বিবারকে জরিমানা
৭ জুলাই ২০১২ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলসের হাইওয়েতে৷ সেখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ কিন্তু বিবার চালাচ্ছিলেন ১২৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে৷ ফলে যা হবার তাই হয়েছে৷ হাইওয়ে পেট্রোল পুলিশ বিবারের গাড়ি ধাওয়া করে আটকে ফেলে৷ এরপর তাঁকে জরিমানা করে ছেড়ে দেয়৷ পুলিশ বলছে, তাদের সঙ্গে বিবার নমনীয় ব্যবহার করেছে৷
এদিকে, লস অ্যাঞ্জেলসের এক স্থানীয় কর্মকর্তা ডেনিস জিনে, যিনি বিবারকে গাড়ি চালাতে দেখেছেন, তিনি বলছেন বিবার ১২৯ নয়, তার চেয়েও বেশি জোরে ড্রাইভ করছিলেন৷ তাঁর গতি ছিল কমপক্ষে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সেসময় রাস্তায় অন্যান্য গাড়িও ছিল৷ জিনে বলেন, ‘আমি যদি পুলিশ হতাম তাহলে তাঁকে গ্রেপ্তার করতাম'৷ শুধুমাত্র তারকা হবার কারণে তিনি যা ইচ্ছা তাই করে অন্যের জীবন হুমকির মুখে ফেলতে পারেন না৷
তবে বিবারের দাবি, পাপারাজ্জিরা তাঁর গাড়ির পিছু নিয়েছিল৷ তাদের হাত থেকে বাঁচতেই এই গতিসীমা লঙ্ঘন বলে জানান তিনি৷ পুলিশ বিবারের এই দাবি খতিয়ে দেখছে৷ পুলিশের এক মুখপাত্র বলেছেন, তারা বিবারের গাড়ির পেছনে আরেকটি গাড়ি দেখেছিলেন৷ ওটাও নির্দিষ্ট বেগের চেয়ে দ্রুত চলছিল৷ কিন্তু সেটাকে ধরা যায়নি৷
এর আগে গত ২৭শে মে ক্যালিফোর্নিয়ায় এক আলোকচিত্রীর গায়ে হাত তোলায় জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷
জেডএইচ / এএইচ (রয়টার্স)