নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন, দাবি ছেলের
৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানালেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷
বিজ্ঞাপন
টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, ‘‘শেখ হাসিনা এখন ভারতে আছেন৷ যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, শেখ হাসিনা দেশে ফিরবেন৷'' তবে শেখ হাসিনা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা জয় জানাননি৷ তিনি বলেন, ‘‘গত নির্বাচনে জিতে শেখ হাসিনা শেষবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি থেকে অবসর নিতেন৷''
সাক্ষাৎকারে জয় জানান, ‘‘আমার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই৷ আমি যুক্তরাষ্ট্রে থাকি৷ তবে গত কয়েক দিনে বাংলাদেশ দেখেছে, নেতৃত্বের অভাব থাকলে কী হয়৷ দলের জন্য আমায় সক্রিয় এবং সম্মুখভাগেই থাকতে হবে৷''
বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে ফোন কলে জয় বলেন, ‘দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন, তা আমি করব।’ জয় আরও জানান, '(এই লক্ষ্য অর্জনে) প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয়, তাতেও পিছপা হব না।'
জয় আরও বলেন, ‘আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি।’
ডয়চে ভেলের আরাফাতুল ইসলামকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘‘আওয়ামী লীগকে ছাড়া বা খোলাখুলিভাবে বললে, আওয়ামী লীগ ও বিএনপি-কে ছাড়া বাংলাদেশে গণতন্ত্র হতে পারে না৷ এই দুইটি দলই বাংলাদেশে সবচেয়ে বড় দল৷''
শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে চলে এলেন প্রশ্ন করা হলে জয় বলেছেন, ‘‘তিনি বিক্ষোভকারীদের উপর শক্তিপ্রয়োগ করতে চাননি৷ তিনি সেনা ও পুলিশকে বলেছিলেন, প্রাণঘাতী শক্তি প্রয়োগ না করতে৷ যখন বিক্ষোভকারীরা মার্চ করে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে আসতে থাকেন, তখন তিনি ফোন করে আমাকে বলেন, আমি আমার হাত ছাত্রদের রক্তে রাঙা দেখতে চাই না৷ তারা যখন গণভবনের কাছে চলে আসে, তখন আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করি৷''
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে ঠিক মানুষ কিনা জানতে চাওয়া হলে সজীব বলেন, ‘‘আমার এই বিষয়ে কোনো মতামত নেই৷ তিনি কী করেন, সেটা দেখতে হবে৷''
জিএইচ/জেডএইচ (রয়টার্স, ডিডাব্লিউ)
ঢাকায় জনতার উল্লাস, গণভবন জনতার দখলে
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ৷ অন্যদিকে, শাহবাগে জড়ো হয়েছেন লাখো জনতা৷
ছবি: DW
গণভবনে সাধারণ মানুষ
শেখ হাসিনা গণভবন ছাড়ার পর সোমবার বেলা আড়াইটায় গণভবনের ভেতরে ঢুকে পড়েন সাধারণ মানুষ৷
ছবি: DW
গণভবনে উল্লাস
গণভবনের মাঠে তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে৷ তারা স্লোগান দিতে থাকেন৷
ছবি: DW
সংসদ ভবন
সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ঢল৷
ছবি: DW
সংসদ ভবন
সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ঢল৷
ছবি: DW
রাজধানীর বিভিন্ন স্থানে আগুন
রাজধানীর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে৷
ছবি: DW
হাজারো মানুষ রাস্তায়
রাজধানী জুড়ে মানুষের ঢল৷
ছবি: DW
হাজারো মানুষ রাস্তায়
রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ঢল৷
ছবি: DW
কারো হাতে শাড়ি কারো হাতে আসবাব
গণভবন থেকে বের হওয়া মানুষের হাতে শাড়িসহ নানান আসবাব দেখা গেছে৷ এছাড়া ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়৷
ছবি: DW
শাহবাগে লাখো মানুষ
ঢাকার প্রতিটি এলাকা থেকে লাখো মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে৷ সেখানে ইতোমধ্যে লাখো মানুষের জমায়েত হয়েছে৷
ছবি: Sazzad Hossain/DW
সায়েন্স ল্যাবে হাজারো মানুষের বিজয় উল্লাস
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হওয়া হাজারো মানুষকে সোমবার বিকেলে বিজয় উল্লাস করতে দেখা গেছে৷ এই এলাকার তরুণ-তরুণীদের রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশায় যেতে দেখা গেছে৷ তাদের হাতে ও মাথায় পতাকা৷
ছবি: DW
বিক্ষোভকারীদের উল্লাস
রাজধানী ঢাকার রাস্তায় সকাল থেকে নেমে পড়েন সাধারণ জনতা৷ স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ৷
ছবি: Suvra Kanti Das/ZUMA/dpa/picture alliance
আনন্দে সামিল সেনাবাহিনী
বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে শামিল হতে দেখা যায় সেনাবাহিনীকেও৷ ট্যাঙ্কের মাথায় চড়ে থাকা বাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতেও দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে৷
ছবি: Sazzad Hossain/DW
আনন্দে সামিল সেনাবাহিনী
সাধারণ মানুষের সাথে হাত মেলাচ্ছেন সেনা সদস্যরা৷
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS
জাতীয় পতাকা হাতে রাস্তায়
স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদ্যাপন করছেন সাধারণ মানুষ৷ বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়েন৷ সেখানে থেকে আনন্দে চিৎকার শুরু করেন সাধারণ মানুষ৷
ছবি: DW
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা৷ এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে৷
স্থানীয় সময় বিকেল ৪টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ সেনাপ্রধান বলেন, ‘‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে৷ একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে৷ সব হত্যার বিচার হবে৷ সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন৷ আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি৷’’
ছবি: DW
শেখ হাসিনার দেশত্যাগ
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে৷ এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন৷