1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন পরবর্তী মিশ্র প্রতিক্রিয়া

ডয়চে ভেলে প্রতিবেদন৩১ ডিসেম্বর ২০০৮

জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে দাবি করেছে বিএনপি৷ অন্যদিকে, সুশীল সমাজ মনে করছে নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি৷ আশু বিরোধী দলের অস্তিত্ব ছোট হওয়ায় একতরফা সরকার গঠিত হতে পারে বলে মনে করেন কেউ কেউ৷

খালেদা জিয়া দাবি করেন, ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতিতে নেই৷ছবি: Harun Ur Rashid Swapan

নবম জাতীয় সংসদ নির্বাচনকে নীল নকশার নির্বাচন দাবি করে মঙ্গলবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, যে নীলনকশার কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, এই নির্বাচনের ফলাফলে সেই নীল নকশা বাস্তবে পরিনত হতে দেখা গেল৷ পরাজিত নেতাদের তালিকায় এমন নেতৃবৃন্দ রয়েছেন, যারা বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছিলেন৷

খালেদা জিয়া বলেন, একটি বিষয় লক্ষনীয় যে দুপুর ১২টার মধ্যে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে৷ তারপর বেশিরভাগ ভোটকেন্দ্রগুলো ভোটার শুন্য ছিল৷ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া বলেন, একটি বিষয় লক্ষণীয় যে দুপুর ১২টার মধ্যে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে৷ তারপর বেশিরভাগ ভোটকেন্দ্রগুলো ভোটার শুন্য ছিল৷ কিন্তু গণনায় দেখা যায় যে, ঐ ভোটকেন্দ্রে প্রায় ৯০ শতাংশ ভোট গ্রহণ করা হয়৷

খালেদা জিয়া দাবি করেন, ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতিতে নেই৷ এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহাজাহান ডয়চে ভেলেকে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে বিজয় ধরে রাখা সম্ভব হয়না৷ তাই আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে জনগণের প্রত্যাশা পুরণ করতে হবে৷ নয়ত জনগণ এর জবাব দিতেও দেরি করবে না৷

একই ধরনের মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান৷ তিনি বলেন, সবার মতামত নিয়ে সরকার পরিচালনা করতে হবে, শুনতে হবে জনগণের কথা এবং তাদের আশা-আকাঙ্খার বাস্তবায়ন ঘটাতে হবে৷

ঢাকার দৈনিক আমাদের সময়-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, ত্রিশ-বত্রিশ জনের একটা বিরোধী দল, তাদের পক্ষে সংসদীয় কমিটিগুলোতে একজন করে প্রতিনিধি দেয়াও দূরূহ হয়ে যাবে৷ এটা বিজয়ী দলের মধ্যে একধরণের ওদ্ধত্য নিয়ে আসে কিনা, আমাদের গণতান্ত্রিক চিন্তা চেতনায় নতুন কোন সংকট তৈরি করে কিনা সেটা এখন দেখা বিষয়৷

অবশ্য ব্যবসায়ীদের সংগঠন এফবিসিআই নেতা আনিসুল হক বলেন, যিনি বিরোধী দলে থাকবেন, তিনি যেন এই মতামতকে খুবই খুশি মনে মেনে নেন৷ আর যারা সরকারে থাকবেন তাদের চারপাশে যেন খুব তারাতারি কাঁচের দেয়াল না উঠে যায়৷ মানুষের সঙ্গে যেন সম্পৃক্ততা থাকে এবং সবাইকে নিয়ে আইনের শাসন করেন- সেটিই আমাদের প্রত্যাশা৷

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট৷ বেসরকারী ফলাফলে ২৯৯ টি আসনের মধ্যে মহাজোট জিতেছে ২৬২ টি আসনে৷ চারদলীয় জোট পয়েছে ৩২ টি আসন এবং অন্যান্য দল ৫টি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ