1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিশ্চিন্তেই এগোচ্ছে অস্ট্রেলিয়া

৫ সেপ্টেম্বর ২০১৭

দিনের শুরু থেকেই লাগামটা যেন অস্ট্রেলিয়ার হাতে৷ মুশফিকুর রহিমকে লায়ন বিদায় করার পর বাংলাদেশকে ৩০৫ রানে অলআউট করতে বেশি সময় নেয়নি৷ ওপেনার ওয়ার্নার, স্মিথ আর হ্যান্ডসকম্বের ফিফটির সুবাদে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২৫৷

Cricket Bangladesch vs. England
ছবি: Getty Images/G. Copley

প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ওয়ার্নার ও হ্যান্ডসকম্বের জুটি বড় স্কোরের সম্ভাবনা জোরালো করেছে৷দিন শেষে ওয়ার্নার ব্যাট করছিলেন ৮৮ রানে আর হ্যান্ডসকম্ব ৬৯ রানে৷ এ জুটিতে এ পর্যন্ত ১২৭ রান পেয়েছে অস্ট্রেলিয়া৷

এর আগে স্মিথ-ওয়ার্নার মিলে ৯৩ রান তুলে প্রাথমিক ধাক্কাটা সামাল দিয়েছিলেন৷ রেনশ-কে মুশফিকের তালুবন্দি করে সেই ধাক্কাটা দিয়েছিলেন মুস্তাফিজ৷ তবে পরে আর সাকিবের নেতৃত্বে স্পিনাররা প্রত্যাশিত সাফল্য পাননি৷ তাইজুলের বলে স্মিথ বোল্ড হলেও হ্যান্ডসকম্ব উইকেট বাঁচিয়ে রানের গতিও সচল রেখেছেন৷

তাতেই ধীরে ধীরে কমছে ব্যবধান৷ বাংলাদেশের ৩০৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ করে ফেলায় ম্যাচের লাগাম যে অস্ট্রেলিয়া শক্ত হাতেই ধরছে, তা তো বলা যেতেই পারে৷

তবে ঝটপট দু-তিন উইকেট পড়ে গেলে দৃশ্যপট বদলে যেতেই বা কতক্ষণ!

সকালে বোলাররা ঠিক সেই কাজটাই করেছেন৷ প্রথমে মুশফিকুরকে বিদায় করলেন লায়ন৷ তারপর নাসিরের ৪৫ রানের ইনিংস শুধু স্কোর তিনশ ছাড়াতেই সহায়তা করেছে৷ মাত্র ৪০ রানে শেষ চার উইকেট হারিয়ে ৩০৫ রানে অলআউট হওয়া তাতে রোখা যায়নি৷ ভালো সম্ভাবনা থাকলেও অন্তত সাড়ে তিনশ'র স্কোরও পায়নি বাংলাদেশ৷ ৯৪ রানে ৭ উইকেট নিয়েবাংলাদেশকে এ হতাশায় পোড়ানোতে সবচেয়ে বড় ভূমিকা নাথান লায়নের৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ