নির্বাহী ক্ষমতা আরো সংহত করতে সরকারের সঙ্গে আলোচনা চায় নির্বাচন কমিশন
১৪ নভেম্বর ২০১১নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে তা করতে পারেনি নির্বাচন কমিশন৷ আর নির্বাচনের পর সেনা মোতায়েন না করার ব্যাখ্যা চাইলেও নির্বাচন কমিশনকে এখনো সরকার কোন জবাব দেয়নি৷ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন প্রধানমন্ত্রী নিজেই অবশ্য সেনা মোতায়েন না করার কারণ ব্যাখ্যা করেছেন তার একাধিক বক্তৃতায়৷ তিনি বলেন, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে নির্বাহী ক্ষমতা দেয়া আছে৷ কিন্তু সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে৷ কারণ নির্বাচন কমিশনের নির্বাহী আদেশ বাস্তবায়ন করবে সরকারের প্রশাসন, নির্বাচন কমিশন নয়৷ তাই এই আদেশ বাস্তবায়ন কিভাবে করা যায় এবং নির্বাচন কমিশনের নির্বাহী ক্ষমতা কিভাবে আরো সংহত করা যায় তা নিয়ে সরকরের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন৷
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের নির্বাহী আদেশ নিয়ে যাতে কোন জটিলতার সৃষ্টি না হয় সেজন্য এই নির্বাচনের আগেই তারা সরকারের সঙ্গে আলোচনা সারতে চান৷ আর এই নির্বাচন পুরোটাই এভিএম-এর মাধ্যমে হবে৷ এনিয়ে রাজনৈতিক দলগুলোর কোন কথা বলার দরকার নেই৷
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে শেষ নির্বাচন৷ নির্বাচন কমিশন চায় এই নির্বাচনের মধ্য দিয়ে ইভিএম নিয়ে সব বিতর্কের অবসান ঘটাতে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক