1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিহত আবু সাঈদের বাড়িতে ড. ইউনূস, প্রধান বিচারপতির পদত্যাগ

১০ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবু সাঈদের বাড়িতে যান।ছবি: INDRANIL MUKHERJEE/AFP

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবু সাঈদের বাড়িতে যান। ড. ইউনূস সাংবাদিকদের বলেন, "ধর্মের নামে ভেদাভেদ করবেন না”

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে জোর জবরদস্তি করে গণভবনে নেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ভাই রমজান আলী।

প্রধান বিচারপতির পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছিলেন, ''আপনারা যে দাবিতে এখানে এসেছেন, যে ক্ষোভ থেকে এসেছেন, সেই দাবি অচিরেই পূরণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি। আপনারা শান্তভাবে অবস্থান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না।'' পরে ড. আসিফ নজরুল নিশ্চিত করেন, প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

হাই কোর্টের সামনে প্রতিবাদীদের অবস্থানছবি: Suvra Kanti Das/abaca/picture alliance

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে তার বাসভবন ঘেরাও করার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।

তার পদত্যাগের পর আপিল বিভাগের আরো চার জন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

ঢাবি উপাচার্যের পদত্যাগ

পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের' কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

দৈনিক প্রথম আলোর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, সহ–উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের আরো চার জন বিচারপতি পদত্যাগ করেছেনছবি: Suvra Kanti Das/abaca/picture alliance

পদত্যাগপত্র গৃহীত হল না

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। পদটির গুরুত্বের কারণে এটি গৃহীত হয়নি বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

ঢাকা মেডিকেল কলেজে নিষিদ্ধ ছাত্র রাজনীতি

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহিংসতার প্রতিবাদ শাহবাগে

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন হাজারো মানুষ। শনিবার স্থানীয় সময় তিনটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন বলে উল্লেখ করেছে দ্য ডেইলি স্টার।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন হাজারো মানুষছবি: Anik Rahman/Middle East Images/IMAGO

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 'রক্তাক্ত জুলাই'য়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে সরব হন শিল্পীসমাজ। ‘সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ' শীর্ষক সমাবেশে থেকে প্রতিবাদ জানান তারা।

থানার কার্যক্রম

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলা হয়েছে, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টির কার্যক্রম শুরু হয়েছে। সবমিলিয়ে শনিবার বেলা তিনটা পর্যন্ত মোট ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষকদের বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘অন্তর্বর্তী সরকারের কাছে কী চাই' শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের আশু ও দীর্ঘ মেয়াদে করণীয় প্রস্তাবগুলোর কথা তুলে ধরা হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করার দাবি জানানো হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর দাবি

দ্য ডেইলি স্টার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শনিবার মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেন গোপালগঞ্জের কোটালীপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরকেসি/টিএম (দ্য ডেইলি স্টার, প্রথম আলো, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ