1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাজিরের উত্তরসূরি

৫ জানুয়ারি ২০১৩

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের জঙ্গি অধিনায়ক মোল্লা নাজির একটি মার্কিন ড্রোন আক্রমণে নিহত হবার পর, সালাউদ্দিন আয়ুবি নামধারী এক ঘনিষ্ঠ সহযোগীকে নাজিরের স্থলাভিষিক্ত করা হয়েছে৷

ছবি: STRDEL/AFP/Getty Images

গত বুধবার যে ড্রোন আক্রমণে মোল্লা নাজির নিহত হন, তাতে তার দু'জন সহকারীও প্রাণ হারায়৷ বৃহস্পতিবার নাজিরের সমাধি অনুষ্ঠান সমাপ্ত হবার পরেই নাকি উত্তরাধিকারীদের নাম ঘোষণা করা হয়, যার মধ্যে প্রথমেই ছিল সালাউদ্দিন আয়ুবির নাম৷ আয়ুবির আসল নাম বহাওয়াল খান, বলে এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন পাকিস্তানের গুপ্তচর বিভাগের এক কর্মকর্তা৷

আয়ুবি নিজেও নাজিরের কাকা খেল সাবডিভিশনের মানুষ এবং ঐ অঞ্চলের মুখ্য ওয়াজির উপজাতির সদস্য৷ আয়ুবি বিগত ১৬ বছর ধরে নাজিরের ঘনিষ্ঠ সহযোগী৷ বয়স ত্রিশের মাঝামাঝি, সুগঠিত স্বাস্থ্য এবং উপজাতি ও গোষ্ঠীর কাছে শ্রদ্ধার পাত্র বলে গণ্য৷ এই হলো পাকিস্তানি গুপ্তচর বিভাগের খবর৷ আয়ুবির সঙ্গে সঙ্গে তার এক সহকারীকেও নিয়োগ করা হয়েছে৷ নাজিরের গোষ্ঠীর এক স্থানীয় অধিনায়ক এই সব নতুন নিয়োগের কথা স্বীকার করেছেন, বলে এএফপি জানিয়েছে৷

নাজির দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে আফগানিস্তানে জঙ্গি পাঠাতেন ন্যাটো-নেতৃত্বাধীন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য৷ তার এলাকাটি আফগান সীমান্তের কাছে৷ তবে নাজিরের পাকিস্তান সরকারের সঙ্গে একটি জটিল সম্পর্ক ছিল৷ এমনকি তিনি ২০০৭ সালে ইসলামাবাদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন৷ এই চুক্তি থেকে ইসলামাবাদের আশা ছিল: প্রথমত, নাজির পাকিস্তানি তালেবানের মোকাবিলা করতে পারবেন; দ্বিতীয়ত, তিনি তেহরিক-ই-তালিবান এবং উজবেক জঙ্গিদের দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে বহিষ্কার করতে পারবেন৷

ড্রোন হামলায় নিহত হন নাজিরছবি: picture alliance/dpa

কাজেই নাজিরের মৃত্যুর পর পাকিস্তানি গুপ্তচর বিভাগের আধিকারিকদের মূল চিন্তা হলো, এবার টিটিপি ও উজবেক জঙ্গিরা আবার এলাকাটিতে অনুপ্রবেশ করবে৷ নাজির ওয়াজিরদের পূর্ণ আস্থা ও সহযোগিতা পেতেন বলে, পাকিস্তানি তালেবান কিংবা উজবেক জঙ্গিরা তার এলাকায় বেশি দূর ঢুকতে পারেনি৷

বৃহস্পতিবার পেন্টাগন নাজিরের মৃত্যুর খবর নিশ্চিত করতে না পারলেও বলে যে, সেক্ষেত্রে এটা একটা বড় ঘটনা হবে৷ নাজিরের মৃত্যু জঙ্গিদের পক্ষে লক্ষণীয় ক্ষতি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জন্য মঙ্গলজনক হবে৷ নাজির আবার আল-কায়েদার সঙ্গে যুক্ত হাক্কানি সন্ত্রাসচক্রের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, যে হাক্কানি চক্র কাবুলে এবং আফগানিস্তানের অন্যত্র একাধিক বড় মাপের আক্রমণ চালিয়েছে৷ সেই হিসেবে নাজির ছিলেন ‘‘এমন একজন, যার হাতে অনেক রক্ত লেগে রয়েছে,'' বলেন পেন্টাগনের মুখপাত্র৷

নাজিরের উপর ড্রোন আক্রমণের ক্ষেত্রে পেন্টাগনের কিছু বলার নেই, কেননা ও' ব্যাপারটা সিআইএ-র হাতে৷ এবং সিআইএ এই ড্রোনযুদ্ধ সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না৷ তবে পর্যবেক্ষকদের মতে বিগত বছরে পাকিস্তানে মার্কিন ড্রোন আক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে৷

অপরদিকে পাকিস্তান এখন বিশ্ব নিরাপত্তা পরিষদের সভাপতি৷ জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের সংগ্রাম এখনও তার পূর্ণ লক্ষ্যে পৌঁছাতে পারেনি৷ কাজেই নিরাপত্তা পরিষদকে একটি ‘‘বাস্তবসম্মত প্রতিক্রিয়ার'' কথা ভাবতে হবে৷ শুধু সামরিক শক্তির উপর নির্ভর না করে সন্ত্রাসবাদের আঞ্চলিক মূল কারণ বিবেচনা করতে হবে ও অঞ্চলগুলিতে যেতে হবে৷

মার্কিন ড্রোন আক্রমণ সন্ত্রাসবাদের মোকাবিলার সঠিক পন্থা কিনা, মাসুদ সে বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন৷ তিনি বলেন, ড্রোন আক্রমণে মোল্লা নাজিরের নিহত হওয়ার ব্যাপারে তাঁকে সরকারিভাবে অবগত করা হয়নি৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ