1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলোচনা করে’

১০ অক্টোবর ২০১১

রোডমার্চের পথ সভায় বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবেনা৷ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷

খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকার নয়াপল্টন থেকে সিলেট অভিমুখে বিএনপিসহ চার দলের রোডমার্চ শুরু হয় সকাল ১১টার দিকে৷ খালেদা জিয়া ৩ হাজারেরও বেশি গাড়ির এক বহরের নেতৃত্ব দিচ্ছন এই রোডমার্চে৷ তিনি নারয়াণগঞ্জের তারাবোতে প্রথম পথ সভায় বক্তৃতা দেন৷ সেখানে বলেন, এই সরকারের অধীনে দেশের মানুষ ভাই নেই৷ তাই সবাইকে আন্দেলানে সামিল করতে তিনি রোডমার্চ শুরু করছেন বলে জানান খালেদা জিয়া৷

তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবেনা৷ আর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে৷

এদিকে রোডমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, রোডমার্চসহ আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে বাধ্য করা হবে৷

অন্যদিকে ঢাকায় আওয়ামী লীগ নেতা সুঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী দলকে তাদের দাবি-দাওয়া সংসদে গিয়ে তুলে ধরতে হবে৷ সংসদ বর্জনের নামে সংসদকে জিম্মি করে বিরোধী দলের দাবি আদায়ের কৌশল ঠিক নয়৷

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সিলেট যাওয়ার পথে থালেদা জিয়া অন্তত ৭টি পথসভায় বক্তৃতা দেবেন৷ রাত ১০ টা নাগাদ রোডমার্চ নিয়ে তাঁর সিলেট পৌঁছানোর সম্ভাবনা রয়েছে৷ কাল অপরাহ্নে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তৃতা করবেন তিনি৷ এরপর ১৮ই অক্টোবর ঢাকা থেকে রাজশাহী এবং তারপর চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি'র নেতৃত্বে চারদল৷ আর ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবে তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ