1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নুহাশের চোখে ‘হিরো' আলম

১৬ সেপ্টেম্বর ২০১৬

ফেসবুক, ইউটিউব, টুইটার ব্যবহার করেন অথচ ‘হিরো' আলমকে চেনেন না, এমন মানুষ বোধ হয় কমই পাওয়া যাবে৷ গত কয়েক মাস ধরে তাঁর মিউজিক ভিডিও ও নাটক নিয়ে ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে৷

ইউটিউব থেকে স্ক্রিনশট
ছবি: YouTube/Little Big Films Bangladesh

আসল নাম আশরাফুল আলম৷ তবে একসময় আচার বিক্রি করতেন বলে নাম হয়েছিল ‘আচার' আলম৷ এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান ‘সিডি' আলম৷ তারপর একসময় ‘ডিশ' আলম হয়ে এখন তিনি ‘হিরো' আলম নামে পরিচিতি পেয়েছেন৷

অনেকে হিরো আলমের ভিডিও দেখে ফেসবুকে বাঁকা মন্তব্য করেছেন, হাসাহাসি করেছেন৷ তবে সেভাবেই তিনি পরিচিতি হয়ে উঠেন৷ সংবাদপত্রে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, নেয়া হয়েছে তাঁর সাক্ষাৎকারও৷ বাদ যায়নি টিভি চ্যানেলও৷ এই পরিচিতির কারণে অনেক নির্মাতা তাঁকে গান ও বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার দিয়েছেন৷ তাঁকে নিয়ে তৈরি হয়েছে ‘হিরো আলম দ্য গ্যাংস্টার' শর্ট ফিল্ম৷

হিরো আলমকে নিয়ে পাঁচ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছে ‘লিটল বিগ ফিল্মস'৷ ৫ সেপ্টেম্বর সেটি তাদের ফেসবুক পাতায় শেয়ার করা হয়৷ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন এটি নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তথ্যচিত্রের ধারাবর্ণনা তিনি নিজেই দিয়েছেন৷ তথ্যচিত্রটি ফেসবুকে এখন পর্যন্ত দুই লক্ষ ৩৫ হাজারের বেশিবার দেখা হয়েছে৷ তথ্যচিত্রে হিরো আলমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার প্রশংসা করছেন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই৷ সুতরাং আপনিও দেখুন৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ