আরাফাতুল ইসলাম (সংবাদ বিজ্ঞপ্তি)১৯ ফেব্রুয়ারি ২০১৬
প্রতিবাদ এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে, বাংলাদেশের নির্বাসিত ব্লগাররা ইউরোপের মানবাধিকার বিশেষজ্ঞ এবং তাদের সমর্থকদের সঙ্গে মিলিত হচ্ছেন নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে৷
বিজ্ঞাপন
গত বছর বাংলাদেশে একাধিক মানবতাবাদী লেখক এবং ব্লগারদের হত্যার প্রেক্ষিতে দ্য হেগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আয়োজক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য৷ এতে বলা হচ্ছে, গত বছরের ভুক্তভোগী সবাইকে চাপাতি দিয়ে কোপায় একদল মানুষ৷ আর এ সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে একাধিক উগ্রপন্থি ইসলামি গ্রুপ, যারা উদার এবং মুক্তমনাদের ব্লগগুলোকে ‘ইসলামের জন্য অবমাননাকর' হিসেবে আখ্যা দিয়েছে৷
বাংলাদেশে জঙ্গি হামলার শিকার যারা
চলতি বছর ইসলামপন্থিরা একের পর এক হামলা চালিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে৷ এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ চলুন জানা যাক ২০১৫ সালের কবে, কারা হামলার শিকার হয়েছেন...৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার খুন
একুশে বইমেলা থেকে ফেরার পথে ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার এবং লেখক অভিজিৎ রায়৷ কমপক্ষে দুই দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে৷ এসময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন৷ বাংলাদেশি মার্কিন এই দুই নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’৷ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বাড়ির সামনে খুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় ঢাকায়, গত ৩০ মার্চ৷ তিন দুর্বৃত্ত মাংস কাটার চাপাতি দিতে তাঁকে কোপায়৷ সেসেময় কয়েকজন হিজরে সন্দেহভাজন দুই খুনিকে ধরে ফেলে, তৃতীয়জন পালিয়ে যায়৷ আটকরা জানায়, তারা মাদ্রাসার ছাত্র ছিল এবং বাবুকে হত্যার নির্দেশ পেয়েছিল৷ কে বা কারা এই হত্যার নির্দেশ দিয়েছে জানা যায়নি৷ বাবু ফেসবুকে ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে লিখতেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সিলেটে আক্রান্ত মুক্তমনা ব্লগার
শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গত ১২ মে সিলেটে নিজের বাসার কাছে খুন হন নাস্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার অনন্ত বিজয় দাস৷ ভারত উপমহাদেশের আল-কায়েদা, যাদের সঙ্গে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সম্পর্ক আছে ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ দাস ডয়চে ভেলের দ্য বব্স জয়ী মুক্তমনা ব্লগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷
ছবি: picture-alliance/EPA/Str
বাড়ির মধ্যে জবাই
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে, যিনি নিলয় নীল নামেই বেশি পরিচিত ছিলেন, হত্যা করা হয় ঢাকায় তাঁর বাড়ির মধ্যে৷ একদল যুবক বাড়ি ভাড়ার আগ্রহ প্রকাশ করে ৮ আগস্ট তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁকে কুপিয়ে হত্যা করে৷ নিজের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন নিলয়৷ কিন্তু পুলিশ তাঁকে সহায়তা করেনি৷ ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
জগিংয়ের সময় গুলিতে খুন বিদেশি
গত ২৮ সেপ্টেম্বর রাতে জগিং করার সময় ঢাকার কূটনৈতিক এলাকায় খুন হন ইটালীয় এনজিও কর্মী সিজার তাবেলা৷ তাঁকে পেছন থেকে পরপর তিনবার গুলি করে দুর্বৃত্তরা৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদিদের অনলাইন কর্মকাণ্ডের দিকে নজর রাখা একটি সংস্থা৷ তবে বাংলাদেশে সরকার এই দাবি অস্বীকার করে বলেছে ‘এক বড় ভাইয়ের’ তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)
রংপুরে নিহত এক জাপানি
গত ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ মুখোশধারী খুনিরা তাঁকে গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে, তবে সরকার তা অস্বীকার করেছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না যে তাঁর দেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
হোসনি দালানে বিস্ফোরণ, নিহত ১
গত ২৪ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালানে শিয়া মুসলমানদের আশুরার প্রস্তুতির সময় বিস্ফোরণে এক কিশোর নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন৷ বাংলাদেশে এর আগে কখনো শিয়াদের উপর এরকম হামলায় হয়নি৷ এই হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, তবে সরকার সে দাবি নাকোচ করে দিয়ে হামলাকারীরা সম্ভবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবি-র সদস্য৷ সন্দেহভাজনদের একজন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ঢাকায় প্রকাশক খুন
গত ৩১ অক্টোবর ঢাকায় দু’টি স্থানে কাছাকাছি সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়৷ এতে খুন হন এক ‘সেক্যুলার’ প্রকাশক এবং গুরুতর আহত হন আরেক প্রকাশক ও দুই ব্লগার৷ নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার-আল-ইসলাম’ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
প্রার্থনারত শিয়াদের গুলি, নিহত ১
গত ২৭ নভেম্বর বাংলাদেশের বগুড়ায় অবস্থিত একটি শিয়া মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারতদের উপর গুলি চালায় কমপক্ষে পাঁচ দুর্বৃত্ত৷ এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন এবং অপর তিন ব্যক্তি আহত হন৷ তথকথিত ইসলামিক স্টেট-এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করা স্থানীয় একটি গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
9 ছবি1 | 9
হেগে ‘‘বাংলাদেশ সংহতি বইমেলা'' মূলত ঢাকার অমর একুশে গ্রন্থমেলার একটি প্রতিচ্ছবি৷ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক আয়োজন ঢাকার এই গ্রন্থমেলা৷ সেখান থেকে ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি খুন হন লেখক অভিজিৎ রায়৷ এরপর নাস্তিক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস এবং নীলাদ্রি চট্টপাধ্যায় একইরকম হামলায় মার্চ, মে এবং আগস্ট মাসে খুন হন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ৩১ অক্টোবর ঢাকায় দুটি সেক্যুলার প্রকাশনীর উপর হামলা চালানো হয় এবং এতে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন খুন হন৷
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে এমন কয়েকজন যোগ দেবেন যারা সাম্প্রতিক সময়ে হামলার শিকার হয়ে কিংবা হত্যার হুমকির মুখে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন৷ উগ্র ইসলামপন্থিদের প্রকাশিত ‘হিট লিস্টেও' তাদের নাম রয়েছে৷ এসব হুমকি, হামলা সত্ত্বেও তারা তাদের মুখ বন্ধ রাখেননি, কেননা ইসলামপন্থিরা তাই চায়৷
‘‘বাংলাদেশ সংহতি বইমেলার'' আয়োজকরা হচ্ছে ‘দ্য হেগ পিস প্রজেক্টস, হিউম্যানিস্টিশ ভেরবন্ড, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড ইথিক্যাল ইউনিয়ন এবং মুক্তমনা'৷ দ্য হেগে অনুষ্ঠানে বাংলাদেশের ব্লগাররা ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার কর্মীরা উপস্থিত থাকবেন৷