নেতানিয়াহুকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বললেন শলৎস
১২ আগস্ট ২০২৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে রোববার টেলিফোন আলোচনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷
শলৎস নেতানিয়াহুকে বলেন, বার্লিন ইরান, লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীর ইসরায়েলের নিরাপত্তার প্রতি হুমকির নিন্দা জানায়৷ জার্মান সরকারের মুখপাত্র ভল্ফগাং ব্যুশনার জানিয়েছেন এই তথ্য৷
জার্মান চ্যান্সেলর প্রতিশোধমূলক সহিংসতার ইতি ঘটিয়ে উত্তেজনা প্রশমনে এবং স্থিতিশীলতা ফেরাতে গঠনমূলক উদ্যোগের দিকেও মনোযোগ দিয়েছেন৷
তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে এবং ছিঁটমহলটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে সবপক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন৷
শলৎস বলেন, ‘‘গাজা যুদ্ধের সমাপ্তি সংশ্লিষ্ট অঞ্চলে অস্থিরতা কমাতে নির্ণায়ক পদক্ষেপ হতে পারে৷''
তিনি জানান, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘অনেক সামরিক লক্ষ্য' অর্জিত হয়েছে৷ ইসরায়েল জানিয়েছে, এটি হামাসের সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করে দিতে চায়৷
শলৎস আরো জানিয়েছেন, গাজা উপত্যকায় মানুষের ভোগান্তি ‘বিশাল' আকার ধারণ করেছে৷
গাজায় ব্যাপক মানবিক সংকট চলছে, কেননা, অঞ্চলটির অধিকাংশ মানুষ বাস্তচ্যুত হয়েছেন এবং সেখানে ত্রাণ সহায়তাও সীমিত পর্যায়ে রয়েছে৷ হামাসনিয়ন্ত্রিত ছিঁটমহলটির কর্তৃপক্ষের হিসেবেযুদ্ধে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)