1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনে চলছে ভোট গণনা

সাগর সরওয়ার, ঢাকা থেকে ২৯ ডিসেম্বর ২০০৮

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নির্বাচন কমিশন প্রাঙ্গনে বিভিন্ন আসনের কেন্দ্রগুলোর বেসরকারী ফলাফল ঘোষণা শুরু হয়৷ নির্বাচন কমিশন সচিব এম হুমায়ূন কবিরসহ কমিশনের কর্মকর্তারা পর্যায়ক্রমে এই ঘোষণায় অংশ নেন৷

বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনাছবি: Mustafiz Mamun

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বেশির ভাগ আসনে এগিয়ে রয়েছেন৷ তবে এই ফলাফল মোট ভোট কেন্দ্রের মধ্যে শতকরা ১০ ভাগের কিছু উপরে৷ এই ভোটের ফলাফল ঘোষণার পাশাপাশি তা বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছিলো৷ এর একটি স্থাপন করা হয়েছিল পার্শ্ববর্তী রাস্তায়৷ সেখানে কয়েক শ মানুষ উপস্থিত৷ তারা বিভিন্ন আসনে প্রার্থীদের এগিয়ে যাওয়ার খবর শুনে হাত তালি দিয়ে তা স্বাগত জানাচ্ছিলেন৷

নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছাড়াও এখানে বেশ ব্যস্ত স্কাউট এর সদস্যরা৷

এবারের নির্বাচনে বিশেষ একটি বিষয় যুক্ত করা হয়েছিল সেটি হলো না ভোট৷ অর্থাৎ কোন প্রার্থীকেই পছন্দ নয় এমন ঘরে ভোট দেয়া৷ এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে দেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে না ভোট সবচেয়ে বেশি পড়েছে৷ এখানে দেখা যাচ্ছে না ভোট পড়েছে ১৩ হাজার ৪৮৩ ভোট৷ ১৯৭টি কেন্দ্রের মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে ৬০টির৷ বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন আওয়ামী লীগের দিপংকর তালুকদার৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ