1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নূরের দলে ভাঙন

১৫ অক্টোবর ২০২০

যুগ্ম অহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করেছে দলটির একাংশের নেতাকর্মীরা৷

Nurul Haque Nur, president of Dhaka University Central Students' Union (DUCSU)
ছবি: Sazzad Hossain

বৃহস্পতিবার প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেন তারা৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সংবাদ সম্মেলনে আগের কমিটির যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেলকে নতুন কমিটির আহ্বায়ক এবং আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল সম্রাটকে সদস্য সচিব করা হয়েছে৷  
নতুন সংগঠকদের ভাষ্য, নুর ও রাশেদের ‘আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার’ প্রতিবাদে কমিটিতে এই ‘সংস্কার’ করেছেন তারা৷
তবে সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিডিনিউনিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘যারা আজকে কমিটির ঘোষণা দিয়েছে, তারা ছাত্র অধিকার পরিষদের কেউ না৷...এই কমিটির আহ্বায়ক, যার নাম দেখলাম সুহেল, তাকে সংগঠন বিরোধী কাজ করার দায়ে গত মে মাসে বহিষ্কার করা হয়েছে৷’’
সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৮ সালে গড়ে ওঠে ছাত্র অধিকার পরিষদ৷ 
আরআর/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ