1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজব্রাজিল

নীরবতা ভাঙলেন বলসোনারো

২ নভেম্বর ২০২২

অবশেষে সাংবাদিকদের সামনে মুখ খুললেন বলসোনারো। তবে হার স্পষ্টভাবে স্বীকার করলেন না।

মুখ খুললেন বলসোনারো
ছবি: Evaristo Sa/AFP

ফলাফল প্রকাশিত হয়েছে রোববার। মঙ্গলবার প্রথম মুখ খুললেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। তবে সরাসরি পরাজয় স্বীকার করেননি তিনি। ছোট্ট বক্তৃতায় তিনি কেবল বলেছেন, ব্রাজিলের সংবিধানকে তিনি গুরুত্ব দেন। একইসঙ্গে তাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন বলসোনারো। ছোট্ট ভাষণে বিজয়ী লুলা দ্য সিলভার নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি।

বক্তৃতা শেষ করেই ঘরে ঢুকে যান বলসোনারো। সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি শোনেনি। ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশ প্রশ্ন তুলেছে, তাহলে কি হার স্বীকার করছেন না বলসোনারো? এবিষয়ে মঙ্গলবারই ব্রাজিলের সুপ্রিমকোর্ট একটি মন্তব্য করেছে। সুপ্রিমকোর্ট বলেছে, সাংবিধানিক রীতি মেনে নেওয়ার অর্থ, বলসোনারো হার স্বীকার করে নিচ্ছেন। এর ফলে সাংবিধানিকভাবে লুলার প্রেসিডেন্ট পদ গ্রহণ এর আনুষ্ঠানিক পর্বে আর কোনো বাধা থাকছে না।

বোলসোনারোঅবশ্য এদিন তার সমর্থকদের বলেছেন, শান্তিপূর্ণভাবে যে কোনো আন্দোলন-বিক্ষোভ তারা করতে পারেন। মনে করা হচ্ছে, নির্বাচনের ফল ঘোষণার পরেই গোটা দেশ জুড়ে ট্রাক ড্রাইভাররা যে অবরোধ কর্মসূচি শুরু করেছেন, তাকে সমর্থন জানাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট।

রোববার ব্রাজিলের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। সেখানে বোলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক এক শতাংশ ভোট। অন্যদিকে, লুলা দ্য সিলভা পেয়েছেন ৫০ দশমিক নয় শতাংশ ভোট। শতাংশের নিরিখে তফাত খুব বেশি না হলেও সংখ্যার দিক থেকে বলসোনারোর চেয়ে লুলা প্রায় ২০ লাখ বেশি ভোট পেয়েছেন। এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন লুলা। বামপন্থি এই রাজনীতিককে দুর্নীতির দায়ে জেলও খাটতে হয়েছে। জয়ের পর লুলা বলেছেন, ব্রাজিলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং অ্যামাজনের সংরক্ষণ তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ