ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে৷ এখন পর্যন্ত দেশের কয়েকটি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হয়েছেন ১২ জন৷ আহত ৬৪ জন৷ গ্রেপ্তার হয়েছেন ৮ জন৷
বিজ্ঞাপন
চট্টগ্রাম, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, কক্সবাজার, দিনাজপুর, রাঙ্গামাটি এবং কুমিল্লায় সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে৷
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ রাজশাহী- ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন জানান, রোববার দুপুরে উপজেলার জাহানাবাদ ইউনিয়নে পাকুরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে৷ রোববার সকাল সোয়া ১০টার দিকে পটিয়ার পশ্চিম মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিহত হন আবু সাদেক৷ তিনি দক্ষিণ মালিয়ারা গ্রামের আবুল কাশেমের ছেলে৷ আবু সাদেক বিএনপির সমর্থক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন৷
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসেরউদ্দিন নিহত হয়েছেন৷ সকাল সাতটার দিকে ঘাগড়া ইউনিয়নের কাসখালী এলাকায় দুই দলের মধ্যে এই সংঘর্ষ হয়৷ হামলায় গুরুতর আহত বাসের উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷ এ হামলায় ১৫ জন আহত হন৷
নির্বাচনি সহিংসতা এড়াতে যা যা করবেন
নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা থাকে৷ সহিংসতার আশঙ্কা দূর করতে এবং নিজেকে নিরাপদ রাখতে কিছু বিষয় মনে রাখা যেতে পারে৷ সেই বিষয়গুলো জানাতেই আমাদের এই ছবিঘর৷
ছবি: Reuters
গুজবে কান না দেয়া
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা সিআইটিএস বলছে, গুজব সহিংসতা ছড়ানোর অন্যতম কারণ৷ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে জনগণকে খুব সহজেই বিভ্রান্ত করা যায়৷ সুতরাং কোনো তথ্য বিশ্বাস করা বা শেয়ার করার আগে যাচাই করে বুঝে নিতে হবে তথ্যটি সঠিক কিনা৷
ছবি: picture alliance/Bildagentur-online
গুজব না ছড়ানো
মত প্রকাশের অধিকার সবার রয়েছে৷ কিন্তু মত প্রকাশের মধ্য দিয়ে যেন কোনো ভুল তথ্য ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে সজাগ থাকতে হবে৷ জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ‘মতপ্রকাশ’ বিষয়ক নির্দেশনায় এ বিষয়ে সজাগ থাকার কথা বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
আপনার সহায়তায় ৯৯৯
বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো এক বছর আগে বাংলাদেশেও চালু হয়েছে জরুরি সেবা ‘৯৯৯’৷ এই নাম্বারে ডায়াল করলেই পাওয়া যায় জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা৷ নির্বাচনের সময় অনেক তথ্য যাচাইয়ের জন্যও ডায়াল করতে পারেন ৯৯৯ নাম্বারে৷ এছাড়া যে কোনো খবর ঠিক কিনা তা জানার জন্য মূলধারার সংবাদ মাধ্যম তো রয়েছেই৷
ছবি: Imago/G. Leber
সহিংসতার ছবি প্রকাশ না করা
নির্বাচনের সময়ে ঘটে যাওয়া সহিংসতার ছবি প্রকাশ থেকে বিরত থাকতে হবে৷ এ ধরনের ছবির মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সহিংসতা৷ আবার সহিংসতার ছবি যাচাই না করে বিশ্বাস করাও অনেক সময় বিপদের কারণ হতে পারে, কেননা কোনো কোনো মহল পুরোনো এবং অন্য ঘটনার ছবি ‘এডিট’ করে প্রকাশ করেও সহিংসতা ছড়ানোর চেষ্টা করে৷
ছবি: picture-alliance/E.Topcu
পরমতসহিষ্ণুতা
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা কোনো সাংস্কৃতি কার্যক্রম করার অধিকার সবারই রয়েছে৷ নির্বাচনে ভোটাররা নিজ নিজ মত প্রকাশ করবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন– এটাই স্বাভাবিক৷ ভোটের জয়-পরাজয়কে বড় করে দেখে কারো প্রতি অসহিষ্ণুতা দেখালেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়৷
ছবি: Reuters
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা
নির্বাচনের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণ বা সমাধানের চেষ্টা নিজে না করে আইনশঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যদের জানান৷
ছবি: picture alliance/dpa/M.Rashid
6 ছবি1 | 6
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটকেন্দ্র দখল নিয়ে ত্রিমুখী সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন৷ কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বেলাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মজিবুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এ সময় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন৷ যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলামের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷যশোর শহরের বারন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা তাঁর গাড়ির ওপর হামলা চালায়৷
এপিবি / এসিবি (সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)