অবশেষে সাংবাদিকদের সামনে মুখ খুললেন বলসোনারো। তবে হার স্পষ্টভাবে স্বীকার করলেন না।
বিজ্ঞাপন
ফলাফল প্রকাশিত হয়েছে রোববার। মঙ্গলবার প্রথম মুখ খুললেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। তবে সরাসরি পরাজয় স্বীকার করেননি তিনি। ছোট্ট বক্তৃতায় তিনি কেবল বলেছেন, ব্রাজিলের সংবিধানকে তিনি গুরুত্ব দেন। একইসঙ্গে তাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন বলসোনারো। ছোট্ট ভাষণে বিজয়ী লুলা দ্য সিলভার নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি।
ব্রাজিলের জার্সি, পতাকার রাজনীতিকরণ
ব্রাজিলে ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ অনুষ্ঠিত হবে৷ বর্তমান প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর ব়্যালিতে ব্রাজিলের পতাকার রং হলুদ আর সবুজের দেখা মেলে৷ সমর্থকদের ব্রাজিল ফুটবল দলের জার্সি পরার পরামর্শও দেন তিনি৷
ছবি: REUTERS
ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে ভোট
২ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে ভোট দিতে উপস্থিত হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো৷ তিনি তার সমর্থকদেরও জার্সি পরে ভোট দেয়ার পরামর্শ দিয়েছিলেন৷
ছবি: ANDRE COELHO/AFP/Getty Images
হলুদ, সবুজের সমারোহ 63501755
ছবিটি বলসোনারোর এক সমাবেশ থেকে তোলা৷ ব্যানারে লেখা ‘বলসোনারো আমাদের ত্রাণকর্তা’৷ ডানপন্থি এই রাজনীতিবিদ ব্রাজিলের পতাকার হলুদ আর সবুজ রংকে তার দলের রং হিসেবে ব্যবহার করছেন৷ আগামী ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ অনুষ্ঠিত হবে৷ ২ অক্টোবরের নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার চেয়ে পাঁচ শতাংশ কম ভোট পেয়েছেন৷
ছবি: Washington Alves/REUTERS
প্রথম ব্যবহার
২০১৫ সালে লুলা দ্য সিলভা সমর্থক ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট ডিলমা রুসেফের বিরুদ্ধে বিক্ষোভের সময় প্রথম রক্ষণশীলদের প্রতীক হিসেবে আবির্ভূত হয় ব্রাজিলের পতাকা ও জার্সি৷
ছবি: picture-alliance/dpa/S. Moreira
প্রতিক্রিয়া
নির্বাচনের কাজে পতাকা ও জার্সির এমন ব্যবহার পছন্দ করছেন না অনেকে৷ ব্রাজিল ও ইংল্যান্ডের ফুটবল ক্লাব টটেনহ্যামের ফুটবল তারকা রিচার্লিসন বলেছেন, ‘‘জার্সিকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে৷ এর ফলে জার্সি ও পতাকার পরিচয় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷’’
ছবি: REUTERS
বিশ্বকাপ উৎসবে বাধা
এক মাসেরও কম সময়ের মধ্যে বিশ্বকাপ শুরু হচ্ছে৷ অতীতে এমন সময়ে ব্রাজিলের রেস্টুরেন্ট ও বারগুলো হলুদ ও সবুজ রংয়ে সজ্জিত হয়ে যেত৷ কিন্তু এবার অন্য দলের সমর্থক ক্রেতাদের হারানোর ভয়ে অনেকে সেই কাজ থেকে দূরে আছেন৷ এক রেস্টুরেন্টের মালিক বলছেন, তিনি কর্মীদের জন্য জার্সি কিনে রেখেছেন, কিন্তু এখনই ব্যবহার করতে দিচ্ছেন না৷
ছবি: Washington Alves/REUTERS
পতাকা ও জার্সি উদ্ধারের অঙ্গীকার
লুলা দ্য সিলভা ‘ফ্যাসিস্ট’ বলসোনারোর কাছ থেকে দেশের পতাকা ও জার্সি উদ্ধারের অঙ্গীকার করেছেন৷ পপ সুপারস্টার অনিতা এর প্রতি সমর্থন জানিয়েছেন৷ লুলার দলের রং লাল৷
ছবি: Alexandre Schneider/Getty Images
ফুটবলাররা কার সমর্থক?
২ অক্টোবরের ভোটগ্রহণের আগে বলসোনারোর প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন নেইমার৷ এছাড়া বর্তমান ফুটবলার টটেনহ্যামের লুকাস মুরা, সাবেক ফুটবলার রোমারিও, রিভালদো বলসোনারোর সমর্থক৷ আর লুলার পক্ষে সমর্থন জানিয়েছেন বায়ার লেভারকুজেনের পাউলিনিয়ো ও সাবেক ফুটবলার রাই৷
7 ছবি1 | 7
বক্তৃতা শেষ করেই ঘরে ঢুকে যান বলসোনারো। সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি শোনেনি। ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশ প্রশ্ন তুলেছে, তাহলে কি হার স্বীকার করছেন না বলসোনারো? এবিষয়ে মঙ্গলবারই ব্রাজিলের সুপ্রিমকোর্ট একটি মন্তব্য করেছে। সুপ্রিমকোর্ট বলেছে, সাংবিধানিক রীতি মেনে নেওয়ার অর্থ, বলসোনারো হার স্বীকার করে নিচ্ছেন। এর ফলে সাংবিধানিকভাবে লুলার প্রেসিডেন্ট পদ গ্রহণ এর আনুষ্ঠানিক পর্বে আর কোনো বাধা থাকছে না।
বোলসোনারোঅবশ্য এদিন তার সমর্থকদের বলেছেন, শান্তিপূর্ণভাবে যে কোনো আন্দোলন-বিক্ষোভ তারা করতে পারেন। মনে করা হচ্ছে, নির্বাচনের ফল ঘোষণার পরেই গোটা দেশ জুড়ে ট্রাক ড্রাইভাররা যে অবরোধ কর্মসূচি শুরু করেছেন, তাকে সমর্থন জানাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট।
রোববার ব্রাজিলের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। সেখানে বোলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক এক শতাংশ ভোট। অন্যদিকে, লুলা দ্য সিলভা পেয়েছেন ৫০ দশমিক নয় শতাংশ ভোট। শতাংশের নিরিখে তফাত খুব বেশি না হলেও সংখ্যার দিক থেকে বলসোনারোর চেয়ে লুলা প্রায় ২০ লাখ বেশি ভোট পেয়েছেন। এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন লুলা। বামপন্থি এই রাজনীতিককে দুর্নীতির দায়ে জেলও খাটতে হয়েছে। জয়ের পর লুলা বলেছেন, ব্রাজিলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং অ্যামাজনের সংরক্ষণ তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।