1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতৃত্ব ছাড়ছেন মাশরাফী 

৫ মার্চ ২০২০

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা৷ জিম্বাবোয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে হতে যাচ্ছে তাঁর নেতৃত্বে বাংলাদেশের শেষ ম্যাচ৷

Cricket Spieler Bangladesch: Mashrafe Mortaza
ছবি: picture-alliance/A. Boyers

বৃহস্পতিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ৷ আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল৷

জিম্বাবোয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম জয়ের স্বাদ পাবেন মাশরাফী ৷

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফী বলেন, ‘‘কাল অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ৷ আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ৷ আমার নেতৃত্বে বাংলাদেশ দলের যত ক্রিকেটার খেলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ৷ আমি নিশ্চিত এই প্রক্রিয়া সহজ ছিল না, গত চার-পাঁচ বছরের ভ্রমণ সহজ ছিল না৷’’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷

তার উত্তরসূরী যাকে বানানো হবে তিনি যেন ২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন সেটা মাথায় রাখার পরামর্শও দেন তিনি৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ