নূপুর শর্মার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: সুপ্রিম কোর্ট
১ জুলাই ২০২২
মহানবীকে(সা:) নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য নূপুর শর্মাকে তিরস্কার করলো সুপ্রিম কোর্ট। বিচারপতি বললেন, নূপুরের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।
বিজ্ঞাপন
বিচারপতি সূর্যকান্ত সরাসরি বলেছেন, ''নূপুর সারা দেশে আবেগের বিস্ফোরণ ঘটিয়েছেন। আজ যা হচ্ছে, তার জন্য তিনি একাই দায়ী।''
কিছুদিন আগে একটি টিভি-বিতর্কে নূপুর মহানবীকে(সা:) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিচারপতি জানিয়েছেন, ''আমি দেখেছি, কীভাবে নূপুরকে উসকানি দেয়া হয়েছে। কিন্তু যেভাবে তিনি ওইসব কথা বলেছেন এবং পরে বলেছেন, তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। তার উচিত পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া।''
দিল্লি পুলিশকে ভর্ৎসনা
বিচারপতি সূর্যকান্ত দিল্লি পুলিশের কাজের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ''দেখে মনে হচ্ছে, দিল্লি পুলিশ নূপুরের জন্য লাল কার্পেট পেতে রেখেছে। অন্য কারো বিরুদ্ধে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। নূপুরকে করা হলো না।''
আদালতের কাছে নূপুরের আর্জি ছিল, তাকে হত্যার ভয় দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে দেশজুড়ে অনেক এফআইআর করা হয়েছে। সব এফআইআর দিল্লিতে নিয়ে আসা হোক।
পরে এই আবেদন প্রত্যাহার করে নেন নূপুর।
মহানবী(সা:)-বিতর্ক: হাওড়ার পর নদিয়ায় বিক্ষোভ, সংঘর্ষ
হাওড়ায় বিক্ষোভ শুরু হয় শুক্রবার। রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়। নদিয়ায় বিক্ষোভ ছড়িয়েছে রোববার।
ছবি: Satyajit Shaw/DW
রাস্তায় বিক্ষোভকারীরা
হাওড়ার রাস্তায় বিক্ষোভকারীরা। প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছোঁড়েন।
ছবি: Satyajit Shaw/DW
পুলিশের সঙ্গে সংঘর্ষ
হাওড়ায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পুলিশের হাতে পাথর ঠেকানোর জন্য ঢাল ছিল। পুলিশও উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে চায়।
ছবি: Satyajit Shaw/DW
কাঁদানে গ্যাস
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
ছবি: Satyajit Shaw/DW
রাস্তায় ছড়িয়ে ইট
রাস্তাজুড়ে ইট-পাথর ছড়িয়ে। হাওড়ার ছবি। পুলিশ তাড়া করেছে জনতাকে। সপ্তাহান্তে এই ছবি হাওড়ায় বারবার দেখা গেছে।
ছবি: Satyajit Shaw/DW
ইন্টারনেট বন্ধ
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় প্রশাসন ইন্টারনেট বন্ধ রেখেছিল। যাতে গুজব না ছড়ায়। সোমবার পরিস্থিতি কিছুটা ভালো হলে আবার ইন্টারনেট চালু হতে পারে।
ছবি: Satyajit Shaw/DW
মুখ্যমন্ত্রীর আবেদনেও কাজ হয়নি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এভাবে বিক্ষোভ না দেখাতে। কলকাতার মসজিদের ইমামরাও শান্ত থাকতে বলেছিলেন। তারা বিবৃতি দিয়ে বলেছিলেন, ক্ষোভ হওয়া স্বাভাবিক। কিন্তু শান্তি বজায় রাখা উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, অন্য রাজ্যে ঘটনা ঘটেছে। তার জেরে পশ্চিমবঙ্গে কেন এইভাবে বিক্ষোভ দেখানো হবে। মমতার আবেদনে কাজ হয়নি।
ছবি: Satyajit Shaw/DW
নদিয়ায় বিক্ষোভ
মহানবী(সা:)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে নদিয়াতেও বিক্ষোভ। রোববার বেথুয়াডহরিতে রেল ও সড়ক অবরোধ হয়। এখানে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কিন্তু বেথুয়াডহরিতেও পাথর ছোঁড়া হয়েছে। পাথরের আঘাতে গাড়ির কাচ ভেঙেছে।
ছবি: Subrata Goswami/DW
পুলিশের সঙ্গে সংঘর্ষ
বেথুয়াডহরিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভ থামাতে পুলিশ বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে বেরিয়ে বিক্ষোভ থামাতে চায়।
ছবি: Subrata Goswami/DW
বিরোধীদের যেতে দেয়া হচ্ছে না
বিজেপি নেতারা ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে তাদের যেতে দেয়া হয়নি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। বেথুয়াডহরিতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। বিক্ষোভকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তার ফলে যাত্রীদের হেনস্থা হয়েছে। তাছাড়া বেথুয়াডহরিতে বেশ কয়েকটি জায়গায় ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙেছে।
ছবি: Subrata Goswami/DW
9 ছবি1 | 9
বিচারপতি প্রশ্ন করেন, ''নূপুরকে হুমকি দেয়া হচ্ছে, নাকি, তিনি দেশের কাছে বিপদের কারণ হয়ে উঠেছেন।''
নূপুরকে নিয়ে
নূপুরের আবেদন ছিল, তার প্রতি সমান ব্যবহার করতে হবে, কোনো ভেদাভেদ করা চলবে না। তখনই বিচারপতি বলেন, ''যখন আপনি কারো বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তখন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আপনার বিরুদ্ধে যখন এফআইআর হয়, তখন কেউ আপনাকে ছুঁতে সাহস পান না।''
বিচারপতি বলেছেন, ''নূপুরের কথা থেকেই স্পষ্ট, তিনি একগুঁয়ে ও উদ্ধত। তিনি একটি দলের মুখপাত্র। কিন্তু তিনি মনে করেন, তার সঙ্গে ক্ষমতা রয়েছে। যার জোরে তিনি দেশের আইনের কোনো তোয়াক্কা না করে কথা বলতে পারেন।''
নূপুরের আইনজীবী বলেন, টিভির সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেছিলেন। বিচারপতি বলেন, ''তাহলে সেই সঞ্চালকের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত।''
ইসলাম বিদ্বেষী মন্তব্যে বেকায়দায় ভারত সরকার
01:11
আইনজীবীর সওয়াল ছিল, গণতন্ত্রে সকলের কথা বলার অধিকার আছে। তখন বিচারপতি তির্যকভাবে বলেন, ''হ্যাঁ, গণতন্ত্রে সকলের বলার অধিকার আছে। গণতন্ত্রে ঘাসের অধিকার আছে বেড়ে ওঠার এবং গাধারও অধিকার আছে সেই ঘাস খাওয়ার।''
আইনজীবীরা বলেন, সাংবাদিকদের স্বাধীনতাকে মানতে হবে। বিচারপতির মন্তব্য হলো, ''নূপুর শর্মা সাংবাদিকের অধিকার পেতে পারেন না। তিনি সাংবাদিক নন। যখন তিনি কোনো টিভি বিতর্কে যান, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন, তার কী প্রতিক্রিয়া হবে, সেটাও তিনি মাথায় রাখেন না। সমাজের উপর তা গিয়ে ধাক্কা মারে।''
মহানবী(সা:) বিতর্ক: ১২ ঘণ্টা রাস্তা অবরোধ হাওড়ায়
মহানবী(সা:)-কে নিয়ে বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ হাওড়ার ডোমজুড়ে। ১২ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ। বিশাল যানজট।
ছবি: Satyajit Shaw/DW
ডোমজুড়ে রাস্তা অবরোধ
বিক্ষোভকারীরা ডোমজুড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তারা প্রচুর টায়ারে আগুন ধরিয়ে দেয়। রাস্তার মাঝখানে দাউদাউ করে জ্বলতে থাকে টায়ার। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
ছবি: Satyajit Shaw/DW
আটকে পড়ে হাজার হাজার গাড়ি
রাস্তা অবরোধ শুরু হওয়ার পরেই যানজট দেখা দেয়। হাজার হাজার গাড়ি আটকে পড়ে। এই জাতীয় সড়কটি খুবই ব্যস্ত রাস্তা। ফলে গোটা এলাকায় ভয়ংকর যানজট হয়। দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত যানজটের কবলে পড়ে।
ছবি: Satyajit Shaw/DW
বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে
অবরোধকারীরা জানিয়েছেন, মহানবী(সা:)-র বিরুদ্ধে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছেন।
ছবি: Satyajit Shaw/DW
মুখ্যমন্ত্রীর আবেদন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, ''আমি অবরোধকারীদের হাতজোড় করে অনুরোধ করছি, তারা যেন রাস্তা খালি করে দেন।'' কিন্তু তার সেই আবেদনে কাজ হয়নি। অবরোধ চলতে থাকে। মমতা বলেন, ''তিনি চাইলে পুলিশ দিয়ে উঠিয়ে দিতে পারতেন। কিন্তু স্পর্শকাতর বিষয় বলে তা করছেন না।'' মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ''দিল্লির ঘটনার প্রতিবাদ এভাবে বাংলায় কেন হবে? প্রতিবাদ করতে চাইলে এফআইআর করুন।''
ছবি: DW/S. Bandopadhyay
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
মমতার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। মমতা জানান, ''একজন ব্যক্তি ওই অবরোধের ডাক দিয়েছেন। তিনি নিজেকে ইমাম বলছেন।'' মমতা বলেন, ''নাখোদা মসজিদের ইমাম ভিডিয়োবার্তায় অবরোধ সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন।'' তিনি বলেছেন, ''ক্ষোভ হওয়া সঙ্গত। কিন্তু রাস্তা ছেড়ে বিক্ষোভ দেখান।'' মমতা বলেন, ''অবরোধের ফলে অ্যাম্বুলেন্সও আটকে গেছে।'' মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি-র অপশাসন থেকে নজর ঘোরাতে এখানে এরকম করা হচ্ছে।
ছবি: Getty Images/AFP/D. Dutta
১২ ঘণ্টা ধরে
প্রায় ১২ ঘণ্টা ধরে অবরোধ চলে। তারপর তা তুলে নেয়া হয়। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে প্রচুর গাড়ি আটকে পড়ে। অনেক মানুষ, বিশেষ করে বাচ্চারা দুর্দশায় পড়েন।
ছবি: Satyajit Shaw/DW
6 ছবি1 | 6
কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ''নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ সুদূরপ্রসারী। বিচারপতি এটাও বলেছেন, উদয়পুরের দুর্ভাগ্যজনক ঘটনার জন্যও নূপুর দায়ী। এই পর্যবেক্ষণের পর ক্ষমতাসীন দলের লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত। সর্বোচ্চ আদালত তাদের সামনে একটি আয়না ধরে দিয়েছে। সুপ্রিম কোর্ট আজ আমাদের এই বিভেদকারী মতাদর্শের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছে।''