1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীর শ্লীলতাহানি

৩০ মে ২০১২

ঢাকার সিএমএম আদালতে পুলিশের হাতে এক তরুণীর শ্লীলতাহানি এবং সাংবাদিক ও আইনজীবীদের নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের ওপর রুল দিয়েছে হাইকোর্ট৷

ছবি: Reuters

মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার সিএমএম আদালতে বাবা-মায়ের সঙ্গে একটি মামলার কাজে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হন এক তরুণী৷ তাঁর বাবা-মাকেও নির্যাতন করা হয়৷ আর সাংবাদিক এবং আইনজীবীরা এর প্রতিবাদ করলে, লাঠি পেটা করা হয় তাদেরও৷

এই ঘটনায় আজ হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সরকারের ওপর দু'সপ্তাহের রুল জারি করে৷ রুলে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কেন মামলা হবেনা - তা জানাতে চাওয়া হয়েছে৷ স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং পুলিশ কমিশারের প্রতি রুল জারি ছাড়াও আদালত লালবাগের সহকারী পুলিশ কমিশনারসহ ঘটনার জন্য দায়ী ছয়জন পুলিশ কর্মকর্তাকে আগামী ৬ই জুন আদালতে তলব করে৷ অর্থাৎ, নির্যাতনের সঙ্গে জড়িত ছয়জন পুলিশ কর্মকর্তাকে ঐ দিন হাইকোর্টে হাজির থাকতে হবে৷ যা সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জনারেল এবিএম আলতাফ হোসেন৷

আদালত পুলিশের সাম্প্রতিক সময়ের আচরণে উদ্বেগ প্রকাশ করে৷ প্রসঙ্গত, এই আদালতই মাত্র একদিন আগে তিনজন ফটো সাংবাদিককে পুলিশি নির্যাতনের ঘটনায় রুল জারি করে৷ তাদের আচরণের অন্তর্নিহিত কারণ জানতে এসব পুলিশ কর্মকর্তার জীবন ইতিহাস এবং অতীত কর্মকাণ্ডের রেকর্ড ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে পুলিশের আইজিকে নির্দেশ দেয় আদালত৷

হাইকোর্ট নির্যাতিত তরুণী, সাংবাদিক এবং আইনজীবীদেরও ৬ই জুন আদালতে হাজির হয়ে ঘটনার বর্ণনা দিতে বলেছে৷ আর আসতে বলেছে মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামালকে৷ পুলিশি নির্যাতনের শিকার হওয়া ঐ তরুণীকে সেদিন তাঁর বাবা-মা সাথে করে নিয়ে আসবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ