সেন্ট পিটার্সবার্গের একটি কাফেতে বিস্ফোরণে তার মৃত্য়ু হয়েছে। অভিযোগের আঙুল ইউক্রেনের দিকে।
বিজ্ঞাপন
রাশিয়ার পরিচিত সেনা-ব্লগার ভ্লাদলেন তাতারস্কি রোববার এক বিস্ফোরণে নিহত হয়েছেন। ভ্লাদলেন পরিচিত ছিলেন সেনা-ব্লগার হিসেবে। দেশের সেনাবাহিনী কীভাবে কোথায় কতটা সাফল্য পাচ্ছে, তা নিয়ে নিয়মিত ব্লগ লিখতেন তিনি। শুধু তা-ই নয়, রাশিয়ার সেনায় অংশ নেওয়ার জন্য কী করতে হবে, ইউক্রেন যুদ্ধের হাল হকিকত, এই সবকিছুই তার ব্লগে উঠে আসতো। রাশিয়ায় শাসকদলেরও ঘনিষ্ঠ ছিলেন এই ব্লগার।
রোববার সেন্ট পিটার্সবার্গের একটি কাফেতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। যে কাফেতে এই সংবর্ধনা দেওয়া হয়, এক সময় তা রাশিয়ার অসরকারি সেনা ভাগনার আর্মির প্রধানের ছিল বলে জানা গেছে। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে কেবল একজনেরই মৃত্যু হয়েছে। ১৯ জন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইউক্রেন-রাশিয়ার তীব্র ড্রোনযুদ্ধ
কয়েকদিন আগেও ইরানের ড্রোনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে দেশে দেশে৷ বিক্ষোভকারীদের দাবি ছিল- ইরানের দেয়া ড্রোন দিয়ে রাশিয়ার হামলা থামাতে হবে৷ সম্প্রতি ইউক্রেনও ড্রোন হামলা শুরু করায় যুদ্ধ রূপ নিয়েছে ‘ড্রোনাড্রোনিতে’৷
ছবি: Stringer/REUTERS
ইউক্রেন তখন অসহায়
২০২২ সালের শেষ দিকে ইউক্রেনে নিয়মিত দেখা যেতো এমন দৃশ্য ৷ নিয়মিত বিরতিতে মৃত্যুদূত হয়ে উড়ে আসতো রাশিয়ার পাঠানো ড্রোন৷ সেই ড্রোনের ফেলা বোমায় ধসে পড়তো ভবন, মৃত্যু হতো অনেকের৷ ড্রোনের বিরুদ্ধে লড়াই এভাবে বন্দুক দিয়েই করতেন ইউক্রেনের সৈন্যরা৷ দূর আকাশে কিছু দেখা গেলেই এভাবে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়তেন তারা৷
ছবি: Vadim Sarakhan/REUTERS
প্রথম মাসে ২২০টি ড্রোন ধ্বংস
২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের সৈন্যরা গুলি করে কমপক্ষে ২২০টি ড্রোন ধ্বংস করে৷ তারপরও অবশ্য ড্রোন হামলার ভয়াবহতা কমানো যাচ্ছিল না৷
ছবি: Roman Petushkov/REUTERS
যুদ্ধ রাশিয়ার, আলোচনায় ইরান
ওপরের ছবিতে ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক এলাকা৷ এমন ভয়াবহ সব হামলার জন্য রাশিয়ার প্রতি নিন্দা জানালেও বারবারই ঘুরেফিরে আসছিল ইরানের কথা৷ কারণ, ইউক্রেনের দাবি- ইরানের দেয়া শাহেদ-১৩৬ ড্রোন দিয়েই এসব হামলা চালাচ্ছিল রাশিয়া৷ ইউক্রেন তখন রাশিয়াকে এভাবে ড্রোন দিয়ে সহায়তা করায় বিশ্ব নেতৃত্বের প্রতি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও তোলে৷
ছবি: Oleksii Chumachenko/ZUMA Wire/IMAGO
কিয়েভে ইরান-বিরোধী বিক্ষোভ
রাশিয়া ইরানের দেয়া ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে- এই অভিযোগে কিয়েভে ইরান দূতাবাসের সামনে বেশ কয়েকবার বিক্ষোভ সমাবেশ করেন কিয়েভবাসীরা৷
গত ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরেও ইউক্রেনীয় শরণার্থীরা রাশিয়াকে ড্রোন দেয়ায় ইরানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন৷
ছবি: Sachelle Babbar/ZUMAPRESS/picture alliance
ড্রোনের জবাবে ড্রোন
তবে ইউক্রেন এখন আর শুধু ড্রোন-হামলা ঠেকিয়েই অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে না৷ ইউক্রেনীয় সৈন্যরাও ড্রোন পাঠিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সৈন্যদের ওপর৷ ওপরের ছবিতে দনেৎস্কের ভুলেদার এলাকা থেকে ড্রোন হামলা চালাচ্ছেন এক ইউক্রেনীয় সৈন্য৷
ছবি: Lisi Niesner/REUTERS
সার্চ লাইটের আলোয় ড্রোন খোঁজা
শুধু হামলা চালালেই তো হবে না, প্রতিরক্ষের হামলা নস্যাৎও করতে হবে৷ কিয়েভের আকাশে সার্চ লাইটের আলো ফেলে তা-ই নিশ্চিত করার চেষ্টা করছেন ইউক্রেনের সৈন্যরা৷ আলোয় রাশিয়ার কোনো ড্রোন দেখা গেলেই গুলি চালান তারা৷
ছবি: Gleb Garanich/REUTERS
অ্যান্টি-ড্রোন রাইফেল
দনেৎস্কের হরলিভকা এলাকায় অ্যান্টি-ড্রোন রাইফেল হাতে ইউক্রেনের এক সৈন্য৷
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
রিমোট হাতে যুদ্ধ
ইউক্রেনে প্রায়ই সৈন্যদের হাতে এক ধরনের রিমোট দেখা যায়, যেগুলোর একমাত্র কাজ ড্রোন পরিচালনা করা৷ ছবির এই সৈন্যের হাতেও ড্রোন চালানোর একটি রিমোট৷
ছবি: Lisi Niesner/REUTERS
রাশিয়াতেও ড্রোন-আতঙ্ক
ইদানীং রাশিয়ার কিছু অঞ্চলে ইউক্রেনের ড্রোন বেশ আতঙ্ক ছড়িয়েছে৷ ওপরের ছবিটি রবিবার (২৬ মার্চ) রাশিয়ার তুলা অঞ্চলের কিরীভস্ক শহরে তোলা৷ ইউক্রেনের পাঠানো ড্রোন থেকে ফেলা বোমায় সেখানকার ভবনও বিধ্বস্ত৷
ছবি: Vitaliy Belousov/SNA/IMAGO
ভরসার অপর নাম ইউএভি
কোনো চালক ছাড়াই ছোট ছোট এসব বাহন উড়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে বলে এগুলোর আরেক নাম আনম্যানড এরিয়াল ভেহিকেল, সংক্ষেপে ইউএভি৷ জাপোরোনিঝিয়ায় ইউক্রেনীয় এই সেনার হাত থেকে এক্ষুনি উড়ে যাবে ইউএভিটি৷
ছবি: Stringer/REUTERS
12 ছবি1 | 12
তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফমিন। সাইবার ফ্রন্ট জেড নামের একটি সংগঠন তাকে ওই সভায় ডেকেছিল।অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল, দেশাত্মবোধক বিকেল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্লগারকে যে উপহারটি দেওয়া হয়েছিল, সেখানেই বিস্ফোরণ হয়। ইমপ্রোভাইসড এক্প্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে কারা আছে, তা এখনো স্পষ্ট নয়।
টেলিগ্রামে অনেকেই বলতে শুরু করেছেন যে, এটি একটি জঙ্গি হামলা। অনেকেই আঙুল তুলছেন ইউক্রেনের দিকে। রাশিয়ায় বসে থাকা ইউক্রেনপন্থি কোনো গোষ্ঠী এই কাজ করেছে বলে অনেকেরই সন্দেহ। পুলিশ ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে ইউক্রেনের হাত থাকার আশঙ্কা আছে। বস্তুত, এই ব্লগার নিয়ে আগেও কিয়েভ নানা কথা বলেছিল বলে তাদের দাবি।
ইউক্রেন অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।