1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুপ চেটিয়ার বদলে নূর হাসান!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ৷ মানবপাচার রোধে সই হয়েছে সমঝোতা স্মারক৷ ওদিকে ভারত হত্যা মামলার আসামি নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে উলফা নেতা অনুপ চেটিয়ার বদলে৷

Symbolbild Grenze Indien Bangladesh
ছবি: AFP/Getty Images

ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান৷ অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব অনীল গোস্বামী৷ দু'দিনের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব জানান, ‘‘সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ এবং ভারত একটি সমঝোতায় পৌঁছেছে৷''

তিনি বলেন, ‘‘সীমান্তে কোনো অপরাধী ধরা পড়লে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে৷ তবে আত্মরক্ষার অধিকার সবার আছে৷ তাই এক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে৷''

বাংলাদেশ-ভারত সীমান্তছবি: AP

তাঁর কথায়, ‘‘এছাড়াও মানবপাচার রোধে একটি সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি৷ বাংলাদেশের মন্ত্রিসভা এরই মধ্যে এই সমঝোতা স্মারক অনুমোদন করেছে৷ ভারতের মন্ত্রিসভাতেও তা অনুমোদ পাবে বলে জানান পররাষ্ট্রসচিব৷'' তিনি জানান, ভারতের লোকসভার আগামী অধিবেশনেই সীমান্ত চুক্তি অনুমোদনের আশ্বাস পওয়া গেছে৷

নূর হোসেন-অনুপ চেটিয়া

পররাষ্ট্রসচিব ড. মোজ্জামেল হক খান সাংবাদিকদের জানান, নুপ চেটিয়াকে বাংলাদেশ ফিরিয়ে দিতে তৈরি৷ ইতিপূর্বে চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন৷ তবে এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ আর বাংলাদেশ তাঁকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে সদিচ্ছার কথা জানিয়েছে ভারতকে৷

অন্যদিকে কলকাতার কারাগারে থাকা নারায়ণগঞ্জের সাতজনকে হত্যা মামলার আসামি নূর হোসেন সম্পর্কে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক খান৷ তিনি জানান, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে ভারত৷'' তবে শুধু নূর হোসেন নয়, ভারতে পালিয়ে থাকা অন্য আসামিদেরও বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে ভারত৷

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বৈঠকে জানিয়েছেন যে, বঙ্গবন্ধুর খুনিদের কেউ ভারতে আছে কিনা – তা নিশ্চিত নয়৷ বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কেউ যদি ভারতে থাকেন, তাঁদের বাংলাদেশের কাছে ফেরত দেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ