দলের এই দুই নেতা মনে করেন, সংলাপের মধ্য দিয়ে যদি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে বসান যায় তাহবে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ