1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় বলা যাবে না'

৬ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয়' বলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল৷

নির্বাচনি দায়িত্বে থাকা সব কর্মকর্তাকেও আইন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল৷
নির্বাচনি দায়িত্বে থাকা সব কর্মকর্তাকেও আইন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল৷ছবি: PID/Bangladesh

ভোটের ১২ ঘণ্টা আগে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার৷

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থাকা বিএনপিসহ সমমনা আরো ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে৷ ভোটের আগের ও ভোটের দিন হরতালও ডাকা হয়েছে৷ সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে৷ যাত্রীবাহী ট্রেনে আগুনের ঘটনায় অন্তত চার জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷

ভোটের আগমুহূর্তে এসব ঘটনায় উদ্বিগ্ন সিইসি৷ এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে আসেন প্রধান নির্বাচন কমিশনার৷ সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তিকে পরাভূত করে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান দেশবাসীকে

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সবার সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়ে থাকে৷ রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রার্থী দিয়ে নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে, নির্বাচন অধিক পরিশুদ্ধ ও অর্থবহ হয়৷ তাতে জনমতেরও শুদ্ধতর প্রতিফলন ঘটে৷''

‘‘নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না'' বলে স্বীকার করে নিয়েছেন কাজী হাবিবুল আউয়াল৷

সিইসি বলেন, ‘‘নির্বাচনি সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি৷ তারপরও ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে৷ সর্বমোট ১৯৭১ জন প্রার্থী ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় মর্মে আখ্যায়িত করা যাবে না৷''

প্রায় দুই বছর আগে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল ও তার কমিশনের অন্য সদস্যরা৷ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সিনিয়র সাংবাদিক এবং নির্বাচন বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজনের একাধিক সংলাপ করেছেন বলে জানান তিনি৷ সেই সংলাপও বর্জন করে বিএনপি৷

সিইসি বলেন, ‘‘নির্বাচনে অনাগ্রহী নিবন্ধিত সব রাজনৈতিক দলকেও সংলাপে একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি৷ আমন্ত্রণে তারা সাড়া দেননি৷ নির্বাচনের লক্ষ্যে আমরা প্রস্তুতি চূড়ান্ত করেছি৷''

নির্বাচন আয়োজনে কমিশনের চূড়ান্ত প্রস্তুতি

02:00

This browser does not support the video element.

তবুও সংলাপে আস্থা সিইসির

অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য ‘অনুকূল' রাজনৈতিক পরিবেশ প্রয়োজন বলে মনে করেন সিইসি৷

কিন্তু নির্বাচন ইস্যুতে রাজনৈতিক মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয় বলে জানান তিনি৷ কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘পরিতাপের বিষয় নাশকতা ও সহিংসতা একেবারেই হচ্ছে না, তা বলা যাচ্ছে না৷ রাষ্ট্রীয় ধন-সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি মানুষ আহত-নিহত হচ্ছে৷ নির্দোষ, নিরীহ, নিষ্পাপ শিশু, নারী, পুরুষের মর্মান্তিক ও মর্মন্তুদ মৃত্যুর ঘটনাও ঘটছে৷''

এমন পরিস্থিতির স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করেন সিইসি৷ আর সেজন্য সংলাপেই আস্থা রাখতে চান তিনি৷

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগী হতে হবে৷ আজকে না হলেও ভবিষ্যতের জন্য৷ আমরা সবসময় বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব৷''

ট্রেন, যানবাহনে আগুন দেয়া ও মানুষের প্রাণহানির বিষয়টিও উঠে আসে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে৷ তিনি বলেন, ‘‘কারা দায়ী সেটি আমাদের বিবেচ্য নয়৷ তবে নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন৷''

তিনি আরো বলেন, ‘‘তারপরও অলংঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি আপনারা সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন৷''

নির্বাচনি কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি

নির্বাচনি দায়িত্বে থাকা সব কর্মকর্তাকেও আইন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল৷

তিনি বলেন, ‘‘দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য, অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না৷''

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘‘ভোটকেন্দ্রগুলোর শৃঙ্খলাসহ প্রার্থী, ভোটার, নির্বাচনি কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন৷''

অনিয়ম করলেই বাতিল হবে প্রার্থিতা

ভোটের দিন সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি আচরণ মেনে চলার আহ্বান জানান সিইসি৷ তিনি বলেন, ‘‘কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে৷ তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে৷ প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনি এলাকার ভোটগ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেয়া হবে৷''

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের নির্বাচনি অনিয়ম-অনাচার ঠেকানোর আহ্বান জানান কাজী হাবিবুল আউয়াল৷

গণমাধ্যম পর্যবেক্ষকদের সহযোগিতা চাইলেন সিইসি

সিইসি বলেন, ‘‘দৃশ্যমানতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটিয়ে তোলা গেলে নির্বাচনের বিশুদ্ধতা ও নিরপেক্ষতা প্রশ্নে জনমনে আস্থা সৃষ্টিতে তা সহায়ক হয়৷''

এজন্য গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেন, ‘‘তাই দেশি ও বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি৷''

তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২৩ হাজার দেশি এবং প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক কাজ করবেন৷ পর্যাপ্ত সংখ্যক দেশি ও বিদেশি সংবাদকর্মীও নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহে মাঠে থাকবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ