1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্প্রচার নীতিমালা

২৮ মার্চ ২০১২

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে পরামর্শ করেই নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করতে চায় সরকার৷ এ বিষয়ে তৎপরতা শুরু হয়ে গেছে৷ চ্যানেল আই’এর পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন৷

Evening News Announcer Nana Kiknadze getting ready for her first appearance on a day of the opening of PIK TV. Title: Nana Kiknadze, Kanal PIK Tags: Nana Kiknadze, Kanal PIK, media Photographer: Justyna Mielnikiewicz January 25, 2011 in Tbilisi, Georgia Description: TV PIK is the only station known to provide balanced coverage and is broadcasted by satellite in the Russian language to the North Caucasus and Russian Federation. I hereby declare that I took this pic and giving DW the right to use it online. In case the picture was taken by a third party, I do hold the rights to this image and DW-world.de is entitled to use it online.
প্রতীকী ছবিছবি: Justyna Mielnikiewicz

এ বিষয়ে তৎপরতার গোড়ার কথা অনেক আগের৷ নীতিমালার খসড়া পাঠানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম, বিশেষ করে টিভি চ্যানেলগুলির কাছে৷ শাইখ সিরাজ জানাচ্ছেন, সম্প্রতি তাঁদের কাছে মতামত জানতে চেয়েছে সরকার৷

তিনি মনে করেন, নীতিমালা এভাবে তৈরি করে বেসরকারি টেলিভিশনগুলিকে বেঁধে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেটা খুব একটা কার্যকরী নয়৷ তিনি বলতে চান, এর জন্য প্রয়োজন একটা গাইডলাইনের৷ নীতিমালার নয়৷ নীতিমালা দিলে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হবে৷ একজন সম্প্রচারক হিসেবে সবসময় শঙ্কার মধ্যে থাকতে হবে৷ কাজের কাজ হবে না৷

বেসরকারি টিভি চ্যানেলে শিশুদের জন্য বিনোদনমূলক বা শিক্ষামূলক অনুষ্ঠান সেভাবে নেই৷ চ্যানেল আই এ ধরণের কিছু চেষ্টা করেছে বলে জানান শাইখ সিরাজ৷ সেইসঙ্গে তিনি স্বীকার করে নেন, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলে তেমনভাবে শিশুদের জন্য নিয়মিত অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে না৷ এর কারণ হিসেবে তাঁর অভিমত, এর জন্য স্পন্সর পাওয়া যায়না৷ দ্বিতীয়ত, শিশুদের জন্য অনুষ্ঠান করার আগে প্রয়োজন ভালো করে গবেষণা করে নেওয়া৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চ্যানেল আই'এর সহযোগী প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এ পর্যন্ত তেরোটি ছবি বানিয়েছে৷ এর ফলে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কাহিনী আকর্ষণীয় হয়ে উঠেছে কিনা এ প্রশ্নের জবাবে শাইখ সিরাজ জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবিগুলি দেওয়া হয়েছে৷ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সব জেলায় এগুলি পাঠানো হয়েছে৷ এর ফলে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধটা বড় আকারে হাজির হয়েছে৷ অনেকে এখন এ বিষয়ে আগ্রহী হয়ে উঠছে৷ বলা বাহুল্য, এ একটা মস্ত আশার কথা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ