ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আবারও ক্ষমতায় আসছে বলে নির্বাচন কমিশনের তথ্যে জানা যাচ্ছে৷ এদিকে, তাঁকে আবারও নির্বাচিত করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন মোদী৷
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন বলছে, লোকসভার ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ৩০০টি আসনে এগিয়ে রয়েছে৷ আর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি এগিয়ে আছে মাত্র ৫০টি আসনে৷
সরকার গঠনের জন্য কোনো দল কিংবা জোটের ২৭২টি আসন পাওয়া প্রয়োজন৷
২০১৪ সালে বিজেপি ২৮২টি আসনে জয়লাভ করেছিল৷
১৯৮৪ সালের পর প্রথমবারের মতো কোনো একক দল টানা দু'বার ক্ষমতায় বসতে চলেছে৷
রাহুল গান্ধী তাঁর পারিবারিক আসন আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গেছেন৷ এক সংবাদ সম্মেলনে এই হার স্বীকার করে তিনি বলেন, ‘‘স্মৃতি ইরানিকে আমি অভিনন্দন জানাই৷ আমেথির জনগণ তাঁদের মতামত জানিয়েছেন৷’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আবারও ভোট দেয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন৷
বিজেপি সভাপতি অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘‘আজকের ফলাফল প্রমাণ করছে যে, ভারতের জনগণ জাত, স্বজনপ্রীতি, তুষ্টির পরিবর্তে জাতীয়তাবাদ ও উন্নয়ন বেছে নিয়েছে৷’’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন৷ তাঁর জয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন হাসিনা৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনে জয়লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন৷ দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের জন্য তাঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় তিনি আছেন বলেও জানান ইমরান খান৷
নতুন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে৷ দলের এক মুখপাত্র নরসিমহা রাও বলেছেন, ‘‘এটা ভারতের জন্য বিশাল জয়৷’’
অন্যদিকে, কংগ্রেস নেতাদের মনমরা অবস্থায় দেখা গেছে৷ তবে রাজেশ তিওয়ারি নামের এক কংগ্রেস সমর্থক বলছেন, ‘‘আমরা দুঃখ পেয়েছি, কিন্তু আবার উঠে দাঁড়াব৷ মোদী মিথ্যা আর ভুয়া অঙ্গীকার করে জিতেছেন৷ দেশ এখন বিপদে৷’’
উল্লেখ্য, মোদী যখন নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন, তখন ব্যাপক চাপে ছিলেন৷ কারণ, ডিসেম্বরে তিনটি রাজ্য নির্বাচনে হেরেছিল তাঁর দল৷ এছাড়া কৃষিপণ্যের দাম, বেকারত্ব এসব নিয়েও মোদীর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন অনেক ভোটার৷ তবে বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গাড়ি বোমা হামলায় ৪০ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর পর নির্বাচনি প্রচারণায় ভারত-পাকিস্তানের সম্পর্কের বিষয়টি আলোচিত হয়ে ওঠে৷ এবং এতে বিজেপি লাভবান হয়েছে বলে মনে করছেন তাঁরা৷ নতুন দিল্লির থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের রাজনৈতিক বিশ্লেষক হার্শ পান্ত বলেন, ‘‘জাতীয় নিরাপত্তা আলোচনার বিষয় হয়ে ওঠে৷ ফলে বিজেপি কিছু ইস্যু চাপা দেয়ার সুযোগ পেয়ে যায়৷’’
জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি)
কেন ঘরবাড়ি ছাড়ছে উত্তর প্রদেশের মুসলমানরা?
কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- এমতাবস্থায় ভারতের উত্তরপ্রদেশে কট্টর হিন্দুত্ববাদীদের আধিপত্য চরমে৷ তাদের নানাবিধ প্রভাবে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেক মুসলিম জনগোষ্ঠী৷
ছবি: Reuters/A. Abidi
বাড়িছাড়ার হিড়িক
ভারতের উত্তর প্রদেশের নয়াবান গ্রামে মোট ৪ হাজার মানুষের মধ্যে ৪০০ জন মুসলিম৷ গত দুই বছরে তাঁদের মধ্যে প্রায় এক ডজন ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র৷ আরো অনেকে গ্রাম ছাড়ার পরিকল্পনা করলেও সামর্থের অভাবে পারছেন না বলে তাঁরা রয়টার্সকে জানিয়েছেন৷ এর মধ্যে গত বছরের শেষে গরু নিয়ে সহিংসতার ক্ষত এখনো তাদের মধ্যে গদগদে৷
ছবি: Reuters/A. Abidi
গরু নিয়ে সহিংসতার জের
গত নভেম্বরে নয়াবানে গরু জবাইয়ের অভিযোগে সহিংসতা জড়ায় হিন্দুরা৷ পুলিশ গরু জবাই বন্ধ করতে পারেনি, এমন অভিযোগে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা৷ সে সময় সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছিলেন৷ এরপর ওই ঘটনায় মামলা হয়, বিনা অপরাধে জেল খেটেছেন অনেক মুসলিম৷ ওই সংঘর্ষের জের এখনো রয়েছে বলে মনে করছেন মুসলিমরা৷
ছবি: Reuters/A. Abidi
মাইকে আজান দেয়া নিষেধ
২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে৷ পরের রমজানে মাদ্রাসাকেন্দ্রিক একটি মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেয় কট্টরপন্থি হিন্দুরা৷ দীর্ঘ সময় ধরে চললেও আজান দেওয়া বন্ধ করে দিতে হয় মুসলিমদের৷ মুসলিম বাসিন্দা আয়েশা বলেন, ‘‘এখন এখানে আমরা ধর্মীয় বিষয় প্রকাশ করতে পারি না৷ তাঁরা (হিন্দুরা) যা ইচ্ছা তা করতে পারে৷’’
ছবি: Reuters/A. Abidi
হিন্দুরা যান না মুসলিম দোকানে
গরু জবাইয়ে জড়িত থাকার অভিযোগে ১৬ দিন জেল খেটেছেন ৩৮ বছর বয়সি শরফুদ্দিন সাইফি৷ যদিও পরে এর কোনো প্রমাণ পায়নি পুলিশ৷ এখন হিন্দুরা তাঁর কাপড়ের দোকান এড়িয়ে চলেন৷ বিক্রি কমা আর মামলার পেছনে টাকা খরচ হওয়ায় দোকানে মালামাল তুলতে পারছেন না সাইফি৷ ছেলেকে ভালো স্কুল থেকে সরিয়ে আনতে হয়েছে তাঁকে৷
ছবি: Reuters/A. Abidi
‘ওরা পুলিশ মারে, আমরা কোন ছাড়’
উত্তর প্রদেশের নয়াবান ছেড়ে দিল্লির নিকটবর্তী মাসুরিতে চলে গেছেন কাঠমিস্ত্রী জব্বার আলী৷ এক সময়ের এই সৌদি প্রবাসী সেখানে একটি বাড়ি কিনেছেন৷ তিনি রয়টার্সকে বলেন, ‘‘যদি হিন্দুরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত পুলিশকে হত্যা করতে পারে, তাহলে আমরা মুসলিমরা কোন ছাড়?’’
ছবি: Reuters/A. Abidi
‘এখন হিন্দু-মুসলিম একসঙ্গে খেলে না’
রাজধানী নতুন দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছেন ওই গ্রামের বাসিন্দা, ২২ বছর বয়সি জুনাইদ৷ আগে হিন্দু প্রতিবেশীদের সঙ্গে ক্রিকেট খেলার কথা এখনো মনে পড়ে তাঁর৷ ‘‘আমরা যখন ছোট ছিলাম তখন হিন্দু-মুসলিম একসঙ্গে খেলতাম- বিশেষ করে ক্রিকেট৷ আমি অনেক খেলেছি৷ কিন্তু গত একবছরে আমরা একসঙ্গে খেলিনি,’’ রয়টার্সকে বলেন জুনাইদ৷
ছবি: Reuters/A. Abidi
‘সব শেষ করেছেন মোদী-যোগী’
হিন্দুত্ববাদের স্লোগান উচ্চকিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী৷ এরপর ২০১৭ সালে রাজ্যের ক্ষমতায় আসেন হিন্দু পুরোহিত যোগী আদিত্যনাথ৷ আগে সম্প্রীতি থাকলেও এখন তাঁদের প্রভাবে এলাকার সম্প্রীতি একেবারেই নষ্ট হয়েছে বলে মনে করছেন নয়াবানের মুসলিমরা৷ ‘‘মোদী আর যোগী সব শেষ করে দিয়েছে৷ তাঁদের প্রধান এজেন্ডাই হিন্দু-মুসলিম বিভক্তি,’’ রয়টার্সকে বলেছেন নয়াবানের বাসিন্দা গুলফাম আলী৷
ছবি: Reuters/A. Abidi
মোদীকে ভয়
লোকসভা নির্বাচনে এক্জিট পোলে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ‘এগিয়ে’ নরেন্দ্র মোদী৷ বিজেপি আবার ক্ষমতায় আসলে পরিস্থিতি আরো বাজে হতে পারে বলে শঙ্কায় নয়াবানের মুসলিমরা৷
ছবি: Reuters/A. Abidi
অস্বীকার করছে বিজেপি
ঘরবাড়ি ছাড়ার অভিযোগ মুসলিমরা করলেও কোনো ধরনের আধিপত্যের কথা অস্বীকার করেছে বিজেপি৷ দলের মুখপাত্র গোপাল কৃষ্ণ আগারওয়াল বলেন, ‘‘বিজেপির সময়ে কোনো দাঙ্গা হয়নি৷ অপরাধমূলক ঘটনার সঙ্গে হিন্দু-মুসলিমের বিষয় মেলানোটা ভুল হবে৷’’ বিরোধী দলগুলো সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি৷
ছবি: Reuters/A. Abidi
‘যা-ই হোক, চলে যাব না’
অনেকের মনে এলাকা ছাড়ার প্রবণতা থাকলেও কোনো কোনো মুসলিম বলছেন লড়াই চালানোর কথা৷ তাঁদের মতো একজন ৪২ বছর বয়সি আয়াস মোহাম্মদ৷ নিকটবর্তী শহরে এই টাইলসের দোকানি রয়টার্সকে বলেন, ‘‘আমি লড়াই চালিয়ে যাব৷ আমি ভীত নই৷ তবে, মোদী আবার ক্ষমতায় আসলে অনেকের জন্য এখানে থাকা কঠিন হয়ে যাবে৷’’