1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনের সঙ্গে কোন সংলাপ নয় - বিএনপি

২১ জুলাই ২০১১

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, যেখানে আগামী নির্বাচনই এখন অনিশ্চয়তার মুখে সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে কোন লাভ নাই৷ একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হেসেন৷

নির্বাচন কমিশনর রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ চালাচ্ছেছবি: DW/Samir Kumar Dey

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিলনা প্রধান বিরোধী দল বিএনপি৷ তৃতীয় দফা সময় দেয়ার পরও গতকাল সংলাপে নির্বাচন কমিশনে যায়নি বিএনপি৷ বিএপির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এই নির্বাচন কমিশনের সঙ্গে কোন সংলাপে অংশ নেবেনা তারা৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হেসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর তাদের কোন আস্থা নেই ৷ কারণ বর্তমান প্রধান নির্বাচন কমিশনারই বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিলেন৷

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে আগামী নির্বাচনই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে৷ সেখানে নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের কোন মানে নাই৷ আর নির্বাচনী আইন সংস্কারে নির্বাচন কমিশনের করনীয় কিছু নাই৷ সমঝোতা হলে রাজনৈতিক দলগুলোই এব্যাপারে সিদ্ধান্ত নেবে৷

তবে প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়ে দিয়েছেন এই সংলাপের ওপর ভিত্তি করেই নির্বাচনী আইন সংস্কার করা হবে৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপিকে আর সংলাপে নতুন করে আমন্ত্রণ জানানো হবেনা৷ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ শেষ করে তারা সংলাপের কাজ গুটিয়ে ফেলবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ