1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

নিহত রাশিয়ার সেনা-ব্লগার

৩ এপ্রিল ২০২৩

সেন্ট পিটার্সবার্গের একটি কাফেতে বিস্ফোরণে তার মৃত্য়ু হয়েছে। অভিযোগের আঙুল ইউক্রেনের দিকে।

রাশিয়া
ছবি: Anton Vaganov/REUTERS

রাশিয়ার পরিচিত সেনা-ব্লগার ভ্লাদলেন তাতারস্কি রোববার এক বিস্ফোরণে নিহত হয়েছেন। ভ্লাদলেন পরিচিত ছিলেন সেনা-ব্লগার হিসেবে। দেশের সেনাবাহিনী কীভাবে কোথায় কতটা সাফল্য পাচ্ছে, তা নিয়ে নিয়মিত ব্লগ লিখতেন তিনি। শুধু তা-ই নয়, রাশিয়ার সেনায় অংশ নেওয়ার জন্য কী করতে হবে, ইউক্রেন যুদ্ধের হাল হকিকত, এই সবকিছুই তার ব্লগে উঠে আসতো। রাশিয়ায় শাসকদলেরও ঘনিষ্ঠ ছিলেন এই ব্লগার।

রোববার সেন্ট পিটার্সবার্গের একটি কাফেতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। যে কাফেতে এই সংবর্ধনা দেওয়া হয়, এক সময় তা রাশিয়ার অসরকারি সেনা ভাগনার আর্মির প্রধানের ছিল বলে জানা গেছে। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে কেবল একজনেরই মৃত্যু হয়েছে। ১৯ জন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফমিন। সাইবার ফ্রন্ট জেড নামের একটি সংগঠন তাকে ওই সভায় ডেকেছিল।অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল, দেশাত্মবোধক বিকেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্লগারকে যে উপহারটি দেওয়া হয়েছিল, সেখানেই বিস্ফোরণ হয়। ইমপ্রোভাইসড এক্প্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে কারা আছে, তা এখনো স্পষ্ট নয়।

টেলিগ্রামে অনেকেই বলতে শুরু করেছেন যে, এটি একটি জঙ্গি হামলা। অনেকেই আঙুল তুলছেন ইউক্রেনের দিকে। রাশিয়ায় বসে থাকা ইউক্রেনপন্থি কোনো গোষ্ঠী এই কাজ করেছে বলে অনেকেরই সন্দেহ। পুলিশ ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে ইউক্রেনের হাত থাকার আশঙ্কা আছে। বস্তুত, এই ব্লগার নিয়ে আগেও কিয়েভ নানা কথা বলেছিল বলে তাদের দাবি।

ইউক্রেন অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ