1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে ফ্রাঙ্কফুর্ট

২২ সেপ্টেম্বর ২০১২

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় চমক দেখাচ্ছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ শুক্রবার নুরেমবার্গকে ২-১ গোলে হারিয়েছে সেদল৷ লিগের চলতি আসরে চার খেলায় জিতে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে ফ্রাঙ্কফুর্ট৷

Fußball Bundesliga, 4. Spieltag, 1. FC Nürnberg - Eintracht Frankfurt am 21.09.2012 im Stadion Nürnberg in Nürnberg (Bayern). Der Frankfurter Takashi Inui (Ml) jubelt mit seinen Kollegen über seinen Treffer zum 0:2. Foto: Daniel Karmann/dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).)
ছবি: picture-alliance/dpa

দুই গোল হজমের পরও অবশ্য ঘুরে দাঁড়াতে চেয়েছিল নুরেমবার্গ৷ খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি গোল শোধও করে তারা৷ কিন্তু পরাজয় ঠেকাতে সেটা যথেষ্ট ছিল না৷

খেলার শুরুর দিকেই অবশ্য বিপাকে পড়ে ফ্রাঙ্কফুর্ট৷ সেদলের অধিনায়ক পেরমিন সোয়েগলার আহত হয়ে মাঠ ত্যাগ করেন৷ তাঁর বদলে মাঠে নামেন মার্টিন লানিখ্৷ কিন্তু বিপত্তি তাতে শেষ হয়নি৷ এই ঘটনার ছয় মিনিট পর সেদলের আরেক খেলোয়াড় আহত হয়ে মাঠ ত্যাগ করেন৷

এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এরবিন হোফার৷ এই খেলায়াড় অবশ্য মাঠে নেমেই খেলার মোড় ঘুরিয়ে দেন৷ ফ্রাঙ্কফুর্টের একটি কর্নার শট নুরেমবার্গের খেলোয়াড়রা প্রথমে প্রতিহত করলেও দ্রুত তা আবারো বক্সে ফিরে আসে৷ সেখানে থাকা হোফার নিচু শটে বলটি গোলে জড়ান৷ ২৫ মিনেটে প্রথম গোল পায় ফ্রাঙ্কফুর্ট৷

এরপর অবশ্য গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিক নুরেমবার্গ৷ খেলার ৩৮ মিনেটের সময় সেদলের হিরোশি কিয়োটাকে একটি জোরালে শট নিলেও তা ফ্রাঙ্কফুর্টের জালে জড়ায়নি৷ ফলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় স্বাগতিকদের৷

অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট দ্বিতীয়ার্ধেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলা শুরু করে৷ তবে দ্বিতীয় গোলটি পেতে সেদলকে অপেক্ষা করতে হয় খেলার ৬০ মিনিট পর্যন্ত৷ অতিথি দলের মধ্যমাঠের খেলোয়াড় টাকাশি ইনু্ই দলকে এগিয়ে নিয়ে যান৷

দ্বিতীয় গোল করার পর একটু আয়েশি ভঙ্গিতে খেলতে শুরু করে ফ্রাঙ্কফুর্ট৷ কিন্তু এটাই কাল হয়৷ পাল্টা আঘাত হানে ন্যুরেমবার্গ৷ সেদলের কিয়োটাকের করা ফ্রি কিকের মাথা ছুঁয়ে দলের পক্ষে একটি গোল শোধ করেন সেবাস্তিয়ান পোল্টেয়ার৷

এই গোলের পর স্বাগতিকরা প্রতিপক্ষের উপর আরো চাপ সৃষ্টি করতে সক্ষম হয়৷ কিন্তু ফ্রাঙ্কফুর্ট প্রতিপক্ষের সকল আক্রমণ প্রতিহত করে৷

উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত চারটি খেলায় অংশ নিয়ে সবগুলোতেই জয় পেয়েছে ফ্রাঙ্কফুর্ট৷ তবে সেদলের আসল পরীক্ষা আগামী সপ্তাহে৷ পরের ম্যাচে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ফ্রাঙ্কফুর্ট৷ সেই খেলায় জয় সহজ হবে না৷

প্রতিবেদন: ডেভিড রাইশ / এআই

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ