আইসিসি-র চিফ প্রসিকিউটার করিম খানের ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পরিপ্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ''আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করতে আমি রাজি।''
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, ''আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন?'' বাইডেন জবাব দেন, ''আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি।''
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই কথা জানান।
বাইডেন জানিয়েছেন, ''করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না।'' তার মতে, ''এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে, যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি দেয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোও কঠিন হয়ে পড়বে।''
ইলরায়েলের অবস্থান
এরপরই ইসরায়েল মঙ্গলবার সব সভ্য দেশকে করিম খানের এই সিদ্ধান্তের নিন্দায় সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছেন, ''আমরা সভ্য ও স্বাধীন দেশগুলির কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে, তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আপনাদের উচিত, এই পদক্ষেপের নিন্দা করা।''
গাজার পাশে জার্মানির ইসরায়েলি ও ফিলিস্তিনিরা
ফিলিস্তিনের গাজায় স্যানিটেশন ও আশ্রয়কেন্দ্রের মতো জরুরি সেবা দিতে জার্মানিতে ইসরায়েলি-ফিলিস্তিনিদের একটি দল উদ্যোগ নিয়েছেন৷
ছবি: Slieman Halabi
‘ক্লিন শেল্টার’ প্রকল্প
জার্মানিতে কয়েকজন ইসরায়েলি ও ফিলিস্তিনি তরুণ ২০২৪ সালের জানুয়ারিতে ‘ক্লিন শেল্টার’ প্রকল্প শুরু করেছেন৷ তারা গাজায় ঘরহীন মানুষদের আশ্রয় ও স্যানিটেশনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন৷
ছবি: Slieman Halabi
সেবা-টমের উদ্যোগ
ফিলিস্তিনের গাজা থেকে আসা নারী সেবা আবু দাকা ও ইসরায়েলের হাইফা থেকে আসা নারী টম কেলনার জার্মানিতে এই উদ্যোগ শুরু করেন৷ তারা গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরের আশ্রয় নেয়াদের সাহায্যে বিভিন্ন নেটওয়ার্ক থেকে অর্থ জোগাড় করেছেন৷
ছবি: Slieman Halabi
২৮টি টয়লেট, ৩০টি তাঁবু
২০২৪ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত তারা মাওয়াসি শরণার্থী কেন্দ্রে ২৮টি টয়লেট ও ৩০টি তাঁবু বসিয়েছেন৷ টয়লেটগুলো শরণার্থী কেন্দ্রে প্রচণ্ড ভিড়ের মাঝে কিছুটা হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করছে৷
ছবি: Clean Shelter
আলোচনা প্রকল্প থেকে শুরু
মূল প্রকল্পটি ইউরোপে একটি আলোচনা প্রকল্প থেকে শুরু হয়েছে৷ স্লিমান হালাবি নামের এক ইসরায়েলি নাগরিক (যিনি আসলে ফিলিস্তিনি) উভয় সমাজের লোকজনের মাঝে একটা আলোচনা শুরু করেন৷
ছবি: Sarah Hofmann/DW
সংঘাত থেকে মুক্তি
এই প্রকল্পের এখনকার লক্ষ্য হলো একেবারে তৃণমূল পর্যায়ের মানুষকে যুক্ত করা এবং সংঘাত থেকে মুক্তির জন্য কাজ করা৷
ছবি: Israel Defense Forces/REUTERS
5 ছবি1 | 5
মুখপাত্র বলেছেন, ''আইসিসি যাতে আপনাদের মনোভাব বুঝতে পারে, সেটা নিশ্চিত করুন। প্রসিকিউটারের সিদ্ধান্তের বিরোধিতা করুন। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, আপনারা তা রূপায়ণ করবেন না। কারণ, এটা শুধু আমাদের নেতার বিরুদ্ধাচরণ নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন।''
হাইনরিশ গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করে বলেছেন, ''হামাসের সন্ত্রাসবাদের মোকাবিলায় এটা জরুরি ছিল।''
হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ।
জার্মানির সমালোচনা
জার্মানির চ্যান্সেলর শলৎসের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ও হামাসকে তুলনা করার তীব্র নিন্দা করছে জার্মানি। কোনোভাবে এই তুলনা হতে পারে না।
করিম খান তিন হামাস নেতার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন। জার্মান চ্যান্সেলরের মুখপাত্রের বক্তব্য, ''হামাস ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আক্রমণ করেছিল। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা যৌক্তিক। আর জার্মান সরকার বরাবর বলে আসছে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে করিম খান যে অভিযোগ করেছেন, তা গুরুতর ও তা প্রমাণ করতে হবে।''
জার্মানি এটাও মনে করে, ''ইসরায়েল একটা গণতান্ত্রিক দেশ, যেখানে আইনের শাসন আছে এবং স্বাধীন বিচারব্যবস্থা আছে।'' '
অ্যামেরিকার ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র আন্দোলন হয়েছিল। গাজায় ইসরায়েলের অভিযানের পর দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছে। বিশেষজ্ঞেরা যাকে ভিয়েতনাম যুদ্ধের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন।
ছবি: Craig Ruttle/AP Photo/picture alliance
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত প্রায় দুই সপ্তাহ ধরে লাগাতার আন্দোলন শুরু করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। টেন্ট টাঙিয়ে বিক্ষোভস্থলেই অবস্থান করছেন তারা। মঙ্গলবার রাতে সেখানেই পৌঁছায় পুলিশ। প্রায় ৩০০ আন্দোলনকারীকে আটক করা হয়।
ছবি: Marco Postigo Storel/AP Photo/picture alliance
আন্দোলনকারীদের বক্তব্য
বিক্ষোভকারীরা জানিয়েছেন, মার্কিন সরকার ইসরায়েলকে সাহায্য করছে, এরই প্রতিবাদে তারা আন্দোলনে বসেছিলেন। শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছিলেন।
ছবি: Craig Ruttle/AP/picture allaince
বিশ্ববিদ্যালয়ের বক্তব্য
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ওই আন্দোলনে ছাত্ররা ছিলেন না। বাইরে থেকে আন্দোলনকারীরা এসে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে কারণেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
ছবি: Ekaterina Venkina/DW
অন্য বয়ান
আন্দোলনকারীদের বক্তব্য, বিক্ষোভস্থলে সকলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। বাইরে থেকে কিছু মানুষ এসেছিলেন। কিন্তু সকলেই বাইরে থেকে আসেননি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আয়োজনেই বিক্ষোভ শুরু হয়েছিল।
ছবি: Caitlin Ochs/REUTERS
ইউসিএলএ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া লস অ্যাঞ্জেলেসেও ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ দেখাচ্ছেন। মঙ্গলবার ওই বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থিদের সঙ্গে ইসরায়েলপন্থিদের সংঘর্ষ হয়।
ছবি: David Swanson/REUTERS
লাঠি নিয়ে হামলা
রয়টার্সের ছবিতে স্পষ্ট, ফিলিস্তিনপন্থিরা যেখানে টেন্ট টাঙিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে লাঠি এবং পোল স্টিক নিয়ে আক্রমণ চালায় ইসরায়েলপন্থিরা।
ছবি: David Swanson/REUTERS
পুলিশের হস্তক্ষেপ
সংঘর্ষ শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে ডাকে। ক্যাম্পাসে পুলিশ ঢোকার পর সংঘর্ষ থামে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, যারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তারা তাদের ছাত্র নয়। যদিও এই বক্তব্যের সত্য়তা জানা যায়নি।
ছবি: David Swanson/REUTERS
বহু আন্দোলনকারী আহত
ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে বহু ছাত্র আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের তরফে আহতের সংখ্যা জানানো হয়নি।
ছবি: Ethan Swope/AP Photo/picture alliance
একাধিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
গত কয়েকদিনে অ্যামেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে পুলিশ পৌঁছেছে। বেশ কিছু জায়গায় ফিলিস্তিনপন্থিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: Ethan Swope/AP Photo/picture alliance
10 ছবি1 | 10
ফ্রান্সের বক্তব্য
ফ্রান্স জানিয়েছে, তারা আইসিসি-র স্বাধীনতায় বিশ্বাস করে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ৭ অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলে ঢুকে মানুষকে মেরেছে, ফ্রান্স তার তীব্র বিরোধিতা করেছে। আবার তারা ইসরায়েলকেও সাবধান করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলাটা খুবই জরুরি।
জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ মঙ্গলবার জানিয়েছে, তারা রাফায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহ কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের মুখপাত্র জানিয়েছেন, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা ভেঙে পড়ার মুখে।