1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলেটে নিহত একজন

২৭ ডিসেম্বর ২০২১

সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর জামায়াত ইসলামের পরাজিত প্রার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অর্ধশত৷

Bangladesch Dhaka Polizei sichert Vorbereitungen für Parlamentswahl
ছবি: Imago/Zumapress/K. Salahuddin Razu

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, নিহত আবদুস সালাম সাইকেল-রিকশার মেকানিক ছিলেন৷ রোববার রাতে উপজেলার বৈটিকর বাজারে সংঘর্ষ হলে তিনি মারা যান বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ৷

ওসি স্থানীয়দের বরাতে বলেন, রোববার ফুলবাড়ি ইউনিয়নে ভোট গণনা শেষে রাত ৮টার দিকে ফল ঘোষণা করা হয়৷ তাতে নৌকার প্রার্থী আবদুল হানিফকে চেয়ারম্যান ঘোষণা করা হয়৷ কিন্তু আট ও নয় নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফল প্রত্যাখ্যান করেন জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা৷ তারা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন৷

হারুনুর রশিদ বলেন, ‘‘পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তুমুল সংঘর্ষ বাধে৷ পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে৷'' তিনি জানান, সংঘর্ষকালে আবদুস সালাম আহত হন৷ তার বুক ও পেটে ছররা গুলির চিহ্ন দেখা গেছে৷ পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ওসি বলেন, ‘‘প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন৷ পরে অতিরিক্ত পুলিশ ও র‍্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷'' সংঘর্ষের পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান তিনি৷

বিডিনিউজ জানিয়েছে, এ বিষয়ে জানার জন্য জামায়াত প্রার্থী এমরান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ