1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুতার্তে

Sanjiv Burman১৫ ডিসেম্বর ২০২১

ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে আগামী বছরে অনুষ্ঠেয় দেশটির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট থাকার তার মেয়াদ শেষ হয়ে যাবে৷

Japan Tokio | Rodrigo Duterte mit Tochter Sara Duterte-Carpio
ছবি: Carl Court/REUTERS

ফিলিপাইন্সের ৭৬ বছর বয়সি এই রাজনীতিবিদ মে মাসের নির্বাচনে সিনেট পদে লড়বেন না৷ যদিও তিনি একমাস আগে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন৷ দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র নিশ্চিত করেছেন এই তথ্য৷

কমিশনের মুখপাত্র জেমস হিমেনেজ টুইটারে লিখেছেন, ‘‘সিনেট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন প্রেসিডেন্ট৷''

ফিলিপাইন্সের সংবিধান অনুযায়ী, দুতার্তের পক্ষে আরও এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়৷ তার ছয় বছরের মেয়াদকাল আগামী জুনে শেষ হবে৷

নিজের দেশে ‘‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ'' ঘোষণা করে বিপুল বিতর্কের জন্ম দেন দুতার্তে৷ সেসময় নিরাপত্তা বাহিনীর হাতে অনেকে প্রাণ হারান৷ বিষয়টি নিয়ে দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে তদন্ত হচ্ছে৷ অনেকে মনে করেছিলেন এই তদন্ত চলাকালে সিনেট পদে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে থাকবেন তিনি৷

অবশ্য, দুতার্তে কেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন সে বিষয়ে তিনি নিজে, তার কার্যালয় থেকে কিংবা তার দলের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি৷ এর আগে শুরুতে তিনি ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন৷ পরবর্তীতে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে জানান৷ কিন্তু তারপর আবার সিনেট পদে লড়ার ঘোষণা দিলেও শেষমেষ সেখান থেকেও তিনি সরে দাড়াচ্ছেন বলে ঘোষণা আসলো৷ 

নির্বাচন না করার কারণ কী হতে পারে?

বিশ্লেষকেরা মনে করছেন, দুতার্তের এই সিদ্ধান্তের অর্থ তিনি রাজনীতি থেকে সরে দাড়াচ্ছেন এমন নাও হতে পারে৷ ম্যানিলার দে লা সাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আন্থনিও কন্ত্রেরাস এই বিষয়ে বলেন, ‘‘বিষয়টি খুবই বিভ্রান্তিকর৷ তিনি সম্ভবত এমন কাউকে নিশ্চিত করেছেন যিনি তাদের পক্ষে কাজ করবেন এবং তাদের স্বার্থরক্ষা করবেন৷''

ফিলিপাইন্সে মে মাসের নির্বাচনে প্রেসিডেন্ট থেকে পৌরসভা অবধি ১৮ হাজার রাজনৈতিক পদে বেশ কয়েকহাজার মানুষ প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

দুতার্তের মেয়ে সারা ভাইস-প্রেসিডেন্ট পদে এবং ছেলে সেবাস্তিয়ান ডেভো শহরের মেয়র পদে লড়বেন৷ দুতার্তে প্রেসিডেন্ট হওয়ার আগে এই শহরের মেয়র ছিলেন৷

এআই/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ