1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে বিএনপি

সমীর কুমার দে ঢাকা
৪ জানুয়ারি ২০১৯

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল৷ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন নিয়ে কথা বললেও কী কী কথা হয়েছে তা জানা যায়নি৷ 

ছবি: bdnews24.com

শুক্রবার সকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল৷ এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ছিলেন৷ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে? ডয়চে ভেলের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘অবশ্যই নির্বাচন নিয়ে৷ তাতে কোনো সন্দেহ নেই৷ তবে এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক৷ ফলে এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু আমরা বলতে চাই না৷ আর যদি এটা আনুষ্ঠানিক বৈঠক হতো, তাহলে তারাও মিডিয়ার সঙ্গে কথা বলতো, আর আমরাও সেখান থেকে ফিরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাতাম৷''

তবে বিএনপির অন্য একটি দায়িত্বশীল সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সদ্য শেষ হওয়া ভোটের অনিয়ম বা কারচুপির কিছু তথ্য-উপাত্ত নিয়ে গিয়েছিল বিএনপির প্রতিনিধি দল৷ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা বৈঠকে সেই সব তথ্য-উপাত্ত দেখানো হয়৷ পাশাপাশি এই সরকারকে সমর্থন না দিতেও মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেন বিএনপি নেতারা৷

‘এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক’

This browser does not support the audio element.

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কারচুপির চেয়েও বেশি আলোচনা হওয়ার কথা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কিনা সেই বিষয়ে৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, ‘‘বিএনপির উচিত সংসদে যাওয়া৷'' তবে ডয়চে ভেলেকে তিনি আরো বলেছেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি জানা খুব অস্বাভাকিক নয়৷ তাঁর মতে, ‘‘বড় দেশগুলোর একটা ভূমিকা থাকে৷ তাদের সহযোগিতা তো আমাদের পেতে হয়৷ দেখেন অনেকগুলো বড় দেশ ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন৷ এখানে তাদের বৈঠকে এগুলো নিয়ে কথা হওয়ার চেয়ে তারা নিজেরা সংসদে যাচ্ছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ৷ তাদের জোট ঐক্যফ্রন্ট তো ৭টি আসনে জিতেছে৷ তারা এখনও শপথ নেননি, নেবেন না বলছেন৷ সেগুলোই এখন প্রধান আলোচনা বলেই মনে হয়৷''

‘বিএনপির উচিত নিজেদের শক্তির উপর ভরসা রাখা’

This browser does not support the audio element.

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্টের প্রার্থীরা সব মিলিয়ে সাতটি আসন পেয়েছেন, যা দলটির ইতিহাসে সবচেয়ে কম৷ অন্যদিকে নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ নবনির্বাচিত এমপিদের মধ্যে ২৮৮ জন বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে শপথ নিলেও ভোটের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানানো বিএনপির নির্বাচিতরা শপথ নেননি৷

এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শুক্রবার সংবাদপত্রে বিবৃতি পাঠিয়ে জানিয়েছেন, তাঁরা মন্ত্রীসভায় যোগ দিচ্ছেন না৷ তাঁরা বিরোধী দলে থাকবেন৷ তিনি নিজে হবেন বিরোধী দলীয় নেতা এবং তাঁর ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের হবেন বিরোধী দলীয় উপনেতা৷ কয়েকদিন আগে পৃথক বিবৃতিতে এরশাদ জানিয়েছিলেন, তাঁর অবর্তমানে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তাঁর ভাই জিএম কাদের৷ সবাইকে সহযোগিতার অনুরোধও করেছেন তিনি৷''

‘বিএনপির উচিত সংসদে যাওয়া’

This browser does not support the audio element.

ইতিমধ্যে নির্বাচন সফল করার জন্য বাংলাদেশি জনগণের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র৷ তবে নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে দেশটি৷ মার্কিন রাষ্ট্রদূতের কাছে এখন অনিয়মের তথ্য-উপাত্ত কতটা গুরুত্ব বহন করে? সাবেক রাষ্ট্রদূত এম জমির মনে করেন, ‘‘দেখেন, বিএনপির উচিত নিজেদের শক্তির উপর ভরসা রাখা৷ তারা যেটা বলতে চায় সেটা তাদের সংসদে গিয়ে বলা উচিত৷ সেটা সংখ্যায় যতই কম হোক, তারা নিজেদের কথাগুলো তো বলতে পারবে৷''

জনাব জমির বলেন, ‘‘এখন বিএনপি নেতারা এর বাসায় ওর বাসায় ধর্ণা দিয়ে কী করবেন? তাই তাঁদের প্রতি আমার পরামর্শ– এমপিরা শপথ নিয়ে সংসদে যোগ দিন, সেখানে কথা বলুন৷'' তিনি আরো বলেন, ‘‘তাদের ওখানেও (যুক্তরাষ্ট্র) ভোট হয়, বহু বিদেশি অনেক কথা বলেন, সেটা কতটা তারা গুরুত্ব দেয়? এগুলো নিয়ে না ভেবে আমি সবাইকে বলব, ইতিবাচকভাবে সবকিছু দেখতে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ