1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্মাণ শিল্পের মেগাস্টার বালু

২৬ জানুয়ারি ২০২২

বালু ছাড়া কি কিছু নির্মাণের কথা চিন্তা করা যায়? টেকসই নির্মাণ বিষয়ের অধ্যাপক ডির্ক হেবেল বালুকে বলছেন ‘মেগাস্টার’৷

Peru Ölpest an der Küste
ছবি: Marcos Reategui/Getty Images

ডির্ক হেবেল বিভিন্ন নির্মাণ উপকরণের সুবিধা-অসুবিধা তুলনা করে দেখেন৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রতিদিনের ব্যবহারের অনেক জিনিসে বালু আছে৷ যেমন কাচ, সেমিকন্ডাক্টর ইত্যাদি৷ আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করতে পছন্দ করি যেমন ফোন, ক্যামেরা সবকিছুতেই অনেক বালু আছে৷ টুথপেস্টেও বালু আছে, আছে বাসনকোসন ধোয়ার লিকুইড, এমনকি সাবানেও৷'' 

বালু নিয়ে গবেষণা

03:24

This browser does not support the video element.

তবে নির্মাণ শিল্পে বালুর ব্যবহার সবচেয়ে বেশি৷ জার্মানিতে তার পরিমাণ প্রায় ৯৫ শতাংশ৷

একটা সাধারণ বাড়ি তৈরিতে ২০০ টন বালু লাগে৷ হাসপাতালে লাগে তিন হাজার টন৷ আর এক কিলোমিটার হাইওয়েতে লাগে ৩০ হাজার টন বালু৷ নির্মাণ শিল্পে নুড়িপাথরের খনি থেকে পাওয়া বালুর গুরুত্ব এত কেন?  অধ্যাপক হেবেল বলেন, ‘‘নির্মাণ শিল্পের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পানির দিকে ধাবিত হওয়া বালু৷ অর্থাৎ যে বালু পাহাড় ক্ষয়ে পাওয়া যায় এবং তারপর নদী ও পানির ধারা বেয়ে সাগরে গিয়ে পড়ে৷ বিভিন্ন আকারের বালুকণা আছে৷ সে কারণে এটি কমপ্যাক্ট হয়৷ ফলে কংক্রিট তৈরি করতে বেশি সিমেন্টের প্রয়োজন হয় না৷''

টিমোথি ভিন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ