1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতানিয়াহুর সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১০ জুন ২০২০

পশ্চিম তীরে ইহুদিদের জন্য আরো বসতি গড়বে ইসরায়েল৷ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির অবস্থান তুলে ধরে নেতানিয়াহুকে সতর্ক করার জন্য জেরুসালেম সফর করছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷

ছবি: Reuters/R. Zvulun

১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চীম তীরের এক তৃতীয়াংশ দখল করে নিয়েছিল ইসরায়েল৷ সেই অংশের নিয়ন্ত্রণ স্থায়ীভাবে ইসরায়েলকে দিয়ে বাকি অংশে ফিলিস্তিনের স্বায়ত্বশাসন আরো জোরদার করার পরিকল্পনা ডনাল্ড ট্রাম্পের৷ এই পরিকল্পনার অংশ হিসেবে পশ্চীম তীরে ইহুদিদের জন্য আরো বসতি গড়ে তুলবে ইসরায়েল৷

আগামী ১ জুলাই ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব নেবে জার্মানি৷ সেদিনই পশ্চিম তীরে আরো নতুন বসতি গড়ার পরিকল্পনা সংসদে উপস্থাপন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷

ইসরায়েলের এ পরিকল্পনা নাকচ করে মঙ্গলবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শ্তায়েহ বলেছেন, ইসরায়েল তা বাস্তবায়নের পথে এগোলে পুরো পশ্চিম তীর এবং গাজা মিলিয়ে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হবে৷ তিনি আরো বলেন, ইসরায়েলের এ উদ্যোগ আন্তর্জাতিক মহলের দুই প্রতিবেশীর সহাবস্থান নিশ্চিত করার সমস্ত উদ্যোগ নস্যাৎ করে দেবে৷

শুরু থেকেই যুক্তরাষ্ট্র সমর্থিত এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন৷ করোনা সংকট শুরুর পর ইউরোপের বাইরে প্রথম সফরে নেতানিয়াহুকে সে বিষয়টিই সবিস্তারের জানাবেন হাইকো মাস৷

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির ভবিষ্যৎ এবং আরো কিছু আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাৎসি এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎস-এর সঙ্গেও বৈঠক করবেন হাইকো মাস৷ সববশেষে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভিডিও কনফারেন্স হবে বলেও আশা করা হচ্ছে৷

এসিবি/ কেএম (এপি, এএফপি, ডিপিএ)

গত বছরের ২২ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ