ইসরায়েলে এক্সিট পোল বলছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি সব চেয়ে বড় দল হতে পারে, কিন্তু সরকার বানাতে পারবে না।
বিজ্ঞাপন
দুই বছরের মধ্যে এই নিয়ে চারবার নির্বাচন হলো ইসরায়েলে। এই নির্বাচনেও নেতানিয়াহু বা তার বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন এমন সম্ভাবনা কম বলে এক্সিট পোল জানিয়েছে। নেতানিয়াহু প্রথমে বিপুলভাবে জেতার দাবি করলেও পরে বলেছেন, তিনি নির্বাচিত সব সদস্যের সঙ্গে কথা বলবেন। তার দলের মতাদর্শের কথা জানাবেন। সকলের কাছে তিনি পৌঁছাবেন। তার মানে, জোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। তবে এবার জোট অত সহজে হবে না। বরং তা আগেরবারের থেকেও কঠিন হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
ইসরায়েলে ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার রাতে। তারপর এক্সিট পোল বলেছে, ১২০ সদস্যের পার্লামেন্টে নেতানিয়াহুর দল ৩১ থেকে ৩৩ আসনে জিততে পারে। তার প্রধান বিরোধী দল জিততে পারে ১৮টির মতো আসনে। তার অর্থ সাবেক শরিক বেনেটের দলের সঙ্গে হাত মেলাতে হতে পারে নেতানিয়াহুকে। কিন্তু বেনেটের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক এখন খুবই খারাপ। তাই নেতানিয়াহুর পক্ষে জোট করা কঠিন হবে। তিনি বা বিরোধীরা জোট করে সরকার গঠন করতে পারলে ভাল, না হলে দুই বছরে পঞ্চমবারের জন্য নির্বাচনের মুখে পড়বে ইসরায়েল।
ইসরায়েলের সঙ্গে আমিরাত, বাহরাইনের চুক্তি
ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের ঐতিহাসিক চুক্তি হোয়াইট হাউসে সই হলো। ইসরায়েল লাভবান হলো। বিক্ষোভ প্যালেস্টাইনে।
ছবি: Getty Images/A. Wong
দীর্ঘ বিরোধের অবসান
কয়েক দশক ধরে চলা বিরোধের অবসান। সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তিতে সই করল ইসরায়েল। কূটনৈতিক,সম্পর্ক গড়ে তুলবে তারা। চুক্তিতে সই করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমিরাতের বিদেশ মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আল নেহয়ান এবং বাহরাইনের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আল জায়ানি।
ছবি: Getty Images/AFP/S. Loeb
ট্রাম্পের সভাপতিত্ব
হোয়াইট হাউসে চুক্তি সই হয়েছে। সভাপতিত্ব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভোটের আগে এই চুক্তি তাঁর অন্যতম তুরুপের তাস। ট্রাম্প বলেছেন, ''মধ্যপ্রাচ্যে নতুন ভোর হলো। এই চুক্তি ঐতিহাসিক।'' তার আশা, বাকি আরব দেশগুলিও আমিরাত ও বাহরাইনকে অনুসরণ করবে।
ছবি: Getty Images/A. Wong
উচ্ছ্বসিত নেতানিয়াহু
এতদিন আরব দুনিয়ায় কার্যত একঘরে ছিল ইসরায়েল। এ বার আমিরাত ও বাহরাইনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক চালু হবে। তাই উচ্ছ্বসিত ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, এই চুক্তি আরব-ইসরায়েল সংঘাত চিরতরে শেষ করে দিতে পারে। তাই এই চুক্তি ঐতিহাসিক। শান্তির ভোর হলো। তার মতে, করোনা নামক অতিমারির দিন শেষ হবে, কিন্তু আজ যে চুক্তি হলো, তার জন্য দীর্ঘস্থায়ী শান্তি থাকবে।
ছবি: Reuters/T. Brenner
খুশি আমিরাত, বাহরাইন
নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছেন আমিরাতের বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ইসরায়েল যে শান্তির পথ বেছে নিয়েছে এবং প্যালেস্টাইনের এলাকা দখল করবে না বলেছে, তাতে তিনি খুশি। কয়েক দশক ধরে বিভাজন ও সংঘাতের পর শান্তি ফিরল। ইতিহাসের গতি পরিবর্তন হলো। খুশি বাহরাইনও।
ছবি: picture-alliance/AP Photo/A. Brandon
খারিজ করল প্যালেস্টাইন
হোয়াইট হাউসে যখন এই চুক্তি সই হচ্ছে, তখন প্যালেস্টাইনে বিক্ষোভ চলছে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েল যে এলাকা দখল করে রেখেছে, তা ছেড়ে না দিলে শান্তি আসবে না। প্যালেস্টাইন এই চুক্তিকে খারিজ করে বলেছে, তাদের পিছন থেকে ছুরি মারা হয়েছে।
ছবি: Reuters/M. Salem
বিরোধে সৌদি, ইরান, তুরস্ক
এই চুক্তির বিরোধিতা করে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, ইরান এবং তুরস্ক। সৌদি আরব বলেছে, তারা প্যালেস্টাইন সমস্যার প্রকৃত সমাধান চায়। তাদের দাবি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে এবং পূর্ব জেরুসালেমকে তার রাজধানী করতে হবে। ইরান ও তুরস্কও চুক্তির বিরোধী। এই চুক্তিতে শুধু নতুন করে প্যালেস্টাইনের এলাকা দখন না করার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
ছবি: Reuters/T. Brenner
লাভ কতটা
এক দল বিশেষজ্ঞের মতে, এই চুক্তির ফলে লাভ খুব বেশি হবে না। কারণ, এমনিতেই ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সংঘাত একেবারেই কমে গিয়েছিল। লাভটা হলো, তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হলো। ওই বিশেষজ্ঞদের মতে, এই তিন দেশের একটাই লক্ষ্য, ইরানের প্রভাব কমানো। সে জন্যই এই চুক্তি সম্ভব হয়েছে।
ছবি: Reuters/T. Brenner
ট্রাম্প কতটা সুবিধা পাবেন
হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের চুক্তি হয়েছে। এই চুক্তি করিয়ে ট্রাম্প তার ক্ষমতা দেখাতে পারলেন বলে তার সমর্থকদের দাবি। এর ফলে ভোটের আগে ট্রাম্পের ভাবমূর্তি উজ্জ্বল হলো বলে তারা মনে করছেন। এর সুবিধা কি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে পাবেন? ট্রাম্প-বিরোধীরা মনে করছেন, তার ভাবমূর্তি করোনা ও কৃষ্ণাঙ্গ-হত্যার ফলে যে জায়গায় নেমেছে, সেখান থেকে ওঠার আশা কম।
ছবি: Reuters/T. Brenner
8 ছবি1 | 8
বিরোধী নেতা ল্যাপিড বলেছেন, বিরোধীরা মিলে সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফলে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না।
তবে ভোটের চূড়ান্ত ফলাফল বের হবে এই সপ্তাহের শেষে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্সিট পোল যে ঠিক হবেই তার কোনো গ্যারান্টি নেই।
ডিডাব্লিউর প্রতিনিধি তানিয়া ক্র্যামার জানিয়েছেন, বিশেষজ্ঞদের ধারণা ছিল, এবার নেতানিয়াহুর আসনসংখ্যা বাড়তে পারে। কারণ, তিনি করোনাকে ভালভাবে সামলেছেন। তিনি প্রচুর পরিমাণে ভ্য়াকসিন জোগাড় করেছেন। গত তিনমাসে ইসরায়েলের ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। বিশ্বের অন্য কোনো দেশের এই কৃতিত্ব নেই। তা সত্ত্বেও এক্সিট পোল বলছে, তার আসন কমবে। তাই তার পক্ষে জোট গঠনের কাজটাও কঠিন হবে।