1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাহীদের টুইটার ছাড়ার হিড়িক, দেউলিয়া হওয়ার শঙ্কায় মাস্ক

১১ নভেম্বর ২০২২

টুইটার দেউলিয়া হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক৷ বৃহস্পতিবার টুইটার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে ধনী এই ধনকুবের৷

ইলন মাস্ক
ইলন মাস্কছবি: Dado Ruvic/Illustration/REUTERS

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তা এবং প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীর পদত্যাগের পর মাস্ক এমন আশঙ্কা ব্যক্ত করলেন৷

গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার ক্রয় করেন মাস্ক৷ মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই কোম্পানিটিতে এক ধরনের অস্থিরতা শুরু হয়৷

অবশ্য মাস্কের মালিকানায় টুইটারের ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই বিশেষজ্ঞরা নানা ধরনের আশঙ্কা প্রকাশ করে আসছিলেন৷ এখন মাস্ক নিজেই প্রতিষ্ঠানটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন৷ টুইটার কেনার দুই সপ্তাহের মধ্যেই মাস্ক এমন আশঙ্কা প্রকাশ করলেন৷

মাস্কের এমন আশঙ্কার মধ্যে টুইটারের শীর্ষ স্থানীয় তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন৷ গতকাল টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়া কিসনার টুইট করে জানান, তিনি পদত্যাগ করছেন৷ একই দিনে পদত্যাগ করেছেন টুইটারের প্রধান প্রাইভেসি কর্মকর্তা ডেমিয়েন কিয়েরান ও প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা মারিয়ান ফোগার্টি৷

এদিকে, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, তারা টুইটারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন৷ বিশেষ করে শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা টুইটার ত্যাগ করার পর তারা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন৷

বৃহস্পতিবারের বৈঠকে মাস্ক কর্মীদের বলেন যে, নতুন বছরে টুইটার কয়েক বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হতে পারে৷

তবে এসব বিষয়ে টুইটারের আনুষ্ঠানিক বক্তব্য জানা সম্ভব হয়নি৷

টুইটারের মালিক হয়েই মাস্ক সিইও পরাগ আগারওয়ালসহ কোম্পানির কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন৷ টুইটারের হাজারো কর্মীকে ছাঁটাই করা ছাড়াও কর্মীদের কর্মঘণ্টা বাড়িয়ে ছুটিও বন্ধ করেন৷ যারা বাড়িতে বসে অফিস করছিলেন, তাদের অফিসে এসে কাজের নির্দেশ দেন৷ এসব পদক্ষেপসহ টুইটারের নিয়মনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন মাস্ক৷ আর তার ফলেই নতুন নতুন সমস্যার মুখমুখি হচ্ছে পৃথিবীর অন্যতম এই সামাজিকমাধ্যমটি৷

একেএ/এসিবি (রয়টার্স)

গতবছর জুনের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ