1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাহী ক্ষমতা আরো সংহত করতে সরকারের সঙ্গে আলোচনা চায় নির্বাচন কমিশন

১৪ নভেম্বর ২০১১

নির্বাচন কমিশন নারায়ণঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন প্রশ্নে নির্বাহী ক্ষমতা কার্যকর করতে পারেনি৷ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই তারা সরকারের সঙ্গে এই আলোচনা করতে চান৷

Narayanganj City Corporation Election, Bangladesh Size: Flash and Standard (any three from your choice) Description: Narayanganj City Corporation Election taking place today. This election has created huge attention. Decleration: DW correspondent Samir Kumar Day sent these photos. copyright : Samir Kumar Day 30.11.2011
নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েও তা কার্যকর করতে পারেনি নির্বাচন কমিশন৷ছবি: Samir Kumar Day

নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে তা করতে পারেনি নির্বাচন কমিশন৷ আর নির্বাচনের পর সেনা মোতায়েন না করার ব্যাখ্যা চাইলেও নির্বাচন কমিশনকে এখনো সরকার কোন জবাব দেয়নি৷ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন প্রধানমন্ত্রী নিজেই অবশ্য সেনা মোতায়েন না করার কারণ ব্যাখ্যা করেছেন তার একাধিক বক্তৃতায়৷ তিনি বলেন, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে নির্বাহী ক্ষমতা দেয়া আছে৷ কিন্তু সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে৷ কারণ নির্বাচন কমিশনের নির্বাহী আদেশ বাস্তবায়ন করবে সরকারের প্রশাসন, নির্বাচন কমিশন নয়৷ তাই এই আদেশ বাস্তবায়ন কিভাবে করা যায় এবং নির্বাচন কমিশনের নির্বাহী ক্ষমতা কিভাবে আরো সংহত করা যায় তা নিয়ে সরকরের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন৷

নারায়ণঞ্জের অভিজ্ঞতার পর নির্বাহী ক্ষমতা আরো সংহত করতে চায় নির্বাচন কমিশনছবি: Samir Kumar Day

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের নির্বাহী আদেশ নিয়ে যাতে কোন জটিলতার সৃষ্টি না হয় সেজন্য এই নির্বাচনের আগেই তারা সরকারের সঙ্গে আলোচনা সারতে চান৷ আর এই নির্বাচন পুরোটাই এভিএম-এর মাধ্যমে হবে৷ এনিয়ে রাজনৈতিক দলগুলোর কোন কথা বলার দরকার নেই৷

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে শেষ নির্বাচন৷ নির্বাচন কমিশন চায় এই নির্বাচনের মধ্য দিয়ে ইভিএম নিয়ে সব বিতর্কের অবসান ঘটাতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ