ঈদ মানেই আনন্দ এবং শান্তি৷ কিন্তু এবারের ঈদ গাজার মানুষদের জন্য কোনো শান্তি বয়ে আনেনি৷ ঈদের ২৪ ঘণ্টা না পেরোতেই প্রাণ নিয়ে ছুটছেন গাজার মানুষ৷
ছবি: picture alliance/dpa
বিজ্ঞাপন
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইসরায়েলের প্রস্তুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ তার এই মন্তব্যের পরপরই মঙ্গলবার গাজার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী৷ এর মাধ্যমে ২২ দিন ধরে চলা গাজা যুদ্ধ সহসা বন্ধ হওয়ার সম্ভাবনা মিলিয়ে গেছে৷ সোমবার রাত থেকে দফায় দফায় হামলা চলছে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে৷ মঙ্গলবার ভোরে অন্তত ১৫০টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে৷ এতে নিহত হয়েছে ১৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অর্ধশতাধিক৷ এদের মধ্যে নয় জনই একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন৷ বাকিরা একই পরিবারের সাত সদস্য, যাদের বাড়িতে গোলা আঘাত হানে৷
গাজার শিশুদের কী অপরাধ?
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ৷ পরিসংখ্যান বলছে, নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই শিশু ও নারী৷ বোমার আঘাতে প্রাণ হারানো শিশুরা হয়ত যুদ্ধ কি তাই জানে না৷ গাজার শিশুদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Reuters
ধ্বংসের মাঝে বেঁচে থাকা
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি গাড়ি পরীক্ষা করে দেখছে এক ফিলিস্তিনি শিশু৷ ছবিটি গত ১৪ জুলাই তোলা৷ বিমান হামলায় গাজায় নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই নারী ও শিশু৷
ছবি: Mohammed Abed/AFP/Getty Images
পালিয়ে বাঁচার চেষ্টা
ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন ফিলিস্তিনিরা৷ তবে গাজায় তাদের জন্য নিরাপদ আশ্রয় নেই বললেই চলে৷ ফিলিস্তিনি কর্মকর্তারা মনে করেন, ইসরায়েলের হামলা সহসা বন্ধের কোনো লক্ষণ নেই৷
ছবি: Reuters
অপেক্ষা
ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি এই ছেলেটি গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তে অ্যাম্বুলেন্সে শুয়ে মিশরে ঢোকার জন্য অপেক্ষা করছে৷ আহতদের চিকিৎসার সুবিধার্থে মিশর রাফা সীমান্ত খুলে দেয় ১০ জুলাই৷
ছবি: Said Khatib/AFP/Getty Images
স্কুলে রাতযাপন
বাড়িতে যে-কোনো মুহূর্তে পড়তে পারে ইসরায়েলের বোমা৷ তাই ঘরবাড়ি ছেড়ে এই শিশুরা আশ্রয় নিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের স্কুলে৷ এখানে যে বোমা পড়বে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷ তবে আশঙ্কা কম৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
আতঙ্ক
বাড়ির উপরে উড়ছে ইসরায়েলি ড্রোন৷ আর সেটাই দেখছে এই শিশুটি৷
ছবি: Thomas Coex/AFP/Getty Images
ইয়াসমিনের জানাজা
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারায় চার বছরের শিশু ইয়াসমিন৷ ছবিটি ১০ জুলাই তার জানাজার সময় তোলা৷
ছবি: Reuters
বিনা অপরাধে শাস্তি
গাজার শিশুরা জানে না তাদের অপরাধ কি? কেনই বা বোমা হামলার নির্মম শিকার তারা? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারেও এমন প্রশ্ন করেছেন অনেকে৷ গত ১৪ জুলাই তোলা ছবিতে চাচার মৃত্যুতে কাঁদছে দুই শিশু৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
প্রতিবন্ধীদের আশ্রয়
ছবিটি ২০১২ সালের এপ্রিলে তোলা৷ দৃষ্টি প্রতিবন্ধী এক শিশুকে জাতিসংঘের স্কুলে নিয়ে যাচ্ছে তার এক সহপাঠী৷ গাজায় ইসরায়েলি হামলায় আহতও হচ্ছে অসংখ্য শিশু৷ পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাদের৷ তবে এই শিশুটি ইসরায়েলি হামলায় দৃষ্টি হারিয়েছে কিনা জানা যায়নি৷
ছবি: Reuters
নিরাপদ আশ্রয়ের সন্ধান
ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে অনেক ফিলিস্তিনি তাদের স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন৷ তবে গাজার দু’দিকে ইসরায়েল, একদিনে মিশর এবং অপর পাশে সমুদ্র৷ এই অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া দুষ্কর৷ তবুও প্রাণ বাঁচানোর চেষ্টা৷
ছবি: picture-alliance/dpa
হামলা নতুন নয়
গাজায় ইসরায়েলের হামলা নতুন নয়৷ হামাসের রকেট ছোড়ার জবাব সেদেশ দেয় বিমান হামলার মাধ্যমে৷ আর তাতে অধিকাংশ ক্ষেত্রেই প্রাণ হারায় নারী, শিশু এবং হামাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষ৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
সোমবার গাজায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হয়৷ ওই দিনটি হামলা বন্ধ রাখা হলেও দিনটি পার হতে না হতেই আবার হামলা শুরু হয়ে গেছে৷ মঙ্গলবার ভোররাতে গাজার হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল৷ ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেউ হতাহত না হলেও বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আর ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই৷ তবে বিষয়টা খোঁজ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷
হামাসের দাবি তাদের পরিচালিত আল আকসা টিভি ও আল আকসা রেডিও দপ্তরেও হামলা চালানো হয়েছে৷ হামলার পর টেলিভিশন স্টেশনের সম্প্রচার অব্যাহত থাকলেও রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়৷
সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘‘আমরা মিশন শেষ করবো না, গাজার সুড়ঙ্গগুলো নিষ্ক্রিয় করা না পর্যন্ত আমরা অভিযান বন্ধ করবো না, আমাদের নাগরিকদের, আমাদের শিশুদের ধ্বংস করাই এসব সুড়ঙ্গ তৈরির একমাত্র উদ্দেশ্য৷ দীর্ঘমেয়াদি অভিযান চালানোর জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার৷ আমাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত শক্তি প্রয়োগ করা অব্যাহত রাখবো আমরা৷''
ছবি: Reuters
তিন সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত ১,১২০ জন গাজাবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ এবং অন্তত দুই শতাধিক শিশু৷ অপরদিকে ইসরায়েলের পক্ষে ৫৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ৫১ জনই সেনা সদস্য৷
সুড়ঙ্গের ইসরায়েলি সেনা নিহত
সুড়ঙ্গের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলে উপস্থিত হয়ে বন্দুক লড়াইয়ে পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে গাজার যোদ্ধারা৷ সোমবার গাজা ভূখণ্ডের সীমান্তের কাছে ইসরায়েলের নাহাল ওজ এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে হামাস৷
এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘‘গাজা থেকে নাহাল ওজ পর্যন্ত সুড়ঙ্গ ব্যবহার করে আসা সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা প্রতিহত করার সময় লড়াইয়ে ওই সেনারা নিহত হয়েছেন৷'' ৩১টি সুড়ঙ্গের মধ্যে ১৭টি তারা উড়িয়ে দিয়েছে বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর৷
ছবিতে গাজা
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ তবুও হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই৷ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
স্বজনের আর্তনাদ
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ ছবিতে স্বজনের মৃত্যুতে বিলাপ করছেন এক ফিলিস্তিনি৷ গাজায় এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা যাচ্ছে৷ ছবিটি ২১ জুলাই তোলা৷
ছবি: Reuters
নিরাপদ আশ্রয়ের সন্ধান
বিমান হামলা চালানো হবে - ইসরায়েলের এমন সতর্কবার্তা শুনে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে একদল ফিলিস্তিনি৷ ২২ জুলাই ছবিটি তোলা৷ মঙ্গলবার গাজায় হামলার পরিমাণ আরো বাড়িয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters
ধ্বংসস্তূপের মাঝে আশ্রয়ের সন্ধান
সহায়সম্বল বলতে যা কিছু তা ঐ কাগজের বাক্সে৷ আর এই বাক্সসহ রাস্তায় হাঁটছে গাজার এই শিশুটি৷ তার পেছনে থাকা ধ্বংসস্তূপ একটি বাড়ির৷ গাজার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় বাড়িটি এভাবে ধসে গেছে৷
ছবি: Reuters
ধোঁয়ার কুণ্ডলী
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলার কারণে সৃষ্টি হয়েছে এই ধোঁয়া৷ ২২ জুলাই গাজা থেকে তোলা ছবি এটি৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন৷ কিন্তু তাঁর এই আহ্বান তেমন একটা আমলে নিচ্ছে না ইসরায়েল বা হামাস৷
ছবি: Reuters
বাদ পড়ছে না হাসপাতালও
গাজার মসজিদ, স্কুল এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরায়েল৷ ফলে বেসামরিক প্রাণহানি বাড়ছে৷ ছবিতে গাজা সিটির আল-সাফিয়া হাসপাতালে শিশুদের মরদেহবাহী একটি লাশের ব্যাগ সরাচ্ছেন সেচ্ছাসেবীরা৷
ছবি: Marco Longari/AFP/Getty Images
গাধার গাড়িতে পালানো
গাধায় টানা গাড়িতে করে পালাচ্ছেন ফিলিস্তিনিরা৷ ছবিটি ২১ জুলাই তোলা৷ বলাবাহুল্য, ফিলিস্তিনিদের পক্ষে গাজার বাইরে যাওয়া প্রায় অসম্ভব৷ কারণ অঞ্চলটির দুই দিক ঘিরে রেখেছে ইসরায়েল৷ আর একদিকে মিসরের সঙ্গে সীমান্ত৷ অপর পাশে সমুদ্র৷ ফলে গাজার মধ্যেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয় তাদের৷
ছবি: Reuters
ইসরায়েলি সেনা
গাজার উত্তরাঞ্চলে ‘স্টেজিং এরিয়ার’ দিকে তাকিয়ে আছেন ইসরায়েলি সেনারা৷ গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েল৷ এতে ইসরায়েলি কয়েকজন সেনা নিহত হয়েছে৷
ছবি: Reuters
হামলার প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷ ছবিটি গত ২০ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তোলা৷
ছবি: Reuters
নিষেধাজ্ঞা, অগ্নিকাণ্ড
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করে প্যারিস পুলিশ৷ প্রতিবাদে রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ জনতা৷ ছবিটি ২০ জুলাই তোলা৷ এই ঘটনার পর প্যারিসে অবস্থানরত ইহুদিদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
এথেন্সে প্রতিবাদ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়৷ ছবিটি ১৭ জুলাই তোলা৷
ছবি: Reuters
ঢাকায় প্রতিবাদ
হামাস এবং ইসরায়েলের মধ্যকার সহিংস পরিস্থিতি নিরসনে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশিরা৷ ছবিটি ১৮ জুলাই তোলা৷ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন৷
ছবি: Reuters
11 ছবি1 | 11
বান কি মুনের আহ্বান
জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিউ ইয়র্কের জাতিসংঘ দপ্তরে সাংবাদিকদের বলেছেন, ‘‘ইসরায়েলি সেনারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার জন্য ফিলিস্তিনিদের লিফলেট বিতরণ করছেন৷ কিন্তু নিজের ঘর ছেড়ে যাওয়াটা ফিলিস্তিনিদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি৷ কারণ এই বিপুল পরিমাণ শরণার্থীদের সাহায্য দেয়ার মতো সামর্থ্য জাতিসংঘের নেই৷'' তিনি বলেছেন এই বিভৎস আগ্রাসন অবিলম্বে বন্ধ করা উচিত৷
গাজায় ১৮ লাখ মানুষের বাস, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার মানুষই এখন গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷
ইসরায়েলের পাশে রিপাবলিকান
পুরো বিশ্ব যখন গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করছে, তখন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা ইসরায়েলকে অভিযান বন্ধ করতে চাপ না দেয়ার জন্য ওবামা প্রশাসনকে আহ্বান জানিয়েছে৷ কেন ওবামা প্রশাসন গাজার মানুষদের রক্ষায় পদক্ষেপ নিচ্ছে তারও সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা৷
হাউজ স্পিকার জন বোয়েনার সোমবার বলেছেন, ‘‘এখন সব মানুষ ইসরায়েলকে একঘরে করে ফেলতে চাচ্ছে৷ আমরা চাই ইসরায়েলের পাশে দাঁড়াতে, কেবল পর্যবেক্ষক হিসেবে নয়, একজন প্রকৃত বন্ধু হিসেবে৷'' এই সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবটি নিয়ে আলোচনা করেন৷ তবে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ব্যাপক মতভেদ ও বাকবিতণ্ডা হয়৷ গত সপ্তাহে নেতানিয়াহুর সাথে আলোচনায় ওবামা যে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন সেটারও সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা৷ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘‘অস্ত্রবিরতি মানেই হামাস পূর্ণোদ্যমে তাদের রকেটগুলোকে স্থাপন করে ইসরায়েলে হামলা শুরু করবে৷'' জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরায়েলের আচরণের নিন্দা জানালে রিপাবলিকান বেশ কয়েকজন সিনেটর জাতিসংঘে একটি চিঠি লিখেছেন, যার বক্তব্য, হামাস গাজার সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে৷
আতঙ্কে কাঁদছে এক ফিলিস্তিনি কিশোরীছবি: Reuters
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েল ও হামাসের মধ্যে সংকট সমাধানের জন্য আলোচনার চেষ্টা অব্যাহত রেখেছেন৷
ইরানের শীর্ষ ধর্মীয় নেতার আহ্বান
ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েল গণহত্যায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন৷ মঙ্গলবার ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেয়া এক বক্তব্যে তিনি সমগ্র মুসলিম জাতিকে ফিলিস্তিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানান৷
গাজা থেকে ইসরায়েলে হামাস রকেট হামলা চালাচ্ছে-এই কথা বলে ৮ জুলাই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ পরে গাজায় হামাসের খোড়া সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার নির্দেশ দিয়ে স্থল অভিযানে নামে ইসরায়েলের সেনাবাহিনী৷