1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিহতদের পরিবারে আছে শুধুই কান্না, হতাশা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ এপ্রিল ২০১৬

বাংলাদেশে একের পর এক ব্লগার ও মুক্তচিন্তার মানুষকে হত্যা করা হচ্ছে৷ কিন্তু দু-একটি ছাড়া হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার হচ্ছে না৷ তাদের আনা যাচ্ছে না আইনের আওতায়৷ নিহতদের পরিবারকে আশ্বাস দেয়া হচ্ছে, কিন্তু অগ্রগতির খবর নেই৷

এক নিহত ব্লগারের পরিবার
ছবি: picture-alliance/AP Photo

[No title]

This browser does not support the audio element.

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধায়, যিনি নিলয় নীল নামে পরিচিত ছিলেন, তাঁকে হত্যা করা হয়েছিল ঢাকায় নিজ বাসায় ২০১৫ সালের ৭ আগস্ট৷

নীলাদ্রির গ্রামের বাড়ি পিরোজপুরে৷ বাবা-মা নিলয় হত্যাকাণ্ডের পর এখন অনেকটা বেঁচে না থাকার মতো বেঁচে আছেন৷ তেমন কথা বলেন না তাঁরা৷ এখনো বিলাপ করেন৷ কথা হয় নিলয়ের ছোট কাকা নির্মল চট্টোপাধ্যায়ের সঙ্গে৷

নির্মল চট্টোপাধায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমিই নিলয়কে প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম৷ আবার পাঁচ বছর পর আমিই ওর লাশ ঢাকা থেকে গ্রামের বাড়ি নিয়ে আসি৷ এই কষ্ট আমাকে সবচেয়ে বেশি তাড়া করে৷''

ঢাকায় ডিবি তদন্ত করছে মামলাটির৷ কিন্তু নিলয়ের পরিবারের সদস্যরা পিরোজপুরে থাকায় মামলার অগ্রগতির খোঁজ-খবর পাওয়া তাঁদের পক্ষে কঠিন৷ তবুও নির্মল চট্টোপাধায় নিয়মিত যোগাযোগ রাখেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্তি পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে৷

নির্মল বলেন, ‘‘শুধু আশ্বাস আর আশার কথাই শোনায় আমাদের৷ কিন্তু কোনো অগগ্রতির খবর জানায় না৷ একবার পাঁচজনকে আটকের কথা বলেছিল৷ বলেছিল তারা জড়িত, কিন্তু এরপর আর কোনো খবর নাই৷ তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিনা – তা নিশ্চিত হওয়ার কোনো তথ্য আমাদের জানানো হয়নি৷ আমরা যোগাযোগ না করলে তারা যোগাযোগই করেন না৷''

নির্মল চট্টোপাধায় স্থনীয় আওয়ামী লীগের নেতা৷ তিনি বলেন, ‘‘আমি আওয়ামী লীগের লোক হয়ে বলছি, যদি নিলয় বা অন্য ব্লগার হত্যার বিচার হতো তাহলে ঢাকার কলাবাগানে জোড়া খুনসহ আর কোনো হত্যাকাণ্ড ঘটত না৷ আমি জেলা গোয়েন্দা সংস্থার কাছেও যাই৷ তারা বলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ দেখেন কী হয়৷ আমার প্রশ্ন, আমাদের বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই৷''

[No title]

This browser does not support the audio element.

নিলয় নীল হত্যা মামলায় তাঁর স্ত্রী আশামনি-ই বাদি৷ হত্যাকাণ্ডের সময় তিনি বাসায় ছিলেন৷ জীবন ভয়ে তিনিও এখন অনেকটা গোপন জীবনযাপন করছেন৷ তাঁর সঙ্গে যোগাযোগও করা কঠিন৷ তবে পাঁচমাস আগে তিনি জানিয়েছিলেন, ‘‘যে পাঁচজনকে ডিবি ধরেছে তাদের সামনে আমাকে নিয়েছিল৷ তাদের কাউকেই আমি চিনতে পারিনি৷ আমি মামলার তদন্ত নিয়ে হতাশ৷''

২০১৫ সালের ১২ মে সিলেটে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে উগ্রবাদীদের হামলায় নিহত হন আরেক মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাস৷ তিনিও গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁর বাবা এখন শয্যাশায়ী৷ মা অসুস্থ৷ শুরু থেকেই এই মামলার খোঁজ-খবর রাখছিলেন অনন্তের দুলাভাই অ্যাডভোকেট শেখর দাস৷ তিনি এই মামলার বাদিও৷

শেখর দাস ডয়চে ভেলেকে জানান, ‘‘শুরুতে পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করত৷ কিন্তু এখন আর করে না৷ আমরা জানি না এই মামলার তদন্ত নিয়ে কী হচ্ছে৷ অগ্রগতিও জানা নেই৷ তাদের কোনো নড়াচড়া নাই৷ একজন ফটো সাংবাদিককে গ্রেপ্তারের খবর আমরা পত্র-পত্রিকায় দেখেছি, এই পর্যন্তই৷''

তিনি আরো বলেন, ‘‘কী হচ্ছে, আসল না নকলকে ধরা হচ্ছে, তাও জানি না৷ আমরা মামলার খোঁজ নেয়ার আগ্রহ পাচ্ছি না৷ তাদেরও আগ্রহ নেই৷''

শেখর দাস ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে গিয়েও তেমন আগ্রহ দেখাননি৷ মনে হয়েছে বিষয়টি নিয়ে তিনি চরম হতাশ৷

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের কর্মী আহমেদ রাজীব হায়দারকে তাঁর পল্লবীর বাসার অদূরে কুপিয়ে হত্যা করা হয়৷ এই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ-পত্র দিতে পেরেছে পুলিশ৷ মামলার রায় হয়েছে এবং দু'জনকে মৃত্যুদণ্ডও দিয়েছে আদালত৷ কিন্তু এরপর আর কোনো হত্যাকাণ্ডের কুলকিনারা হয়নি৷

ঢাকা মাহনগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘জঙ্গি সংশ্লিষ্টতায় সারা দেশে ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ব্লগার, প্রকাশক হত্যায় সারা দেশে এ পর্যন্ত ২১টি মামলা হয়েছে৷ এর মধ্যে ঢাকা মহানগরে হয়েছে মোট ১১টি মামলা৷ তাঁর দাবি, ‘‘১৬টি মামলার ‘ডিটেকশন' হয়েছে৷ এই মামলাগুলোর পাঁচটির চার্জশিট দেওয়া হয়েছে৷''

তিনি অরো জানান, ‘‘লেখক এবং ব্লগার অভিজিৎ রায় এবং প্রকাশক দীপন হত্যায় জড়িত অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে৷''

কেন এমন নৃশংস হত্যাকাণ্ডগুলোর কোনো কুলকিনারা হচ্ছে না? আপনার কী মনে হয়, জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ