এ বার অ্যামেরিকার বিরুদ্ধে মুখ খুললো চীন। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লাগাতার চীনের দিকে আঙুল তুলছিলেন। এ বার তার জবাবে বেইজিং জানালো, অ্যামেরিকার রাজনীতিবিদরা 'নির্লজ্জ মিথ্যা' বলছেন। চীনের দাবি, অ্যামেরিকা নিজের ত্রুটি ঢাকতেই মানুষের চোখ অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে। এ দিকে এই বিতর্কের মধ্যেই মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।
লকডাউন শিবচর
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশের মাদারিপুরের শিবচরকে ১৪ দিনের জন্য অবরুদ্ধ করেছে প্রশাসন৷ ছবিঘরে দেখুন সেখানকার শনিবার সকালের চিত্র৷
ছবি: Shib Sankar Rabidas
নিয়ন্ত্রণে চার এলাকা
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে ২০ মার্চ রাত ৯টা থেকে শিবচর পৌর বাজারসহ ঝূঁকিপূর্ন দুইটি ওয়ার্ড, দুইটি ইউনিয়নের দুই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ চারটি এলাকার মানুষের গতিবিধি সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ শুক্রবার বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুলিশ সুপার, সিভিল সার্জন, আইইডিসিআর এর কর্মকর্তাদের সাথে জরুরি সভা শেষে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এই ঘোষণা দেন৷
ছবি: Shib Sankar Rabidas
যাতায়ত বন্ধ
চিহ্নিত ২টি ওয়ার্ড ও ২টি গ্রামের সঙ্গে অন্য এলাকার যোগাযোগ ও মানুষের যাতায়ত বন্ধ রয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের চিকিৎসাসহ সব ধরনের জরুরি সেবা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক৷ পাশাপাশি পুরো উপজেলা জুড়েই জনসমাগমে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷
ছবি: Shib Sankar Rabidas
কোয়ারান্টিনে থাকার নির্দেশ
প্রবাসীদের পাশাপাশি সাধারণ জনগণকেও হোম কোয়ারান্টিন বা ঘরে থাকার নির্দেশ মেনে চলতে অনুরোধ করেছে প্রশাসন৷ একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে৷
ছবি: Shib Sankar Rabidas
অতিরিক্ত পুলিশ
শিবচর উপজেলার বিভিন্ন স্থানে আড়াই শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে৷ শনিবার তাদেরকে টহল দিতে দেখা যায়৷ পুলিশ সুপার মাহবুব হাসান জানান, উপজেলার বাজারগুলোতে জরুরি ও নিত্য প্রয়োজনীয় ছাড়া বাকি ব্যবসা প্রতিষ্ঠান ১৪ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে৷
ছবি: Shib Sankar Rabidas
জরুরি সেবা
ওষুধ, কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা রয়েছে৷ স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী ও ওষুধ পরিবহনকারী গাড়ি ছাড়া উপজেলার অভ্যন্তরীণ গণপরিবহন এবং উপজেলার সাথে অন্য জেলা ও উপজেলার গণপরিবহন বন্ধ রয়েছে৷
ছবি: Shib Sankar Rabidas
বাজার খোলা
শনিবার সকালে শিবচরের মাছ-মাংসের বাজারের চিত্র৷ সড়কগুলো জনশূন্য হলেও বাজারে বিক্রেতারা রয়েছেন৷ তবে ক্রেতার সংখ্যা আগের চেয়ে অনেকটাই কম৷
ছবি: Shib Sankar Rabidas
ঝুঁকির কারণ
শিবচরে অনেক ইটালি প্রবাসী রয়েছেন৷ যাদের বেশ কয়েকজন সম্প্রতি বাড়ি ফিরেছেন৷ যে কারণে এলাকাটিকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছে প্রশাসন৷ হোম কোয়ারান্টিনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য পৌরসভার একটি স্কুল ভবন প্রস্তুত করা হচ্ছে৷ ছবিতে স্থানীয় হাসপাতালে কয়েকজন রোগী ও তাদের স্বজনদের দেখা যাচ্ছে৷
ছবি: Shib Sankar Rabidas
7 ছবি1 | 7
গত প্রায় এক মাস ধরে প্রায় প্রতিদিন ডনাল্ড ট্রাম্প চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, চীনের গাফিলতিতেই করোনা সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, উহানের ভাইরোলজির ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানো হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। সোমবারেও চীনের বিরুদ্ধে তদন্তের হুমকি দিয়েছেন তিনি। এ বার তারই জবাব দিল চীন। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি আক্রমণ না করলেও বেইজিং জানিয়েছে, অ্যামেরিকার রাজনীতিবিদরা নির্লজ্জ ভাবে অসত্য প্রচার করছেন। শুধু তাই নয়, চীনের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের দাবি, অ্যামেরিকা মহামারি মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতেই তারা চীনের দিকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।
এ দিকে উহানের যে পরীক্ষাগার বা ল্যাবরেটরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার প্রধানও মুখ খুলেছেন এত দিন পরে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যাঁরা এ সব কথা বলছেন, তাঁদের কাছে কোনও তথ্য সূত্র নেই। সম্পূর্ণ মনগড়া অভিযোগ করা হচ্ছে।
করোনা নজরে রাখার কয়েকটি অ্যাপ
করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ প্রযুক্তির সহায়তা নিচ্ছে৷ এক্ষেত্রে মোবাইল অ্যাপ, সফটওয়্যার, কিউআর কোড ব্যবহৃত হচ্ছে৷ ছবিঘরে থাকছে বিস্তারিত৷
ছবি: picture-alliance/dpa/Keystone/L. Gillieron
অস্ট্রেলিয়া
করোনার বিস্তার ঠেকাতে ‘কোভিডসেফ’ অ্যাপ চালু করেছে সরকার৷ এর মাধ্যমে একজন অ্যাপ ব্যবহারকারী আরেকজন ব্যবহারকারীর দেড় মিটার দূরত্বের মধ্যে আসার তথ্য সংগ্রহ করছেন স্বাস্থ্য কর্মকর্তা৷ ব্লুটুথ ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে এই তথ্য জোগাড় করা হচ্ছে৷ একজন ব্যবহারকারী করোনা আক্রান্ত কারো সঙ্গে ১৫ মিনিট বা তার বেশি সময় ধরে ঘনিষ্ঠ সংস্পর্শে এসে থাকলে, সেই তথ্য বার্তা দিয়ে ঐ ব্যক্তিকে জানিয়ে দেয়া হয়৷
ছবি: Getty Images/Q. Rooney
চীন
নাগরিকদের চলাফেরার তথ্য সংগ্রহ করছে দেশটি৷ ‘আলিপে’ ও ‘উইচ্যাট’ অ্য়াপ ব্য়বহারকারীরা ব্যক্তিগত তথ্য, ভ্রমণের ইতিহাস, অসুস্থতার লক্ষণ ইত্যাদি তথ্য দেয়ার মাধ্যমে একটি কিউআর কোড পেয়ে থাকেন৷ বাসে, ট্রেনে, অফিসে, এমনকি নিজের বাড়িতে ঢুকতে এই কোড স্ক্যান করতে হয়৷ এভাবে হালনাগাদ তথ্য পেয়ে থাকে সরকার৷ কোডের রং সবুজ হলে চলাফেরায় বাধা নেই, হলুদ হলে সাতদিন আর লাল হলে ১৪ দিনের কোয়ারান্টিনে যেতে হয় নাগরিকদের৷
ছবি: picture-alliance/dpa/Imaginechina/D. Qing
ইটালি
কেউ করোনা আক্রান্তের স্পর্শে এসেছেন কিনা, সেই তথ্য় জানতে অ্যাপ চালু করতে চায় ইটালি৷ সেজন্য টেন্ডার আহ্বান করা হয়েছে৷ শত শত প্রস্তাব জমা পড়েছে৷ শিগগিরই তা চালু হবে৷ তবে এই অ্যাপ ব্যবহার ঐচ্ছিক হবে৷
ছবি: picture-alliance/AP Photos/L. Bruno
দক্ষিণ কোরিয়া
‘কোভিড-১৯ স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে করোনা রোগী ও যারা কোয়ারান্টিনে আছেন তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হয়৷ এছাড়া যারা হোম-কোয়ারান্টিন মানছে না ভবিষ্যতে তাদের হাতে ইলেকট্রনিক ব্যান্ড পরানোর চিন্তা করছে দেশটি৷ কেউ এটি না পরলে তাকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে এবং তার খরচ ঐ ব্যক্তিকেই দিতে হবে৷
ছবি: picture-alliance/dpa/Keystone/L. Gillieron
ভারত
করোনা রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের গতিবিধি জানতে ‘আরোগ্যসেতু’ অ্যাপ চালু করেছে সরকার৷ প্রায় সাড়ে সাত কোটি মানুষ এটি ডাউনলোড করেছেন বলে সরকার জানিয়েছে৷ এগারোটি ভাষায় অ্যাপটি চালু হয়েছে৷ এই অ্যাপে করোনা নিয়ে সচেতনতা ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সহজে যোগাযোগের উপায়ও বলা আছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup
জার্মানি
আপনি করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন কিনা, তা জানাতে অ্যাপল ও গুগল যৌথভাবে একটি সফটওয়্য়ার তৈরি করছে৷ মে মাসে এটি পাওয়া যেতে পারে৷ জার্মানি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে৷ যদিও জার্মানি একই কাজের জন্য নিজ উদ্য়োগে ‘পিইপিপি-পিটি’ নামে একটি ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল৷ কিন্তু সমালোচনার কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে৷
ছবি: picture-alliance/NurPhoto/E. Contini
6 ছবি1 | 6
চীন-অ্যামেরিকা বিতর্ক চলছে, চলবে। আর তারই মধ্যে ট্রাম্পের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে। যদিও নিউ ইয়র্ক জানিয়েছে, মঙ্গলবার গত এক মাসের মধ্যে সব চেয়ে কম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি সামান্য হলেও স্বস্তির কথা। মার্কিন মুলুকে বুধবার সকাল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৯ হাজার লোকের। তার পরেই রয়েছে ইটালি। সেখানে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের। স্পেনে মৃত্যু হয়েছে ২৩ হাজার। তবে ইউরোপের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকই ভালো। জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। ১১ মে-র পর থেকে ফ্রান্সেও লকডাউন তোলার প্রক্রিয়া শুরু হবে। তবে সংক্রমণের ভয় এখনই কাটছে না। ইউরোপ সহ গোটা বিশ্বেই ফের করোনার আক্রমণ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন। চীনে প্রতিদিনই নতুন করে আক্রান্ত পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে লকডাউন তুললেও জীবনযাপন একেবারে স্বাভাবিক হয়ে যাবে, এমন আশ্বাস কোনও দেশই দিতে পারছে না। জার্মানি লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করলেও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করছে।
করোনা সংকটে আশার আলো দেখাচ্ছেন ফরাসি শিল্পী
ছবি একটু বড় হলে ক্ষতি কী! ফরাসি শিল্পী সেইপ সুইজারল্যান্ডের আল্পস পর্বতের উপর প্রায় ৩,০০০ বর্গমিটার আয়তনের ছবি এঁকেছেন৷ করোনা সংকটের মাঝে আশার আলো জাগিয়ে তুলতেই এই প্রয়াস৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
খোলা আকাশের নীচে ক্যানভাস
সুইজারল্যান্ডের লেইসিন এলাকার এক পাহাড়ে আক্ষরিক অর্থেই বড় শিল্প সৃষ্টি হয়েছে৷ প্রায় ১,২০০ মিটার উচ্চতায় ঘাসজমিকেই ক্যানভাস করে তুলেছেন ফরাসি শিল্পী সেইপ৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
দর্শকের স্থান উপরে
সমতলে দাঁড়িয়ে এই শিল্পকর্ম উপভোগ করার উপায় নেই৷ তার জন্য আকাশে পাড়ি দিতে হবে৷ উপর থেকেই ‘সংকট ছাড়িয়ে’ নামের এই ছবির প্রকৃত মর্ম বোঝা সম্ভব৷ শৈলশিলার উপর আচমকা একটি মেয়েকে বসে থাকতে দেখা যায়৷ স্বপ্নভরা দৃষ্টিতে সে পাহাড়ের সৌন্দর্য দেখে চলেছে৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
তৃতীয় মাত্রা
বিমান অথবা ড্রোনের মাধ্যমে একমাত্র সঠিক অ্যাংগেল বা কোণ থেকেই এই ছবির থ্রিডি বা ত্রিমাত্রিক রূপ দেখা যায়৷ দেখলে মনে হবে মেয়েটি যেন সত্যি মাথা উঁচু করে রয়েছে৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
প্রথমে স্ট্রিট পেইন্টিং, তারপর ল্যান্ড আর্ট
সেইপের আসল নাম গিয়োম লেগ্রো৷ কোনো প্রথাগত প্রশিক্ষণ নেন নি, নিজেই সব কায়দা শিখে নিয়েছেন৷ আগে তিনি রাজপথের উপর স্প্রে করতেন৷ গত পাঁচ বছর ধরে তিনি ল্যান্ড আর্ট নিয়ে মেতে রয়েছেন৷
ছবি: imago images/A. Morissard
সমবেত উদ্যোগ
এত বড় ফর্ম্যাটে ছবি আঁকতে হলে সবচেয়ে বড় শিল্পীরও সহায়তা লাগে৷ সহকারী লিওনেল সেইপকে সাহায্য করে থাকেন৷ চক ও কাঠকয়লার মিশ্রণ দিয়ে অরগ্যানিক রং তৈরি করেন তাঁরা৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
আশা জাগাতে রংয়ের বাহার
তারপর স্প্রে করা হয়৷ আইন মেনেই সব কাজ করা হয়৷ মাঠের জমির মালিক একজন চাষি এবং শিল্পীর বন্ধু৷ গোটা বিশ্বের জন্য কঠিন এই সময়ে শিল্পী এভাবে আশার আলো দেখাতে চান৷
ছবি: picture-alliance/Keystone/V. Flauraud
ছবির মাধ্যমে বার্তা
সেইপ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে এক ইতিবাচক বার্তা পাঠাতে চান৷ ৩১ বছর বয়সি এই শিল্পী বলেন, ‘‘প্রায় তিন হাজার বর্গমিটার বড় এই ফ্রেসকো আরো সংহতি ও মানবিকতার ভিত্তিতে আবার সবকিছু গড়ে তোলার কথা যেন মনে করিয়ে দেয়৷’’ করোনা সংকট শেষ হবার পর বিশ্বের মানুষ সমষ্টিগতভাবে একই দিশায় পাড়ি দেবে, এমনটাই তাঁর আশা৷
ছবি: picture-alliance/dpa/V. Flauraud
ক্ষণস্থায়ী শিল্পের জন্য কঠিন পরিশ্রম
এই শিল্পকর্ম কিন্তু চিরস্থায়ী নয়৷ আরো ঘাস গজালে দুই থেকে চার সপ্তাহের মধ্যে ছবিটি প্রকৃতির মধ্যেই মিলিয়ে যাবে৷
ছবি: picture-alliance/dpa/V. Flauraud
8 ছবি1 | 8
এ দিকে এশিয়ার পরিস্থিতিও ভালো নয়। পাকিস্তান জানিয়েছে, মঙ্গলবার ছিল সব চেয়ে ভয়াবহ দিন। প্রতিদিনই সেখানে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ভারত এবং বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, ২১ মে-র পরে এই অঞ্চলে করোনার প্রকোপ কমবে। তবে সেই বক্তব্যের আদৌ কোনও যুক্তি আছে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ রয়েছে।
এরই মধ্যে অ্যামেরিকা জানিয়েছে, বিদেশ থেকে যে সমস্ত বিমান অ্যামেরিকায় ঢুকবে তার বহু যাত্রীরই করোনা পরীক্ষা হবে। কোন কোন দেশের যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
করোনার প্রকোপে অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। স্পেনে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও অর্থনীতি ধসে পড়েছে। পরিসংখ্যান বলছে, অন্তত ১৪ শতাংশ মানুষ সেখানে কাজ হারিয়েছেন। শুধু স্পেন নয়, গোটা বিশ্বেই করোনার প্রকোপে বহু মানুষ কাজ হারিয়েছেন। বেতন কমে গিয়েছে অনেকের। অর্থনীতিবিদরা বলছেন, আগামী কিছু দিনের মধ্যে এই পরিস্থিতি বদল হওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই।
তারই মধ্যে নতুন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। সে দেশের চিকিৎসকদের বক্তব্য, শুধু বয়স্ক নয়, করোনার জেরে সে দেশে বহু শিশুরও মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে গবেষণা শুরু করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার। মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ ১৮ হাজার লোকের। সুস্থ হয়েছেন নয় লাখ ৫৫ হাজার জন।