ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রে। বৈঠক করলেন বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার হ্যারিস বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে।
হ্যারিস জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক ও খোলাখুলি কথা হয়েছে। হ্যারিস বলেছেন, ''আমি আবার ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার কথা জানিয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা কীভাবে এই অধিকার প্রয়োগ করছে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।''
হ্যারিস জানিয়েছেন. ''আমি সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগের কথা স্পষ্ট করে দিয়েছি। আমি এনিয়ে চুপ করে থাকব না।''
বাইডেন-নেতানিয়াহু বৈঠক
বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের প্রধান আলোচ্য ছিল, গাজায় যুদ্ধবিরতি চুক্তি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ''এই চুক্তি নিয়ে যেটুকু বিরোধ আছে, তা অতিক্রম করা সম্ভব।''
সংঘর্ষ-বিরতির আলোচনার মধ্য়েই মধ্য় গাজায় আক্রমণ
দোহায় দীর্ঘস্থায়ী সংঘর্ষ-বিরতির আলোচনা শুরু হয়েছে। তারই মধ্য়েই গাজায় নতুন করে আক্রমণে ইসরায়েল।
ছবি: Mostafa Alkharouf/Anadolu/picture alliance
মধ্য গাজায় আক্রমণ
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, মধ্য় গাজায় কয়েকটি নির্দিষ্ট টার্গেটে আঘাত হানা হয়েছে। বিমান থেকে আক্রমণের পাশাপাশি স্থলবাহিনীও অভিযান শুরু করেছে।
ছবি: Dawoud Abo Alkas/AA/picture alliance
দোহায় আলোচনা
গত সপ্তাহের শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, নতুন একটি দীর্ঘমেয়াদি সংঘর্ষ-বিরতির প্রস্তাব দেয়া হয়েছে। ওই প্রস্তাব নিয়ে দোহায় অ্যামেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
ছবি: Dawoud Abo Alkas/AA/picture alliance
সংঘর্ষ-বিরতির প্রস্তাব
নতুন সংঘর্ষ-বিরতির প্রস্তাবে তিনটি ধাপ আছে। দীর্ঘস্থায়ী সংঘর্ষ-বিরতির কথা বলা হয়েছে সেখানে। প্রস্তাব হলো, ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নেবে, বদলে হামাসকে সমস্ত বন্দিকে ছেড়ে দিতে হবে। পরবর্তী ধাপে রাজনৈতিক আলোচনার পরিসর তৈরি করা হবে।
ছবি: Dawoud Abo Alkas/AA/picture alliance
হামাসের অভিযোগ
সংঘর্ষ-বিরতির আলোচনা চলাকালীন ইসরায়েলের এই আক্রমণের সমালোচনা করেছে হামাস। মধ্যস্থতাকারী দেশগুলিও এই আক্রমণ ভালো চোখে দেখছে না।
ছবি: Ali Jadallah/AA/picture alliance
লেবানন সীমান্তে উত্তেজনা
ইসরায়েলের অভিযোগ, উত্তর ইসরায়েলে লেবানন একটি ড্রোন হামলা চালিয়েছে। বিস্ফোরক ভরা ওই ড্রোনটি একটি গ্রামে বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে।
ছবি: Francisco Seco/AP/picture alliance
অভিযোগ হেজবোল্লার বিরুদ্ধে
হেজবোল্লা এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ ইসরায়েলের। গাজায় অভিযান শুরু হওয়ার পর একাধিকবার হেজবোল্লা লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো উপায়ে লেবানন সীমান্ত সুরক্ষিত করা হবে।
ছবি: Hassan Ammar/AP
ইউএন-এর সতর্কবার্তা
জাতিসংঘ জানিয়েছে, দ্রুত সংঘর্ষ-বিরতির প্রস্তাব গৃহীত না হলে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে গাজায়। জুলাই মাস থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হবে। অন্তত ১০ লাখ মানুষ খাদ্য়াভাবের সম্মুখিন হবেন। রিপোর্টে বলা হয়েছs, মার্চ মাসে গাজায় ছয় লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির শিকার হয়েছিলেন।
ছবি: Eyad Baba/AFP
7 ছবি1 | 7
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ''যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন প্রায় শেষের দিকে। কিছু বিষয়ে মতৈক্য হলেই তা রূপায়ণের পথে বাধা থাকবে না।''
কিরবি জানিয়ছেন, এই চুক্তি দ্রুত হওয়া উচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাট মিলার বলেছেন, ''যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত এই চুক্তি সেরে ফেলতে হবে।''
বাইডেনকে ধন্যবাদ নেতানিয়াহুর
নেতানিয়াহু জানিয়েছেন, ''মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত ৫০ বছর ধরে ইসরায়েলকে সমর্থন করেছেন। তার এই ৫০ বছর ধরে জনসেবা করা এবং ইসরায়েলকে সমর্থন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আলোচনা করার জন্য আমি উৎসুক।''
বরেলের বক্তব্য
সামাজিক মাধ্যমে পোস্ট করে নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জাতিসংঘের এজেন্সি ইউএনআরডাব্লিউএকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, ''এটা একেবারেই অর্থহীন কথা।''
বরেল জানিয়েছেন, ''ইসরায়েল সরকার যেন এই ধরনের অর্থহীন কথা বলা বন্ধ করে।''