1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০১৮

বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন৷ তিনি বলেন, নির্বাচন হবে, নির্বাচন ঠেকানোর মতো কারো শক্তি নেই৷

Berlin Merkel mit Bangladeschs Ministerpräsidentin Sheikh Hasina
ছবি: Getty Images/K. Koall

রোববার গণভবনে বিকেল চারটায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের শুরুতে বিমসটেক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী৷ এরপর শুরু হয় প্রশ্নোত্তরপর্ব৷ সেখানে রোহিঙ্গা সংকটসহ দেশের অভ্যন্তরীণ রাজনীতির নানা বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন৷ 
স্থানীয় সবগুলো গণমাধ্যম শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে খবর প্রকাশ করেছে৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই৷ নির্বাচন হবে, নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই৷ ষড়যন্ত্র আছে, থাকবে৷’’ 
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ব্যবহার নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে সরকারপ্রধান বলেন, ‘‘তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেয়া যাবে না৷ এটি নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক৷’’
তিনি অভিযোগ করে বলেন, ইভিএম নিয়ে বিএনপি অনেক বেশি সোচ্চার, কারণ, বিএনপি কারচুপির মাধ্যমে জয়ী হতে পছন্দ করে৷
‘‘ব্যালট পেপারে নির্বাচন হলে একেকজন একাধিক ভোট দিতে পারে, তখন বিএনপির নেতা-কর্মীরা কারচুপির মাধ্যমে ব্যালট বাক্স ভরাতে পারে,’’ বলেন তিনি৷ 
সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আর তো ওদের সঙ্গে কথা বলব না৷ তারা আমার বাড়িতে এসে বসে থাকত, তারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে৷ আমার তো একটা আত্মসম্মানবোধ আছে৷ আমি বারবার অপমানিত হতে কেন যাব?’’ 
সংবিধান অনুযায়ী, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ 
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে গতকাল বিএনপি নেতারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, তাদের নেত্রীকে ছাড়া নির্বাচনে যাবেন না৷ এ প্রসঙ্গে হাসিনা বলেন, ‘‘খালেদা জিয়াকে তো আমি গ্রেপ্তার করিনি৷ তিনি যদি মুক্তি চান, কোর্টের মাধ্যমে আসতে হবে৷ দ্রুত চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে৷ মামলা আমাদের সরকারের দেয়া নয়৷ ওনারই পছন্দের ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন সাহেবের আমলে দেয়া৷’’
গণমাধ্যমে বিএনপিকে প্রাধান্য দেয়া হয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘মিডিয়ায় তারা প্রাধান্য পায়৷ সংসদে বিরোধী দল থাকার পরও বিএনপিকে বিরোধী দল হিসেবে ধরে প্রাধান্য দেয়া হয়৷’’ 
এদিকে, মিথ্যা ছবি দিয়ে রোহিঙ্গা প্রসঙ্গে মিয়ানমারের বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মিয়ানমার যা করেছে, তা অত্যন্ত জঘন্য কাজ৷’’ 
মিয়ানমার আন্তর্জাতিকভাবে নিজেরাই নিজেদের অবস্থান খারাপ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘বাংলাদেশ কখনো চায়নি প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হোক৷ রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে আমরা সব সময় আলোচনা চালিয়ে যাচ্ছি৷ মিয়ানমার কখনো আপত্তি করে না, বলে, নিয়ে যাবে৷ এটা ঠিক, বাস্তবতা হলো, তারা বলে, কিন্তু করে না৷’’

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ